![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোনটা বাস্তব, কোনটা কল্পনা, কোনটা আলো, কোনটা হতাশা, কোনটা ছায়া, কোনটা মরিচিকা......। অচেনা হিমালয়ের জগতে সব মিলে-মিশে একাকার......!!
লিওনার্দো ডিক্যাপ্রিওকে অস্কার দেয়ার মুহর্তটা খুব অসাধারন ছিলো, এবারের অস্কারের পুরো আয়োজনটা যেন তাকে নিয়ে এই মুহর্তটার জন্যই করা হয়েছিলো।
ছয়বার নমিনেশনের পর আজ তিনি তার একাডেমী এওয়ার্ড অস্কার জেতেন।
কিন্তু ব্যাপার তা নয়, ব্যাপার হলো লিওনার্দো ডিক্যাপ্রিও এতই অসাধারণ ও বড় মাপের একজন অভিনেতা যে শুধু অস্কার এওয়ার্ড যোগ্যতার পরিমাপক হতে পারেনা।
অস্কার এওয়ার্ড পরবর্তি তার কথা গুলোও ছিলো অসাধারন।
পুরষ্কার পাওয়ায় তার ব্যাক্তিগত অনুভূতি প্রকাশের পাশাপাশি পরিবেশ বিষয়ক সচেতনতায় কথাও সবাইকে চমৎকার ভাবে জানিয়ে দিলেন। অসাধারন মনের মানুষ লিওনার্দো ডিক্যাপ্রিও।
আপনি একজন লিজেন্ড, দ্য লিভিং লিজেন্ড!
©somewhere in net ltd.
১|
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৩
মহা সমন্বয় বলেছেন: যাক শেষ পর্যক্ত বিশ্ববাসীর অষ্টম আর্শ্চয্য দেখতে হল না আর আমার ভবিষ্যত বানীও সফল হইল.. গুড লাক ডিক্যাপ্রিও