নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেসে আসি সমুদ্রের ঢেউয়ে,বালুচর চুষে নেয় আমারে।

অধীতি

আপনারেই চিনার তরে,পরিচয় দেই কি করে??

অধীতি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার জুল ভার্ন এর চলে যাওয়া ও কিছু ক্ষোভ

২৯ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:৫০


ছবিঃ pinterest
জুল ভার্ন ভাইয়ের চলে যাওয়া উপলক্ষে এই কথাগুলো।
আমি অনুজ তাই অগ্রজদের নিয়ে বলছিনা কিছুই। একটা পরিবারে যদি বাবা মার ভেতর সুসম্পর্ক না থাকে তাহলে সন্তানের মানসিকতার উপর বিভক্ত রেখা আরোপ হয়। সে বিভিন্ন বিষয়ে নিজের মত পোষন করতে পারেনা, হয় বাবার পক্ষে নয় মায়ের পক্ষে। তারপর বাইরের দুনিয়াতেও সে একই নিয়মে বড় হতে থাকে। পক্ষ থেকে বের হতে পারেনা। তার ভেতরের মুক্ত চিন্তা মরে যায়।
সে সবসময় চিন্তা করে এই কথা বল্লে পাশের লোক কি ভাববে। এই নিয়ে সে সংশয়ে ভুগে। মানুষ বড় হলে তার আত্মসম্মানবোধ, দ্বায়িত্ববোধ বিষয়গুলো তার ব্যক্তিত্বের সাথে ওষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে থাকে। আমাদের সংস্কৃতিতে প্রবীণ,মধ্য বয়সে মানুষ সবসময় তার সম্মানকে আঁকড়ে থাকে। না খেয়ে হলেও আঁকড়ে থাকে। বহির্বিশ্বে চলে যাওয়া মানুষদের ভেতর এই সম্মানের বোধটা ওই দেশীয় সংস্কৃতি অনুযায়ী হতে পারে আমার জানা নেই। মানুষের বয়স অনুযায়ী আমাদের এখানে একটা সম্মান পায় এবং যোগ্য সমালোচনায় অংশীদারিত্ব লাভ করে। মানুষের প্রবীণ বয়সে কথা বলার মানুষের অভাব বোধ হয়। যে লেখালেখি করে তার লেখালেখির ব্লগ ছেড়ে যাওয়া মৃত্যুর মত বেদনা দ্বায়ক। সবাই ব্লগার। এই ব্লগ রক্ষায় অগ্রজগণ এখনি সতর্ক হউন নইলে এটাও ফেসবুকের মত সস্তা জায়গা হয়ে যাবে।

মন্তব্য ৩২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কাজটা ঠিক হলো না। এইটুকুই বলার।

২৯ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:২১

অধীতি বলেছেন: আমার লেখাটা ঠিক হলো না, নাকি তার চলে যাওয়া?

২| ২৯ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:২২

মরুভূমির জলদস্যু বলেছেন:
চলে যাওয়াটা।

২৯ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:২৩

অধীতি বলেছেন: হ্যাঁ, দুঃখজনক। ব্লগের জন্য ক্ষতি।

৩| ২৯ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:৩১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ঠিক বলেছেন ব্লগের ভাবমূর্তি ধরে রাখতে হলে অগ্রজদের যেমন এগিয়ে আসতে হবে তেমনি সবাইকেও এই বিষয়টা মাথায় রাখতে হবে !!

০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১:৫০

অধীতি বলেছেন: সমালোচনা দরকার, কিন্তু এমন জঘন্য সমালোচনা নয় যেটাতে সম্মানহানি হয়।

৪| ২৯ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:৪৬

নতুন বলেছেন: ব্লগ ছেড়ে চলে যাওয়া সমাধান না। অন্যের উপরে রাগ করে নিজেকে কস্ট দেওয়া ঠিক না।

জুল ভার্ন ভাই কারুর উপরে রাগ করে চলে যাওয়া হলো হার মেনে নেওয়া, কেউ যদি পিছে লেগেই থাকে তার অর্থ হলো আপনি তাদের থেকে অনেক উপরে। তাই তারা ঈর্ষা করে তাদের সময় নস্ট করছে।

০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১:৫৩

অধীতি বলেছেন: ব্লগিংটা আমার মতে মনের ভাব প্রকাশের এক অসীম মাধ্যম। এখানে আমরা একজন আরেকজনকে তার লেখার মাধ্যমেই চিনে থাকি। কারো কবিতা পছন্দ না হলে সে কবিতা নাই পড়তে পারে তাই বলে কবিতায় গিয়ে তাকে উল্টোপাল্টা বলার কিছুই নেই। বিষয়টা এরকমই শুরু হয়।

৫| ২৯ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:০৩

নজসু বলেছেন:

ফিরে আসুন।

০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১:৫৪

অধীতি বলেছেন: জ্বি,আমিও চাই।

৬| ২৯ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:১৮

শুভ্রকথা শুভ্রর দিনলিপি বলেছেন: চলে যাওয়া মানেই প্রস্থান নয় - এই কথা সত্য হোক, তিনি আবার আমাদের মাঝে ফিরে আসুন; এটাই কাম্য।

০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১:৫৪

অধীতি বলেছেন: তাকে পরিচিতদের মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসা জরুরি।

৭| ২৯ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৪০

সাড়ে চুয়াত্তর বলেছেন: আশা করি জুল ভার্ন ভাই দ্রুত ব্লগে ফিরে আসবেন। অসংখ্য তার শুভাকাঙ্ক্ষী। গুটি কয়েক বিপথগামী ব্লগারের কথায় মন খারাপ করার কোন দরকার নাই।

