নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দালাল,নাস্তিকদের দালাল,ষড়যন্ত্র, নাস্তিকদের ষড়যন্ত্র।
আচ্ছা, দালাল কাকে বলে?
নাস্তিক কাকে বলে?
ষড়যন্ত্র কিভাবে করে?
ষড়যন্ত্রের কয়টা দিক আছে?
ধর্মীয় পন্ডিতদের সমালোচনা কি ষড়যন্ত্র?
ধর্মীয় পন্ডিতদের সমালোচক কি নাস্তিক?
০৩ রা নভেম্বর, ২০২০ রাত ৮:৫৫
অধীতি বলেছেন: একদম। সামাজিক অবস্থান থেকে তারা দূরত্বে অবস্থান করতে ভালবাসে।
২| ০৩ রা নভেম্বর, ২০২০ বিকাল ৫:১২
রাজীব নুর বলেছেন: পড়ুন। তাহলেই জানতে পারবেন। প্রচুর পড়তে হবে।
০৩ রা নভেম্বর, ২০২০ রাত ৮:৫৪
অধীতি বলেছেন: বেশি পড়লেইতো নাস্তিক বানিয়ে দিবে।আমি মাদ্রাসায় পড়েছি ফাজিল পর্যন্ত। অনার্সের কারণে কামিল করা হয়নি। কিন্তু আমার যত প্রিয় ব্যক্তিত্ব এদের কাউকে নিজের মুখে নাস্তিক বলতে শুনিনি কিন্তু আমাদের বক্তাদের মুখে ওনারা নাস্তিক।মনে করেন আপনি নিজেও জানেননা আপনি নাস্তিক কিন্তু তারা জানে।এটাই তাদের আধ্যাত্মিক ক্ষমতা।
৩| ০৩ রা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১০
জগতারন বলেছেন:
চাঁদগাজী বলেছেন:
যারা ধর্মীয়জ্ঞানে জ্ঞানী, তারা ধর্ম সম্পর্কে জানে; তবে,তারা পন্ডিত নন।
এই উক্তিভাব এখনকার সময়োচিত।
তবে ইতিহাস বলে এই মুসলমান ধর্মজ্ঞানই মানব সভ্যতা মধ্যযুগ থেকে
আধুনিক যুগের দ্বার প্রান্তে আনিয়াছিল।
০৩ রা নভেম্বর, ২০২০ রাত ৮:৫৭
অধীতি বলেছেন: তার পরবর্তী উত্তরাধুনিকরা কেবল সেটাকে পুঁজি করে জিকির জপেছে।
৪| ০৩ রা নভেম্বর, ২০২০ রাত ৮:২১
পদাতিক চৌধুরি বলেছেন: চেষ্টায় থাকুন মনের অন্দরে লুকায়িত প্রশ্নগুলো্ ঠিক একসময় জানতে পারবেন।
শুভেচ্ছা নিয়েন।
০৩ রা নভেম্বর, ২০২০ রাত ১০:৩৬
অধীতি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৫| ০৩ রা নভেম্বর, ২০২০ রাত ১০:১৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপাতত ইহুদিরা বেঁচে গেছে।তারা এখন আর ষড়যন্ত্র করে না, এখন নাস্তিকদের পালা।
৬| ০৩ রা নভেম্বর, ২০২০ রাত ১০:২৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনাদের একগুরু মুফতি মাসুদ,মাদ্রাসার প্রধান এবং মসজিদের ইমাম ছিল।লাইভে ওয়াজ করে বেড়ায়,কোরেন হাদিসের বাইরে একটা কথাও বলে না,সেই নাকি পৃথীবির বড় নাস্তিক।
০৩ রা নভেম্বর, ২০২০ রাত ১০:৩৬
অধীতি বলেছেন: আপনারা বলতে কাকে বোঝালেন? আমাকে কি নাস্তিক মনে হয়? পোস্টে কি বলছি সেটার উত্তর দিন।
©somewhere in net ltd.
১| ০৩ রা নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪৮
চাঁদগাজী বলেছেন:
যারা ধর্মীয়জ্ঞানে জ্ঞানী, তারা ধর্ম সম্পর্কে জানে; তবে,তারা পন্ডিত নন।