নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি সভ্য পৃথিবীর, যেখানে মানুষের মাঝে সত্যিই শুধু মানুষ পাবো, যেখানে মানুষের বেশে কোন অমানুষ থাকবে না ।

অচেনা হৃদি

অচেনা হৃদির ডিজিটাল ডায়েরিতে আপনাকে স্বাগতম!

অচেনা হৃদি › বিস্তারিত পোস্টঃ

হৃদির বয়স এক বছর!

০৯ ই জুন, ২০১৯ বিকাল ৪:৫৭

এক বছর দুই সপ্তাহ!
অনেকদিন ব্লগিং করে ফেললাম। আমার ব্লগ দেখা হয়েছে ছাব্বিশ হাজার বার।
যদি সবকিছু স্বাভাবিক থাকতো তাহলে আমিও হয়তো বর্ষপূর্তি পোস্ট লিখতাম। হয়তো অভিনন্দনের জোয়ারে ভেসে যেতাম।
যদিও হিসেব অনুযায়ী এক বছর হয়ে গেছে, তবে আমার মনে হয় এই এক বছরের মাঝে খুব বেশি হলে মাত্র চার মাস আমি ভালোভাবে ব্লগিং করেছি।
আমার মাঝে মাঝে খুব ইচ্ছে করে আগের মত এক্টিভ ব্লগার হয়ে যাই। কিন্তু ল্যাপটপ এ তো সামু পাওয়া যায় না। কয়েকজনের পরামর্শে কয়েক রকম ভাবে সামুকে ফিরিয়ে আনার চেষ্টা করেছি, হয়নি।
মোবাইলে ব্লগিং করা আর সাদা ভাতকে পায়েস বলে খেয়ে ফেলা একই কথা। আমি শুরু থেকেই ল্যাপটপে ব্লগিং করেছিলাম। তাই মোবাইলে সামু ব্লগ খুলে দেখার প্রতি বিন্দুমাত্র আগ্রহ জাগে না।
যারা এখনো সমানে ব্লগিং করে যাচ্ছেন তারা হয়ত দেশে নেই, মনে হয় বিদেশ বসেই ব্লগ চালিয়ে যাচ্ছেন। মনের আয়েশ মিটিয়ে ব্লগিং করতে হলে মনে হয় আমাকেও বিদেশ চলে যেতে হবে।
এনিওয়ে, এই এক বছরে ব্লগে যারা আমার ডিজিটাল ডায়েরি দেখেছেন সবাইকে ধন্যবাদ।
হ্যাপি ব্লগিং।

মন্তব্য ৩৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৯ বিকাল ৫:৫১

চাঁদগাজী বলেছেন:


ব্লগিং ও সামুর কঠিন সময়ে আপনি ১ বছর টিকে আছেন, এটা সুখবর, আপনাকে অভিনন্দন! টিকে থাকার সংগ্রামে সফল হবেন ব্লগারেরা; সামুকে বন্ধ করার জন্য যারা চেষ্টা করছে, তারা পরাজিত হবে।

০৯ ই জুন, ২০১৯ রাত ১১:২১

অচেনা হৃদি বলেছেন: মূল্যবান একটি মন্তব্য করেছেন। আমি এই ব্লগে যা লাইক পেয়েছি আপনি কমেন্টেই (এখন পর্যন্ত) তা পেয়ে গেলেন। মন্তব্যটি গতানুগতিক হলে এমনটি নিশ্চয়ই হত না।
আপনি শুরু থেকেই সক্রিয়ভাবে পাশে ছিলেন, আমাকে গঠনমূলক মন্তব্য দিয়ে অনেক উপকৃত করেছেন। অনেক ধন্যবাদ।

২| ০৯ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:১২

খায়রুল আহসান বলেছেন: ব্লগে প্রথম বর্ষপূর্তিতে আন্তরিক অভিনন্দন! + +
এক বছরে একেবারে কম লিখেন নাই; তার চেয়ে বড় কথা যা কিছু লিখেছেন তার মধ্যেই নিজস্বতা এবং মৌলিকতার স্বাক্ষর রেখেছেন। অন্যের লেখায় মন্তব্যের মধ্যেও আন্তরিকতা ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন।
অন্তহীন হোক আপনার ব্লগযাত্রা... শুভকামনা!

