নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি সভ্য পৃথিবীর, যেখানে মানুষের মাঝে সত্যিই শুধু মানুষ পাবো, যেখানে মানুষের বেশে কোন অমানুষ থাকবে না ।

অচেনা হৃদি

অচেনা হৃদির ডিজিটাল ডায়েরিতে আপনাকে স্বাগতম!

অচেনা হৃদি › বিস্তারিত পোস্টঃ

আমিও আছি এই বাগানে

০১ লা জুলাই, ২০২০ বিকাল ৪:০৭


সামুতে আমি ব্লগার হবার পর থেকে নিয়মিত আছি। তবে লেখক হিসেবে নই, আছি কেবলই পাঠক হয়ে।
প্রথম প্রথম সে কি ব্লগিং! পড়াশোনা বা অন্য কাজ করতে বসলে মাথায় ঘুরপাক খেতো, পরবর্তী ব্লগটা কি নিয়ে লেখা যায়। কোন আইডিয়া পেলেই ঝাঁপিয়ে পড়ে লেখা শুরু করে দিতাম। তারপর ভুল শুদ্ধ যাচাই না করে ধুম করে পোস্ট করে দিতাম।
ভালো লাগতো মন্তব্যে সবার প্রশংসা পেয়ে। তৃপ্তিতে ভরে যেতো মন। পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল, মনে হত যেন আমি সারাজীবন সামুতে ব্লগিং করব।
কিন্তু কিভাবে কিভাবে যেন সেই ইচ্ছে স্তিমিত হয়ে এলো।
বিশেষ করে মাঝখানে কিছুদিন সামুতে লগইন করতে না পারায় সামুতে লিখার ইচ্ছেটা শূন্য মাত্রায় নেমে চলে এসেছে। অনেক দিন ভেবেছি, আবার লিখব সামুতে, কিছু না কিছু লিখব, কিন্তু কি লিখব তা তো মাথায় আসে না!
যাহোক, কিছু না লিখলেও সামুর লেখা আমি নিয়মিত পড়ি। লগইন করতে অলসতা এত বেশি আমার, তাই ব্লগে মন্তব্য করাও হয়ে উঠে না। নাহ, ভুল বললাম, মন্তব্য করি ঠিকই তবে সব মন্তব্যই করে যাচ্ছি মনে মনে। লিখিত আকারে হয়ে উঠছে না। ভাবছি ব্লগে নিজে লিখালিখি না করলেও এখন থেকে অন্যদের লেখায় নিজের মন্তব্য দেব। গঠনমূলক মন্তব্য করতে পারাটাও অবশ্যই ব্লগিং এর একটি অংশ।
যারা নিয়মিত সামুতে লিখে যাচ্ছেন সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইল।

মন্তব্য ৩৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০২০ বিকাল ৪:১৫

ঢুকিচেপা বলেছেন: অল্প কথার মধ্যে মনের ইচ্ছা প্রকাশ করে লেখাটা ভাল হয়েছে। এভাবেই নিজেকে তৈরী করুন। লেখার নেশায় যখন লেখা চলতে থাকবে তখন আর থামতে পারবেন না।

শুভকামনা রইল।

০১ লা জুলাই, ২০২০ বিকাল ৪:৩৩

অচেনা হৃদি বলেছেন: সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ!
আশা করি আপনার শুভকামনা সত্যে পরিণত হবে।

২| ০১ লা জুলাই, ২০২০ বিকাল ৪:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: অনেক দিন পর আপনার পোস্ট। দারুন কিছু কথা বলেছেন । লেখাটা চর্চার বিষয় । আর সে চর্চা অনুপ্রেরণা পেলে সমৃদ্ধতর হতে থাকে ।

০২ রা জুলাই, ২০২০ দুপুর ২:২১

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ ভাইয়া, ঠিক বলেছেন লেখালেখি চর্চার ব্যপার। আবার এটা সাধনার ব্যপারও। আমি আগের মত ব্লগে লিখতে এনার্জি পাই না, কেন কে জানে।
যাহোক, পরামর্শের জন্য ধন্যবাদ আবারো।

৩| ০১ লা জুলাই, ২০২০ বিকাল ৪:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শুভকামনা রইলো।
শুভ ব্লগিং।

০৪ ঠা জুলাই, ২০২০ দুপুর ২:৪৩

অচেনা হৃদি বলেছেন: 8-|
ধন্যবাদ ভাইয়া!
শুভ ব্লগিং!

