নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ব্লগে আসার পর প্রথম যাদের মন্তব্য পাই এবং যাদেরকে ব্লগে নিয়মিত দেখি তাদের মধ্যে রাজীব নূর অন্যতম। ব্যস্ততার মধ্যে ব্লগে কম আসা হয় তাই খোঁজ-খবর জানিনা। হঠাৎ দু'একদিন ধরে দেখছি রাজীব ভাইয়ের কোন লেখা বা মন্তব্য নাই প্রায় মাস খানেক হতে চললো। এরকম নিয়মিত একজন ব্লগার হঠাৎ করে নীরব হয়ে যাবার মানে বুঝতেছি না। তার সম্পর্কে খোঁজ নিতেই এই পোস্ট দেয়া।
০৬ ই মে, ২০২৪ ভোর ৪:২০
অধীতি বলেছেন: এই বাজারে চাকরি চলে যাওয়া ভীষণ চাপের একজন মানুষের জন্য। ফিরে পেলে ভালই হবে।
২| ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৩৯
মোহাম্মদ গোফরান বলেছেন: আইডি খায় দিসে।
০৬ ই মে, ২০২৪ ভোর ৪:২১
অধীতি বলেছেন: আহারে, কে খাইলো ভাই?
৩| ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৪২
আলমগীর সরকার লিটন বলেছেন: আসলে তো লক্ষ্য করেনি রাজীব দা কোথায়?
যেখানে থাকেন চলে আসেন রাজীব দা---------------------
০৬ ই মে, ২০২৪ ভোর ৪:২১
অধীতি বলেছেন: জ্বি, সেটাই কামনা।
৪| ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:০০
শাহ আজিজ বলেছেন: ও ঘোষণা দিয়েই ব্লগ ছেড়েছে , ফেসবুকে পাবেন ।
০৬ ই মে, ২০২৪ ভোর ৪:২২
অধীতি বলেছেন: তার সাথে যুক্ত নাই। ধন্যবাদ জানানোর জন্য।
৫| ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:১৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আবার আসিবে ফিরে..................।
০৬ ই মে, ২০২৪ ভোর ৪:২২
অধীতি বলেছেন: এই ব্লগের নীড়ে।
৬| ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৪১
নূর আলম হিরণ বলেছেন: কিছু মানুষ উনাকে ব্লগে ক্রমাগত হেনস্থা করার কারণে উনি ব্লগে টিকতে পারেননি। ব্লগে আর লিখবেন না বলে চলে গিয়েছে। হয়তো উনার অনুকূলে ব্লগ পরিবেশ আসলে উনি আবার ফিরে আসবেন।
০৬ ই মে, ২০২৪ ভোর ৪:২৪
অধীতি বলেছেন: বিষয়টা এমন মনে হয়না। ওনাকে যথেষ্ট সহ্য ক্ষমতার অধিকারিই মনে হইছে। উনি রিয়েক্ট করার মানুষ কিন্তু অভিমানে যাবার মত কাজটা তার বেলায় মানানসই না।
৭| ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৫:০৫
মোহাম্মদ গোফরান বলেছেন: নূর আলম হিরণ বলেছেন: কিছু মানুষ উনাকে ব্লগে ক্রমাগত হেনস্থা করার কারণে উনি ব্লগে টিকতে পারেননি। ব্লগে আর লিখবেন না বলে চলে গিয়েছে। হয়তো উনার অনুকূলে ব্লগ পরিবেশ আসলে উনি আবার ফিরে আসবেন।
ব্লগার আর ইউ ভাই উনি কপি করার বিরোধিতা করেছিলেন। আমি আর ইউ ভাই কে বলছিলাম রাজীব কপি পেস্ট করবেনা যেন এট্যাক না করে। তিনি আমার অনুরোধ রেখেছিলেন। রাজীবও তখনের পর কপি পেস্ট করেন নি। তাহলে উনাকে কেন ব্যান করা হল? যতটুকু জানি - ব্লগার সোহানী আপু ক্যানাডা থেকে ব্লগারদের জন্য কিছু চকলেট এনেছিলেন। যা ডিস্ট্রিবিউট করার দায়িত্ব দেয়া হয় নীল সাধুকে। কিন্তু নীল সাধু হয়তো ভুলে ওগুলো ডিস্ট্রিবিউট করতে ভুলে গেসিলেন বা সময় করে উঠতে পারেন নি। নীল সাধু আমাকে অপছন্দ করেন। তার সাথে আমার ঝামেলা/ক্যাচাল চলছে। উনার জন্য আমাকে ফ্রন্ট পেজ ব্যান ও করেছিলেন মডু। তাও বলব সামান্য চকলেট এর জন্য এই বিষয়টি ব্লগে এনে উনাকে অসম্মান করা ঠিক হয়নি। রাজীব সোহানী আপুর পোস্টে মন্তব্য করেছিলেন - "চকলেট দেয়ার মানুষ আর পাইলেন না "। এই কারণেই রাজীব পোস্ট ব্যান হয়েছেন।
কিন্তু আমার কথা হল, সে পোস্টে অনেকেই নীল সাধু কে এট্যাক করে মন্তব্য করেছেন। শুধু রাজীব কেন ব্যান হলেন?