০৯ ই জুন, ২০১৯ রাত ১১:৪০

অচেনা হৃদি বলেছেন: এমন সুন্দর শুভকামনার জন্য অজস্র ধন্যবাদ।
যখন যে কাজ করি আমি, মৌলিকতার স্বাক্ষর রাখার চেষ্টা করি। প্রথম দিকে ব্লগিং এর ঝোক চেপেছিল, মাথায় অলটাইম ব্লগ লিখার নেশা ঘুরতো, লিখতামও। এখনও মাঝে মাঝে ইচ্ছে করে, কিন্তু মোবাইলে ব্লগিং করা সত্যিই বড় ঝামেলার কাজ। অন্যের ব্লগে মন্তব্য দেয়া তো দূরে থাক, নিজের পোস্টের মন্তব্যের উত্তর দিতেও মন চায় না। এতো ঝামেলা করে মন্তব্য কে লিখতে যাবে বাপু??
আমার ডিজিটাল ডায়েরিতে আপনার নিজের মন্তব্যের স্বাক্ষর নিয়মিত পেয়ে এসেছি।
অনেক অনেক ধন্যবাদ স্যার।

৩| ০৯ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:১৩

শায়মা বলেছেন: আমাকেও নিয়ে যাও। আমিও ঢুকতে পারি না! :(

১০ ই জুন, ২০১৯ রাত ১২:০০

অচেনা হৃদি বলেছেন: :(
আপনি ঢুকতে না পেরেও দারুণ ব্লগিং করে যাচ্ছেন আপু। আমি অনেকদিন আপনাকে অনলাইনে পেয়েছি, ভালো লাগে ব্লগে আপ্নারা এক্টিভ আছেন দেখলে।
ধন্যবাদ প্রিয় আপুমনি!

৪| ০৯ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:২২

আর্কিওপটেরিক্স বলেছেন: অভিনন্দন আপুনি :)

ব্লগ আনব্লক নিয়ে আমার এই পোস্টটা দেখতে পারোঃ
সামু ব্যবহারের যত উপায়

১০ ই জুন, ২০১৯ রাত ১২:১৮

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
আরে, আমার চেয়েও টেকনোলজিতে দক্ষ ব্লগারেরা ঢুকতে পারছেন না ব্লগে, আমি কি আপনার লিংক এর সাহায্যে ঢুকতে পারবো?
আচ্ছা, অবশ্যই ট্রাই করে দেখবো।
আবারো ধন্যবাদ।

৫| ০৯ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অভিনন্দন!
শুভ কামনা।
আরো লেখা চাই।

১০ ই জুন, ২০১৯ রাত ১২:২৫

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
জানি আপনারা আমার থেকে আরো লেখা চান। আমার নিজেরও লেখার ইচ্ছে আছে, কিন্তু মোবাইলে লিখে পোস্ট করতে গেলে তো আমার বারোটা বেজে যায়। আমি আসলে মোবাইলে ব্লগিং করার মত ধৈর্যবতী না!
:(

৬| ০৯ ই জুন, ২০১৯ রাত ৮:০০

আহমেদ জী এস বলেছেন: অচেনা হৃদি,




ব্লগে একবছর দুই সপ্তাহ তেমন বেশি কিছু নয়। তবুও এ স্বল্প সময়ে আপনার অর্জন অনেক। সামনের বছরগুলো আপনার ব্লগীয় জীবনকে আরও ঐশ্বর্য্য মন্ডিত করুক, করুক বেগবান।

দেশে বসে আমরা অনেকেই অনেক বাঁধা-বিপত্তি ডিঙিয়েও কিন্তু যে যেভাবে পারছি সামুতে উঁকি দিচ্ছি। আপনি আসাতে সামুর বর্তমান অবস্থার অনলাইন ব্লগারদের সংখ্যা আরও একজন বাড়লো।