৪| ০১ লা জুলাই, ২০২০ বিকাল ৫:৪৩

বিজন রয় বলেছেন: ওয়েলকাম ব্যাক !!

এক বছর পর উদয় হলেন।

দেখুন........

০৪ ঠা জুলাই, ২০২০ দুপুর ২:৪৪

অচেনা হৃদি বলেছেন: হিহি
দেখলাম, এক বছরের চেয়েও বেশি।
আমাকে খেয়াল রাখার জন্য ধন্যবাদ।

৫| ০১ লা জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৩৮

চাঙ্কু বলেছেন: আইচ্ছা টিক আছে!! বাগানে আর কত ঘুরাঘুরি করবেন! এখন লেখা শুরু করে দেন!

০৪ ঠা জুলাই, ২০২০ দুপুর ২:৪৬

অচেনা হৃদি বলেছেন: জিইই!
ঘোরাঘুরি বন্ধ, বসে দেখি কিছু লেখা যায় কি না। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ০১ লা জুলাই, ২০২০ রাত ৮:০৬

আহমেদ জী এস বলেছেন: অচেনা হৃদি,




এভাবে অচেনা হয়ে যাওয়া মোটেও ভালো কথা নয়। হৃদ মাঝারে যে সুরের অনুরণন হচ্ছে তার স্বরলিপি লিখে ফেলুন ঝটপট।
কি লিখবেন ? মাথায় আসেনা ? মাথাটাকে একটু ঝাঁকি দিয়ে এই বদ্ধ ঘরের দম আটকানো অভিজ্ঞতা দিয়েই না হয় শুরু করুন।

নতুন করে স্বাগতম।
শুভেচ্ছান্তে।

০৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫০

অচেনা হৃদি বলেছেন: আপনার মন্তব্যের স্টাইলটা আমার কাছে সব সময়েই ভালো লেগে এসেছে। বিশেষ করে শুরুতে নামটা সম্বোধন করে মন্তব্য শুরু করাটা চমৎকার। মনে হয় যেন খুব আপন কেউ ডেকে কিছু বলছে।
মাথায় আসেনা ? মাথাটাকে একটু ঝাঁকি দিয়ে এই বদ্ধ ঘরের দম আটকানো অভিজ্ঞতা দিয়েই না হয় শুরু করুন।
আইডিয়া চমৎকার, দেখি কিছু লিখা যায় কিনা। আইডিয়াটার জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন ভাইয়া, পাশে থাকবেন সব সময়।

৭| ০১ লা জুলাই, ২০২০ রাত ৮:২০

নেওয়াজ আলি বলেছেন: ভালোবাসা ও শুভ কামনা।

০৭ ই জুলাই, ২০২০ রাত ৯:১৮

অচেনা হৃদি বলেছেন: এই সুন্দর শুভকামনা যেন কভু বিফলে না যায়।
ধন্যবাদ ভাইয়া!

৮| ০১ লা জুলাই, ২০২০ রাত ৮:২৭

শায়মা বলেছেন: তোমার কথা মনে পড়েছিলো। ভূত বরের গল্পটাও! :)

০৭ ই জুলাই, ২০২০ রাত ৯:২৬

অচেনা হৃদি বলেছেন: ওহ আপু, অনেক অনেক ধন্যবাদ!
ভূত বরের গল্পটাও!
আহা, দিনগুলো কেমন যে চমৎকার ছিল। সেই গল্প যে সবার মনে স্থান নিয়েছিল এটাই সবচেয়ে বড় আনন্দের কথা। আমার মনে আছে আপু, সেই লেখাটাই আমার প্রথম লেখা যেখানে আপনার কমেন্ট পেয়েছি। কি যে ভালো লেগেছিল সেদিন!
আবারো ধন্যবাদ আপুমণি। ভালো থাকবেন।

