![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোনটা বাস্তব, কোনটা কল্পনা, কোনটা আলো, কোনটা হতাশা, কোনটা ছায়া, কোনটা মরিচিকা......। অচেনা হিমালয়ের জগতে সব মিলে-মিশে একাকার......!!
টাইগাররা কি আসলে হেরেছে?
মাশরাফির চোখের পানি কাদের জন্য?
নিজের জন্য। নারে পাগলা না। এ কান্না ভালোবাসার কান্না। এ কান্না টাইগার সাপোর্টারদের জন্য কান্না। এ কান্না একদল তারছিড়া ছেলের দেশের জন্য একটা কিছু না করতে পারার কান্না।
বুকে হাত দিয়ে বলেন তো এ দেশে কয়জন হাতে গোণা লোক আছে যারা কিনা দেশ কে কিছু না দিতে পেরে চোখের পানি ফেলেছে।
আসেন আমরা ছেলেদের দেখিয়ে দেই ,ওরা আমাদের জন্য অনেক কিছু করেছে। ওদের কাধে আস্থার হাত রেখে বলি। আমরা গর্বিত টাইগার নামক দলটা বাংলাদেশের দল।
মাশরাফিদের মন ভাল নেই। বিশ্বাস করেন আমরা সবাই জানি এ খেলা ইন্ডিয়া কিভাবে জিতেছে। সে সান্তনা আমাদের থাকলেও ওদের সেটাও নেই। ওরা মনে করছে ওরা পারেনি
আসেন একটা রেকর্ড করি। ভালোবাসার রেকর্ড।
২০১১ সালে ইন্ডিয়া বিশ্বকাপ জেতার পর নাকি টিম হোটেলে এক লাখ ভারতীয় জড়ো হয়েছিল।
চলেন টাইগাররা দেশে ফেরার দিন ছুটে যাই দল বেধে বিমানবন্দরে। লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হোক টাইগাররা। কাধে তুলে নেই আমাদের বীর যোদ্ধাদের্।
কি যাবেন তো সেদিন বিমানবন্দরে? নিবেন না মাশরাফিদের সারা দেশের ভালোবাসার কাধে তুলে?
এটাই কি ওদের প্রাপ্য না। তাহলে বলেন বাংলাদেশ দল দেশে ফেরার দিন কে কে হাজির হবেন বিমানবন্দরে।
পৃথিবী দেখুক ষোল কোটি মানুষের এই দেশটা ভালোবাসতে বাসতে মাথার তার ছিড়ে যাওয়াদের দেশ। জানুক পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়া দলের নাম বাংলাদেশ
==ওয়ারিশ আজাদ নাফি ==
২| ২০ শে মার্চ, ২০১৫ রাত ১০:৩৬
মিষ্টিগল্প বলেছেন: টিম বাংলাদেশ কবে ফিরছে, সঠিক শিডিউলটা সবাইকে জানানো দরকার।
৩| ২০ শে মার্চ, ২০১৫ রাত ১১:৫৭
ল্যাটিচুড বলেছেন: সাথে আছি .......
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৫ রাত ১০:২৯
এহসান সাবির বলেছেন: নামুক লাখো মানুষের ঢল......