০৬ ই মে, ২০২৪ ভোর ৪:২৫
অধীতি বলেছেন: ব্লগের মজা হইল ক্যাচালে। এটা মানেন আর না মানেন।
৮| ২৮ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:১০
ঢাকার লোক বলেছেন: বেশকিছুদিন পর ব্লগে ঢুকে কদিন থেকেই রাজীব নূরকেও যেমন দেখছিনা, তেমনি আরেকজন সুপরিচিত ব্লগার সোনাগাজীকেও দেখছিনা! সোনাগাজী কেমন আছেন, কেন লিখছেন না কেউ কি জানেন ? জানালে নিশ্চিন্ত হতাম।
০৬ ই মে, ২০২৪ ভোর ৪:২৮
অধীতি বলেছেন: রাজীব নূর আর সোনাগাজীকে আমার এক পক্ষের লোক মনে হয়। রাজীব দা ও সোনাগাজী একে অন্যের প্রশংসা ও বিভিন্ন বিষয়ে ঐক্যমত পোষন করতেন। কোন একটা সময়ে রাজীব দা কে আমার সোনাগাজীর অক্সিজেন বলে মনে হত।
৯| ২৮ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:১৫
শূন্য সারমর্ম বলেছেন:
উনি ব্লগ ছেড়ে দিয়েছেন;ফিরবেন না।
@নুর আলম হিরণ,
কেহ হেনস্তা করলে, রাজীব নুর ব্লগ ছাড়ার মতো মানুষ? এ্তদিন উনার সাথে ব্লগিং করে এই ধারণা জন্মেছে?
০৬ ই মে, ২০২৪ ভোর ৪:২৯
অধীতি বলেছেন: আমারও সেটাই ধারণা। রাজীব নূর আর যাই হোক ব্লগ ছাড়ার পাত্র নয়।
১০| ২৮ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:১১
ঢাকার লোক বলেছেন: @শূন্য সারমর্ম,
উনি বলতে কার কথা বলেছেন? রাজীব নূর নাকি সোনাগাজী ? সোনাগাজীর একটা পার্সোনাল নম্বর ছিল আমার কাছে, গতকাল একটা টেক্সট করেছিলাম, এখনো কোনো উত্তর পাইনি! ধন্যবাদ !!
১১| ২৮ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৪২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কিছুটা বিশ্রামের প্রয়োজন আছে।
০৬ ই মে, ২০২৪ ভোর ৪:৩০
অধীতি বলেছেন: রাজীব নূর সহ প্রবীণ যারা আছে তাদের অবসর কাটে ব্লগিং করে। এটাই তাদের বিশ্রাম।
১২| ২৮ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৪৮
শূন্য সারমর্ম বলেছেন:
@ঢাকার লোক '
উনি বলতে রাজীর নুর ;সোনাগাজীও ব্যানে কখন মুক্ত হবে কেউ জানে না,এডমিন ব্যাতীত।
১৩| ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ৮:০২
ঢাকার লোক বলেছেন: @শূন্য সারমর্ম,
ধন্যবাদ আপনাকে, ব্যান মুক্ত হয়ে আবার ফিরে আসুন সবাই , সবার গঠনমূলক লেখায় সমবৃদ্ধ হোক এ ব্লগ !!
১৪| ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:৪৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: রাজীব নুর নীতিমালার আওতায় আছেন। মডু দেখতে চাচ্ছেন তিনি ও জনাব সোনাগাজী ছাড়া ব্লগ কেমন চলে? রাজীবও দেখছেন ব্লগ ছাড়া তার কেমন চলে?