৯| ০১ লা জুলাই, ২০২০ রাত ৮:৫১

মৌরি হক দোলা বলেছেন: কত্ত্ত্ত্ত্ত্ত্ত্ত্ত্ত্ত্ত্ত্ত দিন পর!!!!!!!!!!!!!!!!!!!!!!! কেমন আছো আপু?? :)

০৭ ই জুলাই, ২০২০ রাত ৯:২৯

অচেনা হৃদি বলেছেন: উপরওয়ালার দোয়ায় অনেক ভালো আছি আপু।
ঠিক বলেছেন আপু, অনেকদিন পরে এসেছি। খুব চেষ্টা করব যেন আবার আগের মত ফ্রন্টলাইনে বসে ব্লগিং করতে পারি।
অনেক অনেক ভালোবাসা জানাই দোলা আপুকে।

১০| ০১ লা জুলাই, ২০২০ রাত ১০:২১

পদাতিক চৌধুরি বলেছেন: যাক অনেক দিন পর আপনার লেখা পাওয়া গেছে।তবে নিয়মিত হিসেবে দেখতে চাই।পড়াশোনার চাপ থাকলে অবশ্য আলাদা কথা।

শুভকামনা রইলো।

০৮ ই জুলাই, ২০২০ রাত ৯:৪৫

অচেনা হৃদি বলেছেন: পড়াশোনার চাপ তেমন একটা নেই। অনলাইনে আমাদের স্যারদের লেকচার টেকচার দেখি এই যা। সেটাও আমার কাছে অত চাপ মনে হয় না।
আমারও নিয়মিত হবার ইচ্ছে আছে। দেখি পারি কি না।
অনেক দিন এর গ্যাপেও আমাকে ভুলে যাননি এইজন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।
আপনার শুভকামনা সত্য হোক ভাইয়া।

১১| ০২ রা জুলাই, ২০২০ রাত ১২:০৬

মানতাশা বলেছেন: আপনার লেখার লাগিয়া ,ব্লগারগণ হা করিয়া বসিয়া আছেন । আশা করিতেছি আপনি নিরাশ করিবেন নাহ। আপনি যাহা লিখিয়া আছেন তাহাই ইতহাস সৃষ্টি করিয়াছে।

০৮ ই জুলাই, ২০২০ রাত ৯:৪৯

অচেনা হৃদি বলেছেন: মন্তব্য পড়ে ব্যপক মজা পেলাম এবং হাসলাম।
আপনি যাহা লিখিয়া আছেন তাহাই ইতহাস সৃষ্টি করিয়াছে।
=p~
সব ইতিহাস সুখকর নয় গো, কোন কোনটা তিক্ত ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে স্মৃতির পাতায়, এবং আমার ব্লগে।
চেষ্টা করব কেউ যেন নিরাশ না হয়। আর কিছু না পারি সবাইকে সুখপাঠ্য কিছু মন্তব্য উপহার দেব।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

১২| ০২ রা জুলাই, ২০২০ রাত ১২:৪৯

রাজীব নুর বলেছেন: গঠন মূলক মন্তব্য করার কোনো বুদ্ধি পরামর্শ দিন প্লীজ।

০৯ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২২

অচেনা হৃদি বলেছেন: ও মাই গড!
একজন সিনিয়র ব্লগার আমার কাছে পরামর্শ চাচ্ছে!
কি বল্ব বুঝতে পারছি না।
আপনার মন্তব্য এমনিতেই অনেক গঠনমূলক ও প্রাসঙ্গিক, তবে অনেকে প্রসঙ্গটা বুঝে নিতে পারেনা।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৩| ০২ রা জুলাই, ২০২০ সকাল ১০:০৯