শুভেচ্ছান্তে।

১০ ই জুন, ২০১৯ বিকাল ৫:৫৬

অচেনা হৃদি বলেছেন: সুন্দর শুভকামনার জন্য আন্তরিক ধন্যবাদ ভাইয়া।
আমার জীবনে সামুর অবদান অনস্বীকার্য! কোনদিন ভাবিনি আমিও লেখক হব। সামুতে আপনাদের উতসাহ পেয়েই লেখালেখি শুরু করি। এখন জাতীয় পত্রিকা/ম্যাগাজিনে আমার লেখা প্রকাশিত হচ্ছে। সামু না থাকলে এই বয়সেই লেখক হবার সৌভাগ্য পেতাম বলে মনে হয় না।
সমগ্র সামু পরিবারের কাছে আমি কৃতজ্ঞ।
আমি এই পরিস্থিতিতে অনেক বাধা ডিঙিয়ে ব্লগে এসেছি বলে আপনি সহ অন্যেরা যেভাবে খুশি হয়েছে তা আমার মনে দাগ কেটে দিয়েছে। সম্ভব হলে আমি রেগুলার ব্লগে আসবো।
মন্তব্যের জন্য আবারো ধন্যবাদ।

৭| ০৯ ই জুন, ২০১৯ রাত ৮:১১

রাজীব নুর বলেছেন: সামু নিয়ে সাময়িক সমস্যা চলছে। আমার বিশ্বাস সমস্যা মিটে যাবে।

১১ ই জুন, ২০১৯ সকাল ৮:১৯

অচেনা হৃদি বলেছেন: জি, এই বিশ্বাস এতোদিন আমার নিজেরও ছিল। কিন্তু এখন বিশ্বাসটাতে চিড় ধরে গেছে।
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

৮| ০৯ ই জুন, ২০১৯ রাত ৮:১২

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আপনি একজন ভালো ব্লগার। আপনার লেখাগুলো সবারই দৃষ্টি কাড়ে।

বর্ষ পূরণের আনন্দ আপনাকে ছুয়ে যাক সারাক্ষণ।

১৪ ই জুন, ২০১৯ দুপুর ২:৫৯

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ, লেখা তো এমনভাবে লেখার চেষ্টা করি যেন সবার মনোযোগ আকৃষ্ট হয়। এতো কষ্ট করে, সময় ও শ্রম দিয়ে লিখবো, তা যদি সফল না হয়, তাহলে তো পণ্ডশ্রম হয়ে যাবে।
:)
দেরিতে উত্তর দেবার জন্য দুঃখিত।

৯| ০৯ ই জুন, ২০১৯ রাত ১১:২৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ম্যাওপ্যাওটা আবার কখন উদিত হইলো!!!
এসেই মায়া কান্না? ওলে ওলে ওলে, কাঁদেনা সোনা।


শিরোনামে ভুল আছে, "হৃদির বয়স এক বছর" নয়, অচেনা হিরিদি নিকের বয়স এক বছর। :D



{ব্লগিং করার ইচ্ছে থাকলে শব্দনীড়ে আইডি খুলতে পারো}

১৪ ই জুন, ২০১৯ বিকাল ৩:০০

অচেনা হৃদি বলেছেন: হ্যা, ব্লগিং করার ইচ্ছে আছে। তবে এই 'শব্দনীড়' কি জিনিস? সেটাও ব্লগিং সাইট নাকি?
আপনি নিজে একটা ব্লগিং সাইট খুলবেন বলেছিলেন। এটাই কি সেই ব্লগ?
এনিওয়ে অনেকদিন পর আপনার মন্তব্য দেখে ভালো লাগলো।
ধন্যবাদ।

১০| ১০ ই জুন, ২০১৯ রাত ১:১৯

মুক্তা নীল বলেছেন:
আপনিতো গ্রেট এবং আপনাকে অভিনন্দন !!! আপনার এই সাফল্য দেখে খুব ভালো লাগছে ।অনেক শুভকামনা থাকলো আপনার জন্য।

