নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেসে আসি সমুদ্রের ঢেউয়ে,বালুচর চুষে নেয় আমারে।

অধীতি

আপনারেই চিনার তরে,পরিচয় দেই কি করে??

অধীতি › বিস্তারিত পোস্টঃ

বিষাদ যাপন

২৬ শে মার্চ, ২০২৩ সকাল ১০:৫৫


রাত্রির প্রজনন থেকে যখন বুলেট ছুটে আসে
অস্থির চারিদিক দেয়ালে বন্ধী রক্তাক্ত আর্তনাদ
কেউ কেউ তখন নিশ্চুপ হয়ে আছেন লেপ কাঁথার নীচে
পাশে নির্জীব হয়ে বসে আছে ভালোবাসা।

মিলিটারি যখন সদর রোড ধরে নিয়ে আসে মৃত্যুর বৃষ্টি
তখনও প্রিয়জন জানেনা তাদের পরিনাম।
পুলিশের গুলি শেষ হয়ে আসলে কালো রাত্রি পূর্ণতা পায়,
খোয়ারের নীচে, দরজার কপাটে ঝুলে থাকে নিশ্চুপ আর্তনাদ।

জীবন্ত কেউ কেউ বসে থাকে তার মৃত ভালবাসার কাছে
শত রজনী পার করা কেউ কেউ তখন দেখে
তার মৃত সন্তান, স্বামী নির্জীব পড়ে আছে
শাঁই শাঁই শব্দে তখন ছুটে চলছে মৃত্যু দূতেরা।

এই সেই কালোরাত্রি
বিষাদের ঘনঘটা যেখানে শুরু হয়
হাহাকার আর সফেদ প্রতারকের গুলিতে
মুষ্টিমেয় কিছু রাজাকারের রূপকথার রাজ্যে।

ছবিঃ গুগল
১২ই চৈত্র, ১৪২৯

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০২৩ সকাল ১১:০৩

সোনাগাজী বলেছেন:



জাতিতে রাজাকারের সৃষ্টিটা ভয়ংকর অভিজ্ঞতা ছিলো।

২৬ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:১৭

অধীতি বলেছেন: আমিতো তখনও জন্মাইনি আপনাদের মত কিছু মানুষের থেকে,কারো লেখা বই থেকে পেয়েছি যা।

২| ২৬ শে মার্চ, ২০২৩ সকাল ১১:৪৭

শাহ আজিজ বলেছেন: দরজার কপাটে ঝুলে থাকে নিশ্চুপ আর্তনাদ আহা কি অসাধারন উচ্চারন !!

৩| ২৬ শে মার্চ, ২০২৩ সকাল ১১:৫১

শাহ আজিজ বলেছেন: একা একা দেশের গান শুনছি আর তোমার লেখা আবৃত্তি করলাম দরাজ কণ্ঠে ।

২৬ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:১৯

অধীতি বলেছেন: এইটুকুই আমার অনেক পাওয়া। আপনার প্রতি রইলো এই অনুজের ভালবাসা।

৪| ২৬ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৩৯

রাজীব নুর বলেছেন: হৃদয়বিদারক কবিতা।

২৬ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:৩১

অধীতি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৫| ২৬ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কিছু কিছু পঙ্‌ক্তি অনেক ভালো লেগেছে, যার একটা শাহ আজিজ ভাই উদ্ধৃত করেছেন।

বন্ধী? শব্দটা বন্দি। আরো বেশ কিছু বানান ভুল আছে।

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। ঘরে ঘরে পৌঁছে যাক স্বাধীনতার আরাধ্য সুফল।

২৬ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:৩১

অধীতি বলেছেন: অনেক ধন্যবাদ, বানান নিয়ে প্রচুর কাজ করার চিন্তা আছে।

৬| ২৬ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৩২

শায়মা বলেছেন: ২৫শে মার্চের সেই কালোরাত।

২৬ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:৩০

অধীতি বলেছেন: হ্যাঁ, আপু

৭| ২৬ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৫৯

স্প্যানকড বলেছেন: রাজাকার এখনো আছে খালি লেবেল বদলিয়ে নিয়েছে। খুব সুন্দর হয়েছে

২৬ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:৩০

অধীতি বলেছেন: এরা সব জায়গায় সুবিধা ভোগী হিসেবে বিরাজ করে।

৮| ২৬ শে মার্চ, ২০২৩ রাত ৯:২৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: শেষ দুটি পঙক্তি একেবারে হৃদঅলিন্দে বিপ্লব তুললো ‍‍!!

অসাধারণ এক কবিতা লিখলেন হে বন্ধুবর !!

২৭ শে মার্চ, ২০২৩ রাত ১১:২৫

অধীতি বলেছেন: অনেক ভালোবাসা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.