নীল আকাশ বলেছেন: অনেকদিন পরে আপনার লেখা পড়লাম।

০৯ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২৪

অচেনা হৃদি বলেছেন: আপনি কি আগেও আমারলেখা পড়েছিলেন। কেন যেন আপনাকে মনে পড়ছে না।
:)
যাই হোক, মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৪| ০২ রা জুলাই, ২০২০ সকাল ১১:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাই হোক অচেনা হৃদি। ব্লগিংটাও নিয়মিত হোক।

০৯ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই। চেষ্টা করব ব্লগে নিয়মিত থাকার।

১৫| ০২ রা জুলাই, ২০২০ সকাল ১১:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভকামনা আপি
ফিরে আসো আরেকবার
আড্ডা গল্প গানে মেতে থাকি সবাই

০৯ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

অচেনা হৃদি বলেছেন: আড্ডা গল্প গানে আমি কিন্তু এতোদিনেও ছিলাম আপি। তবে একেবারেই নীরবে।
8-|
ফিরে এসেছি আপি, চেষ্টা করব প্রতিদিন ব্লগে সক্রিয় থাকতে।
আপনার শুভকামনা সত্যি হোক।

১৬| ০২ রা জুলাই, ২০২০ রাত ১১:৪৬

ঘুটুরি বলেছেন: যাত্রা শুরু হোক আবার, শুভ কামনা রইল

১০ ই জুলাই, ২০২০ সকাল ৯:৫৯

অচেনা হৃদি বলেছেন: এই শুভকামনা সত্যে পরিণত হোক।

১৭| ০৩ রা জুলাই, ২০২০ সকাল ১১:০৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার মত লেখার চেয়ে মন্তব্যে সময় বেশী দিতে পারেন। আমাদের ব্লগের মনিষী চাঁদ গাজী নাকি বলেছেন (সঠিক কি না জানি না) যে লেখার চেয়ে মন্তব্য থেকে ব্লগারকে বেশী চেনা যায়।

১০ ই জুলাই, ২০২০ সকাল ১০:০২

অচেনা হৃদি বলেছেন: হ্যাঁ তাই করতে হবে দেখছি। একটা লেখা লিখতে হলে অনেক সময় ব্যয় করতে হয়। তবে মন্তব্য করা এমন কঠিন নয়, মানে মন্তব্য লিখতে এত সময় যায় না। আমিও তাই করব, মন্তব্য করতে থাকবো, দেখি কি হয়!
আমার ব্লগে আপনাকে স্বাগতম।

১৮| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ৯:০৫

খায়রুল আহসান বলেছেন: শুধু পাঠক হিসেবে কেন, সব সময় সম্ভব না হলেও অন্ততঃ মাঝে মাঝে লেখক হিসেবেও ব্লগে আসুন, আপনার ভাবনাগুলো উপস্থাপনা করুন এবং মন্তব্য/প্রতিমন্তব্য তো করবেনই।
লেখার চেয়ে মন্তব্য থেকে ব্লগারকে বেশী চেনা যায়(১৭ নং মন্তব্য) - কথাটা ঠিক।

১০ ই জুলাই, ২০২০ সকাল ১০:০৫

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আমি যত সক্রিয় থাকি না কেন, এই ব্লগে আপনার মত কার্যকর ভূমিকা হয়ত পালন করতে পারবো না। আমি অনেক সময় মন্তব্য প্রতিমন্তব্য করতে গিয়ে আপনাদের ফলো করি।
মন্তব্যের জন্য আবারো ধন্যবাদ জানাই।

১৯| ২০ শে মে, ২০২১ রাত ৮:৩৩

খায়রুল আহসান বলেছেন: আপনি দীর্ঘদিন ধরে ব্লগে অনুপস্থিত আছেন। আশাকরি ভাল আছেন?

২০| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৬:৫৫

সোহানী বলেছেন: হৃদি, অনেকদিন হলো তোমার দেখা নেই। তাড়াতাড়ি ফিরে আসো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.