০৬ ই মে, ২০২৪ ভোর ৪:৩২
অধীতি বলেছেন: বিষয়টা এমন হওয়াটা অপ্রয়োজনীয় মনে হয়। ব্লগ একটা স্থান যেখানে মানুষ তার মনের ভাব ভাগাভাগি করতে আসে। এখানে কোন ব্যক্তিকে আমার গুরুত্বপূর্ণ মনে হয়না।
১৫| ২৯ শে এপ্রিল, ২০২৪ রাত ১২:০৪
মোহাম্মদ গোফরান বলেছেন: ঢাকার লোক বলেছেন: @শূন্য সারমর্ম,
উনি বলতে কার কথা বলেছেন? রাজীব নূর নাকি সোনাগাজী ? সোনাগাজীর একটা পার্সোনাল নম্বর ছিল আমার কাছে, গতকাল একটা টেক্সট করেছিলাম, এখনো কোনো উত্তর পাইনি! ধন্যবাদ !!
ভাই জাতীর জনক বলেন আর নেনসন ম্যান্ডেলা বলেন। শ্রেষ্ঠ হতে হলে জেলে যেতেই হয়। ব্লগার চাঁদগাজী সামুর শ্রেষ্ঠ ব্লগার। বিপ্লবীরা যেহেতু নিজেদের ব্যক্তিত্বে আঘাত আসে বলে - মাননীয় মডারেটর জাতীয় পাচাটা পোস্ট দিতে পারে না, তাই তারা দিনের পর দিন জেলে থাকে। পা চেটে, সাদাকে কালো কালোকে সাদা বলা ছাগলের মত অনন্তকাল ব্লগিং করার চেয়ে বাঘের মতো ২ মাস ব্লগিং করা বেশি সম্মানের।
ব্লগার চাঁদগাজী নিশ্চিত মৃত্যু জেনেও রনাঙনে যুদ্ধ করা একজন বীর মুক্তিযুদ্ধা। ব্লগার চাঁদগাজী কখনো পত্তুম মন্তব্য চা দেন, হাহাহিহি জাতীয় মন্তব্য করেন নি।কারণ উনার পারসোনালিটি লেভেল অনেক হাই। একজন ঢাবির পরিচয় দেয়। কিন্তু এক্টিভিটিজ মাদ্রাসার ছাত্রদের চেয়েও নীচু মানের এই সত্যটুকু বলার পরের দিন উনাকে ব্যান করা হয়।
১৬| ২৯ শে এপ্রিল, ২০২৪ রাত ৩:০৬
গোবিন্দলগোবেচারা বলেছেন: উনি একজন বড় মাপের চোর। ইতোপূর্বে আমার ফেসবুকের লেখা চুরি করে ব্লগে দিয়েছিলেন। জানার পরে অনেক খোঁজাখুঁজি করে এবং অনেক ঝামেলা করে ব্লগে রেজিস্ট্রেশন করে ওনাকে হাতেনাতে ধরার অপেক্ষায় ছিলাম। বেশি দিন অপেক্ষা করতে হয়নি। উনি অন্য কারো লেখা চুরি করে আবার ব্লগে দিয়েছিলেন। পুরাতন পোস্ট ও কমেন্ট ঘাটাঘাটি করে দেখলাম , উনি এই কাজ নিয়মিত করেন।
উনার পোস্টে বিষয়টি উল্লেখ করার পর উনি আমার কমেন্ট মুছে দেন।
একজনের অনুপস্থিতিতে তার নামে খারাপ কথা বলা ঠিক না, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া প্রয়োজন। কিন্তু ওনার কমেন্ট মুছে দেওয়া থেকে বুঝে গিয়েছি উনি প্রকৃত চোর, আত্মপক্ষ সমর্থন করার মতো ওনার কোন যুক্তি নাই।
এ বিষয়টি অত্যন্ত আশ্চর্যজনক যে ফেসবুকে এই ধরনের পোস্ট রিপোর্ট করা হলে চোরাই পোস্ট মুছে দেওয়াসহ অ্যাকশন নেওয়া হয়। কিন্তু এই সাইটে চোরাই পোস্ট মুছে দেওয়া হয় না এবং সম্ভবত অধিকাংশ ক্ষেত্রে কোন অ্যাকশন ও নেওয়া হয় না।
০৬ ই মে, ২০২৪ ভোর ৪:৩৫
অধীতি বলেছেন: আমার ব্লগ যাত্রা শুরু থেকেই ওনার নামে এই রটনা শুনেছি। আপনি আপনার লেখা উনি যেটা নকল করেছে সেটার লিংকটা দিবেন? আমারও মনের আশাটা মিটতো।
১৭| ২৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:২৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
রাজীন নুর আর আসবে না।
এখানে লেখা মানে সময়ের অপচয়।
০৬ ই মে, ২০২৪ ভোর ৪:৩৬
অধীতি বলেছেন: আপনার সাথে একমত নই।
১৮| ২৯ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৪৭
রানার ব্লগ বলেছেন: উনি ফিরে আসুক এটাই কাম্য !!
