নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেসে আসি সমুদ্রের ঢেউয়ে,বালুচর চুষে নেয় আমারে।

অধীতি

আপনারেই চিনার তরে,পরিচয় দেই কি করে??

অধীতি › বিস্তারিত পোস্টঃ

যোনি ফুটে আছে

০৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:২৪

ধর্ষণটাও একটা নিয়মিত বিষয়ে পরিনত হয়েছে।একটা মেয়ে হিসেবে তুমি ধর্ষকের জন্য অপেক্ষা করতে পারো।তোমাকে রূপ চিনতে হবে।ধর্ষক বাবা,ভাই,চাচা,প্রেমিক,বান্ধবী, বন্ধুও হতে পারে।একটি রুমে একা থাকো।নিজের বিছানার চাদরকেও বিশ্বাস করোনা।ওটা তোমার গলার দড়ি হিসেবে ব্যবহৃত হতে পারে।বালিশকেও বিশ্বাস করোনা।ওটা তোমার দমবন্ধের মাধ্যম হতে পারে।তুমি এক কাজ করো।ভ্রুন হয়ে ফোটার আগেই নষ্ট হয়ে যাও অথবা নবাগত হিসেবে ড্রেনে,ভাগারে নিজের মৃত্যুকে নিশ্চিত করো অথবা লিঙ্গের পুজারি হও।লিঙ্গই সব।মস্তিষ্কগুলো এখন লিঙ্গ হয়ে গেছে আর চোখের দৃষ্টিতে যোনি ফুটে আছে সেই সকাল থেকে।

২০,আশ্বিন,১৪২৭

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪৫

চাঁদগাজী বলেছেন:



অপ্রয়োজনীয় কথাবার্তা, ভুল ধারণা

০৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪৪

অধীতি বলেছেন: আমি সেটা নিশ্চিত জেনেই লিখেছি।কিন্তু এখন এগুলো ছাড়া লিখার কিছুই নেই আমার কাছে।বাকিরা উচিত কথা বলে ফেলেছে।এখন অযৌক্তিকই চলুক।

২| ০৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪৫

জাদিদ বলেছেন: এত প্রচন্ড বর্বরতা ! ধিক জানানোর ভাষা নেই!

০৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪৬

অধীতি বলেছেন: হ্যাঁ।ভাষার উর্ধ্বে চলে গেছে বর্বরতা।নীরবে দেখে যান।প্রতিবাদ জানানো একটা ছেলেখেলা মূলক স্বান্তনা।যেমনটা ছেলেবেলায় আমাদেরকে দুধভাত রাখা হতো।

৩| ০৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধর্ষনে ভেসে যাক দেশ- আমার চাই ক্ষমতা
৮ বছরের শিশু থেকে ৭২ বছরের বৃদ্ধা রেহাই নেই কারো...
উন্নয়নের ধরারায় ধর্ষনের উন্নতিতে ডুবছে মা বোন স্ত্রী শিশু বিরামহীন!

ধিক্কার!

০৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪৯

অধীতি বলেছেন: জীবনের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি।ধর্ষণের বিনিময়ে উন্নয়ন।

৪| ০৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৮

রাজীব নুর বলেছেন: গ্যাং স্টাররা যখন সমাজপতি হয়ে যায়, মুলত তখনই সমাজ উলঙ্গ হয়ে যায়।

০৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫২

অধীতি বলেছেন: একবার বাজি ধরে ২ প্যাকেট ব্যাঞ্চন সিগারেট পেয়েছিলাম।টানা ১৫ দিন ধর্ষণের খবর পত্রিকায় থাকতে হবে।জিতে গিয়েছিলাম।এখন আর কেউ এই বাজি ডাবলেও নিতে চাইবেনা।

৫| ০৫ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

নতুন বলেছেন: সমাজের ক্ষমতাবানদের মানবিকতা নেই। তারা অন্যায়ে অভস্ত তা্দের পোলাপাইনে যদি কিছু করে তবে তাদের বাচানোর দায়ীত্ব তাদের কাধে পরে।

পুলিশ/আদালতে টাকা দিয়ে অপরাধীরা পার পেয়ে যায়।

সমাজে বেশির ভাগ মানুষই যদি অন্যায় করতে অভস্ত হয় তবে প্রতিদিন এমন খবরটাই সাভাবিক।

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৪২

অধীতি বলেছেন: হুম।এখন বসে বসে দেখা ছাড়া উপায় নেই।

৬| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৫৩

নেওয়াজ আলি বলেছেন: এখনি সময় প্রতিরোধ গড়ে তোলার

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১০:২৩

অধীতি বলেছেন: কিন্তু কিভাবে।আমিতো দেখতেছি নিয়ন্ত্রনের বাইরে চলে গেছে।এখন এটা একটা ট্রেন্ড হিসেবে কাজ করছে।

৭| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১০:১৪

মা.হাসান বলেছেন: সত্য বলেছেন। নারী কোথাও নিরাপদ না। নারী হয়ে জন্মানোই একটা পাপ।

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১০:২৪

অধীতি বলেছেন: বর্তমান প্রেক্ষাপটে পাপ বলা যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.