নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙ্গালী। বাংলা আমার অহংকার।

অচেনা হিমালয়

কোনটা বাস্তব, কোনটা কল্পনা, কোনটা আলো, কোনটা হতাশা, কোনটা ছায়া, কোনটা মরিচিকা......। অচেনা হিমালয়ের জগতে সব মিলে-মিশে একাকার......!!

অচেনা হিমালয় › বিস্তারিত পোস্টঃ

ইন্ডিয়া‬ বিদেশের মাটিতে খেলে বিড়ালের মতো, তবুও কেন এত অহংকার ??

৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:০২

কথিত আছে যে, "‪#‎ইন্ডিয়া‬ ঘরের মাটিতে ভালো খেলে আর বিদেশের মাটিতে খেলে বিড়ালের মতো"। কথাটা যে কত খাটি তা টিম ইন্ডিয়া বারবার প্রমান করেছে। আজও প্রমান করেছে। ইংল্যান্ডের বিপক্ষে অঘোষিত সেমিফাইনালে ৩ উইকেটে হেরে কোন ম্যাচ না জিতেই টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে মোড়ল দলটি।
তবে হ্যা, ভারত কিন্তু সব ম্যাচে হারেনি। তাদের ভাগ্য ভালো থাকায় বৃষ্টির কারণে অজিদের বিপক্ষের ম্যাচ পরিত্যাক্ত হওয়ায় পয়েন্টও পেয়েছিলো তারা। খেলা হলে যেটা সম্ভব হতো না।
অথচ বদমাইশ দলটি অহংকার কম দেখায়না। টোটালি অপর্দার্থ আর অসভ্য একটা দল এটা।
আর ভারতের দালালি করা ‪#‎স্টার_স্পোর্টস‬ আজকের ম্যাচ লাইভ দেখালেও আপনি আর্কাইভে তন্ন তন্ন করে খুজেও এই ম্যাচের কোন হদিস খুজে পাবেননা। যে ম্যাচ ইন্ডিয়া হারে ঐ ম্যাচ জীবনেও দেখাবে না। কতটা নীতি আর বিবেক বর্জিত একটা চ্যানেল!
রিপঃ ইন্ডিয়া।
রিপঃ স্টার স্পোর্টস।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩০

ব্লগ ৪১৬ বলেছেন: হালাগো গদাম। চেটের বালের ভাব চোদায় ইন্ডিয়ান ক্রিকেট। আমার কাছে ইন্ডিয়া হারলে ওদের ধারা ভাষ্যকারদের মিউ মিউ শুনতে ভালো লাগে। যখনি ওয়া হারে আমি বাসে থাকি ওদের ধারা ভাষ্যকারদের লেদানি শুনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.