০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১:৫৫

অধীতি বলেছেন: পরিচিত কারো মাধ্যমে যোগাযোগ করে দেখা যেতে পারে।

৮| ২৯ শে মার্চ, ২০২৩ রাত ১০:১১

আহমেদ জী এস বলেছেন: অধীতি,





ব্লগে ঠিক নিয়মিত নই বলে জানিনে সহ-ব্লগার জুল ভার্ন কি কারনে অভিমান করে কিম্বা রাগ করে ব্লগ আর আসবেন না বলে জানিয়েছেন।
কারনটা যাই-ই থাকুক , জুল ভার্ন আবার ব্লগে ফিরে আসবেন, এই কামনা অতুগ্র।

ব্লগার সাড়ে চুয়াত্তর এর সাথে গলা মিলিয়ে বলি- " জুল ভার্ন; ব্লগে অসংখ্য আপনার শুভাকাঙ্ক্ষী। আপনার অবস্থান ব্লগের উপরের সারিতে। গুটি কয়েক বিপথগামী এবং অপ-ব্লগারের কথায় মন খারাপ হওয়ার কোন কারন আপনার মতো ধীমান ব্লগারের থাকার কথা নয়।
দ্রুত ব্লগে ফিরে আসবেন এমন শুভবুদ্ধির উদয় হোক আপনার।

০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১:৫৬

অধীতি বলেছেন: তার শুভবুদ্ধি উদয় হবার জন্য ব্লগের পরিবেশও ঠিক করা উচিত।

৯| ২৯ শে মার্চ, ২০২৩ রাত ১০:৩৮

জিনাত নাজিয়া বলেছেন: আপনার জন্য শুভকামনা রইলো। সবাই অপেক্ষা করছি,ফিরে আসুন।
কোনো কিছু নিয়ে মন খারাপ হলে এখানে শেয়ার করতে
পারেন। আমরা সবাই তো বন্ধুর মতোই।

০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১:৫৬

অধীতি বলেছেন: জ্বি, ফিরে আসাই উত্তম।

১০| ২৯ শে মার্চ, ২০২৩ রাত ১০:৫৪

শেরজা তপন বলেছেন: ভয়াবহ দুঃসংবাদ!!! কেমনে কি হলো কিছুই তো বুঝলাম না? ব্লগে একটু অনেক মৃত কিন্তু এর মাঝে কেমনে কি কখন ঘটে গেল?
উনার ব্লগ বাড়িতে গিয়ে দেখি সব পোস্ট ড্রাফটে নিয়েছেন। বিষয়টা একটু জানাবেন প্লিজ?

০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১:৫৭

অধীতি বলেছেন: আমি নিচেও জানিনা কি ঘটনা। ওনার সঙ্গে যোগাযোগ আছে এমন কউকে দরকার।

১১| ২৯ শে মার্চ, ২০২৩ রাত ১১:২৪

খায়রুল আহসান বলেছেন: অল্প কথায় চমৎকার লিখেছেন। গুছিয়ে সুচিন্তিত মতামত প্রদানের জন্য সাধুবাদ।

০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১:৫৭

অধীতি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

১২| ৩০ শে মার্চ, ২০২৩ সকাল ১১:০৩

সোনাগাজী বলেছেন:



"খোলা তলোয়ার" নামে ১টা পোষ্ট এসেছিলো ব্লগে, উনার কাছে খোলা পত্র হিসেবে লিখেছেন ১বিখ্যাত ব্লগার; সেই পোষ্ট উনার উপর মানসিক চাপ সৃষ্টি করেছে কিনা? পোষ্টের নামটা শুনলে একটা খারাপ অনুভুতির সৃষ্টি হয়।

০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১:৫৮

অধীতি বলেছেন: পোস্টটা কবেকার আর কার সেটা জানাবেন।

১৩| ৩০ শে মার্চ, ২০২৩ সকাল ১১:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
চলে যাওয়া দুঃখজনক। ফিরে আসার অপেক্ষায় থাকলাম।

০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১:৫৮

অধীতি বলেছেন: ফিরে আসুক শুকতারার মত।

১৪| ৩০ শে মার্চ, ২০২৩ দুপুর ২:২১

রাজীব নুর বলেছেন: আমি যদি ব্লগ ছেড়ে চলে যাই। এবং যাওয়ার আগে আপনাকে কারন দেখিয়ে যাই। তাহলে আপনার কেমন লাগবে?

০১ লা এপ্রিল, ২০২৩ রাত ২:০১

অধীতি বলেছেন: দেখতে হবে কারনটা কতটুকু যৌক্তিক। করটা যদি এমন হয় যে সেটা সমান্য তাহলে জানিয়ে গেলে ন্যাকামো আর যদি গুরুতর হয় তাহলে ঠিক আছে।

১৫| ৩০ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:২৩

নতুন নকিব বলেছেন:



জুল ভার্ন ভাই বিজ্ঞ এবং আন্তরিক একজন মানুষ। এখানে কারও দ্বারা প্রাপ্ত ছোটখাট কষ্ট/ ব্যথা তিনি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ফিরে আসবেন, এটাই কামনা।

তাকে নিয়ে পোস্ট দেয়ায় কৃতজ্ঞতা।

০১ লা এপ্রিল, ২০২৩ রাত ২:০২

অধীতি বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনার মত আমিও আশাবাদী।

১৬| ৩০ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:০৬

জটিল ভাই বলেছেন:
ফেইসবুকের মতো ব্লগেও ভ্যারাইটি ইমোসন দরকার। কারণ, এই পোস্টে + না, ক্রাই দেওয়া দরকার :(( :(( :(( :((

০১ লা এপ্রিল, ২০২৩ রাত ২:০৩

অধীতি বলেছেন: কিছুক্ষণ কেঁদে নিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.