![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোনটা বাস্তব, কোনটা কল্পনা, কোনটা আলো, কোনটা হতাশা, কোনটা ছায়া, কোনটা মরিচিকা......। অচেনা হিমালয়ের জগতে সব মিলে-মিশে একাকার......!!
লুঙ্গী একটি আরামদায়ক কিন্তু বিপজ্জনক বাঙ্গালী বস্ত্র ।
এর ভেন্টিলেশন সিস্টেমঅত্যন্ত চমৎকার ।
সুন্দর বায়ুপ্রবাহ ভিতরের পরিবেশ সবসময় ঠান্ডা রাখে,
তবে মাঝে মাঝে অতিরিক্ত বায়ুপ্রবাহ সব
দৃশ্যমান করে তুলতে পারে ।
এর বাধন বা গিট্টু অত্যন্ত শৈল্পিক ব্যাপার ।
শীতের রাতে লুঙ্গী অনেক উপকারী বস্ত্র,যা দুর্বল
গিট্টু জনিত কারনে প্রায়শই মাফলার এ পরিনত হয়।
তবে প্রকাশ্য দিবালোকে দুর্বল গিট্টু জনিত দুর্ঘটনা অত্যন্ত মানহানিকর এবং অপমানজনক ।
তাই লুঙ্গী পড়ার সময় সতর্ক হয়ে গিট্টু দিন।
মনে রাখবেনঃ- একটি দুর্ঘটনা, সারা জীবনের কান্ন :p :p
সূত্রঃ সংগ্রহীত
২৩ শে মে, ২০১৪ বিকাল ৪:১২
অচেনা হিমালয় বলেছেন:
২| ২২ শে মে, ২০১৪ সকাল ৮:৩৬
আজীব ০০৭ বলেছেন: হা হা হা
২৩ শে মে, ২০১৪ বিকাল ৪:১২
অচেনা হিমালয় বলেছেন:
৩| ২২ শে মে, ২০১৪ সকাল ৮:৩৬
আজীব ০০৭ বলেছেন: হা হা হা
৪| ২২ শে মে, ২০১৪ সকাল ১০:১৬
নিজাম বলেছেন: লুঙ্গির এহেন শৈল্পিক রম্য রচনা আগে কখনো দেখিনি। ধন্যবাদ।
২৩ শে মে, ২০১৪ বিকাল ৪:১৩
অচেনা হিমালয় বলেছেন: ধন্যবাদ।
৫| ২২ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:১৭
আদম_ বলেছেন: আই এম শিওর ইউ আর এ ভিকটিম.......
২৩ শে মে, ২০১৪ বিকাল ৪:১৪
অচেনা হিমালয় বলেছেন: না না, কি বলেন ভাই.। কখনই না। আমি তো লুঙ্গি পড়িই না.।
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০১৪ রাত ১০:৩৩
সাইলেন্স বলেছেন: ইজ্জতের নিলাম হইয়া যাইবার লাগে মাঝে মইদ্যে