নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেসে আসি সমুদ্রের ঢেউয়ে,বালুচর চুষে নেয় আমারে।

অধীতি

আপনারেই চিনার তরে,পরিচয় দেই কি করে??

অধীতি › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন

২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৫৫

নিশীথ তন্দ্রা
কল্পনার বিহঙ্গ ছড়িয়ে নীপের ছায়ায়
বৃষ্টির শব্দে আচমকা বাতাস
অলিন্দের চৌকাঠ পেরিয়ে আদুরে বিড়াল
শেষ রাত্রির শেষ লগ্নে
তুমি ও কয়েকটি ঝরাপাতার মচমচে আওয়াজ
আমি ঘেমে যাই ঘর্মাক্ত হৃদয়ে
বাতাসে ফুসফুস চলে
আমার স্বপ্নে চলো তুমি

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৩

সোনালী ডানার চিল বলেছেন:

ঝরাপাতার মচমচ থেমে যায়; সবুজ বিড়ালটি বৃষ্টি ভেদ করে
লাফিয়ে পার হয় শেষরাত্রির কুয়াশা-
বাতাসে ফুসফুস চলে, ফিসফাস
তোমার মুখের কাছে- অন্ধকারে মুখ নিয়ে এলে স্বপ্ন ভেঙে যায় হঠাৎ
আর স্বপ্ন ভেঙে গেলে তুমি হারিয়ে যাও; যেমন বৃষ্টি মুছে ফেলে
খড়িমাটি দিয়ে জানালার শার্শিতে লেখা তোমার নাম!


শুভকামনা কবি, আপনার কবিতাটি পড়ে এ ক’লাইন মাথায় এলো-
ধৃষ্টতা মার্জনা করবেন!

৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:২১

অধীতি বলেছেন: আমি অবাক হই।আপনার মন্তব্য অমর হোক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.