১৯| ২৯ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:৫৭
পাইকার বলেছেন: সোহানী আপার পোস্টটা পড়লাম। গিয়াস লিটন ভাই রাজীব নুরের কমেন্টটা সম্পূর্ণ পড়েছেন। তার কাছে আমার একটা প্রশ্ন ছিল। কমেন্টে আপনি যতটুকু উল্লেখ করেছেন ততটুকুই কি রাজীব নুরের সম্পূর্ন কমেন্ট ছিল?
আফসোস আজকের দিনেও রেসিডেন্ট ভাঁড়দের ভাঁড়ামো দেখতে হয়। ভাঁড়টা আগে কাউকে ছোট করে কথা বললে কিছুই হয় না। জবাবে তাকে তুমি বললেই জেনারেল।
একজনের পোস্টে কয়েকজন অকথ্য ভাষায় একে অপরকে গালাগালি করে।কয়েকদিন ধরে মন্তব্য বহাল তবিয়তে থাকে। কয়েকদিন পরে মডু লেখক কেই পোস্ট সরিয়ে নিতে বলে। যেখানে এসব গালাগালির সাথে পোস্ট বা লেখকের বিন্দুমাত্র সম্পর্ক ছিল না।
২০| ৩০ শে এপ্রিল, ২০২৪ রাত ১২:০৭
পাইকার বলেছেন: @অধীতি, মুনিয়া কান্ডের পরে মামুনুল আর আনভীররে লইয়া একখানা অনবদ্য স্যাটায়ার ( সোবহানী জাতের আন্জ্ঞীর লইয়া মামুনুলের বয়ান টাইপের কিছু) পইড়ছিলাম। আপনি সেই পোস্টে কমেন্ট কইরছিলেন এইডা মনে আছে। সেই পোস্টের লিংক খানা দিলে বড়ই উবগার হইত।
০৬ ই মে, ২০২৪ ভোর ৪:৩৭
অধীতি বলেছেন: আমিও ভুলে গেছি। মন্তব্যের ঘর খুঁজতে হবে। পেলে জানাবো।
২১| ৩০ শে এপ্রিল, ২০২৪ রাত ১২:০৯
পাইকার বলেছেন: না পারলে ওই বলগারের বলগের লিংক দিয়েন। এইডাও না পারলে শুধু নাম দিলেও চলব। খুঁইজ্জা লমুনে
২২| ৩০ শে এপ্রিল, ২০২৪ সকাল ৭:০২
সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নূর ফিরে আসুন।
০৬ ই মে, ২০২৪ ভোর ৪:৩৮
অধীতি বলেছেন: সেটাই চাওয়া।
২৩| ০৩ রা মে, ২০২৪ দুপুর ১২:২৭
আলামিন১০৪ বলেছেন: সোনাগাজী ব্যান খাইছে? সাথে এক চ্যালাসহ? ব্লগে ক্যাচাল না থাকলে নীরস লাগে। তাঁর অন্য সাগরেদরা অবশ্য বেশি সুবিধা করতে পারতেছে না আজকাল।
০৬ ই মে, ২০২৪ ভোর ৪:৪১
অধীতি বলেছেন: ক্যাচাল ছাড়া ব্লগ অচল মনে হয়।
©somewhere in net ltd.
১| ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: শুনেছি চলে যাওয়া চাকুরী ফেরত পেয়েছেন। প্রথম পেইজে ব্যান অবস্থায় আছেন মনে হয়।