নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই নীল বিথারিয়া নিশিথ
কার্নিশ বেয়ে উপচে পড়া জোৎস্না
তমাল নেশায় বিভোর বাতাস
হাসনাহেনার মাদক সুগন্ধি
ঘাসের শিশির ফোঁটার তরে
নিশিকুটুম্ব উড়ে যায় গহীনে
নীলাভ আসমান মৃদু জোৎস্না
নীপ বনে কি বর্ষা নেমেছে?
বকুলের শিক্ত ভোর
শুকনো পাতার মচমচ শব্দ
সাজি মাথায় বালক ফিরছে সন্ধ্যা নামার ঘোর।
কি দিবে তোমার শহর?
সোডিয়াম বাতি
লাল,নীল,হলুদ ধোয়াশা
মরিচিকার স্বপ্ন
তামাটে আশা
চুরুটে হতাশা
আর কিছু??
মেকি হাসি
কুক্ষিগত বিদ্যে!
শোন!
মেঘ ডাকছে!
ঐ যে দূরের পূবে কালো মেঘ
সূর্য অপেক্ষামান
উদয়ের আগে বৃষ্টি হোক
হোক না ঝড় তল্লাটে
বিষাদ মিলিয়ে হাসির ফেয়ারা আর কত??
বিষাদেই হোক সূর্যদয় তবে।
১৭ ই অক্টোবর, ২০২১ রাত ১২:৩৩
অধীতি বলেছেন: ইহা একখানা কবিতা।
কবিও বুঝেনি আপনিও বুঝেন নি।
শুধু সময় নষ্ট করতে হয় মাঝে মাঝে।
২| ১৭ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:১৯
জুল ভার্ন বলেছেন: ভালো হয়েছে।
১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৫৩
অধীতি বলেছেন: ধন্যবাদ ভাই।
৩| ১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১২:১৪
রাজীব নুর বলেছেন: কবিতাখানি মন দিয়ে পড়লাম।
১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৫৩
অধীতি বলেছেন: উঠতি বয়সের কবিতা ভাববস্তুর থেকে আবেগ প্রধান হয়।
৪| ২৬ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:৫৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাললাগলো।++++
১৮ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৩৯
অধীতি বলেছেন: ধন্যবাদ ভাই
৫| ২১ শে নভেম্বর, ২০২১ রাত ১০:২৯
খায়রুল আহসান বলেছেন: সহজবোধ্য নয়, তাই কয়েকবার পড়েও বোধগম্য হলো না।
৩০ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৪১
অধীতি বলেছেন: আশাবাদ ব্যতিরেখে ব্যার্থতাকে মেনে নিয়ে আগানো উচিত।
©somewhere in net ltd.
১| ১৭ ই অক্টোবর, ২০২১ রাত ১২:২৬
চাঁদগাজী বলেছেন:
ইহার সারমর্ম কি?