১৪ ই জুন, ২০১৯ বিকাল ৩:০৩

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ। আপনি আরো একদিন এভাবেই আমার প্রশংসা করেছিলেন। কিন্তু আমি আপনার ব্লগ ভালোভাবে দেখার সুযোগ পাইনি কখনো।
হয়ত আপনি আমার লেখা সবগুলোই পড়ে থাকবেন।
শুভকামনার জন্য অসংখ্য ধন্যবাদ।

১১| ১০ ই জুন, ২০১৯ ভোর ৪:৪০

বলেছেন: অভিনন্দন হৃদি -

আপনার ডায়েরি আরো চলুক +++

১৪ ই জুন, ২০১৯ বিকাল ৩:০৬

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
আপনার এই শুভকামনা সত্য হোক। সামু আবার আগের মত স্বাভাবিক হয়ে আসুক। তবেই আমার ডায়েরি আরো চলবে।

১২| ১০ ই জুন, ২০১৯ সকাল ৯:৪০

করুণাধারা বলেছেন: বহুদিন পর দেখা হওয়ায় আনন্দিত হলাম হৃদি। :D

হ‍্যাপী ব্লগিং!

১৪ ই জুন, ২০১৯ বিকাল ৩:১০

অচেনা হৃদি বলেছেন: ম্যাডাম, সত্যি বলতে কি, আমার নিজেরও ইদানিং খুব ইচ্ছে করে ব্লগে আবার আগের মত আপনাদের সাথে নিয়মিত হয়ে যাই। যদি ল্যাপ্টপে ব্লগিং করা যেত আমি তাই করতাম।
আশা করি সব আবার সাভাবিক হয়ে যাবে।
আমাকে দেখে আনন্দিত হয়েছেন জেনে খুব ভালো লেগেছে।

১৩| ১০ ই জুন, ২০১৯ সকাল ৯:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: অভিনন্দন।

আপনার মত আমিও কম্পিউটার/লেপটপ ছাড়া ব্লগিং করি না।
মোবাইলে ব্লগিং করে মজা নেই।

সুসময় আসবেই।
ভাল থাকুন।

১৪ ই জুন, ২০১৯ বিকাল ৩:১২

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ ভাইয়া, আশা করি সুসময় আসা পর্যন্ত আমি বেচে থাকবো। :)

১৪| ১০ ই জুন, ২০১৯ সকাল ১১:২০

জুন বলেছেন: অভিনন্দন রইলো একবছর পুর্তির অচেনা হৃদি !:#P

১৪ ই জুন, ২০১৯ বিকাল ৩:১২

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ জুন আপু, অনেক ধন্যবাদ।

১৫| ১০ ই জুন, ২০১৯ সকাল ১১:৩০

তারেক_মাহমুদ বলেছেন: অনেক অভিনন্দন হৃদি আপু, আসলেই এত ঝক্কি ঝামেলা সামলিয়ে সামুতে আসা কষ্টকর, আবারও সামুর সুসময় ফেরার প্রত্যাশায় রইলাম।

১৪ ই জুন, ২০১৯ বিকাল ৩:১৪

অচেনা হৃদি বলেছেন: সামুর অচলাবস্থা দেখে আমার খারাপ লাগে ভাইয়া। কবে আবার সাভাবিক পরিস্থিতি ফিরে আয়াবে?

১৬| ১০ ই জুন, ২০১৯ সকাল ১১:৫১

মেঘ প্রিয় বালক বলেছেন: ব্লগে প্রথম বর্ষপূর্তিতে লাল গালিচা বিছানো অভিনন্দন। শুভকামনা আগমীর জন্য।

১৭| ১০ ই জুন, ২০১৯ দুপুর ১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন । হ্যাপি ব্লগিং ।

১৮| ১০ ই জুন, ২০১৯ দুপুর ২:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অভিনন্দন আপি
ফিরে আসুন আবার

১৯| ১১ ই জুলাই, ২০১৯ সকাল ১১:৩৮

আনমোনা বলেছেন: ভালো লাগলো আপনার লেখা দেখে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.