![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাতি, বর্ণ, লিঙ্গ, ভাষা, ধর্ম, রাজনৈতিক বা অন্য মতামত, জাতীয় বা সামাজিক উৎস, সম্পত্তি, জন্ম বা অন্য কোনো অবস্থা যেমন কোনও কোনও পার্থক্য ছাড়াই প্রত্যেকেরই এই ঘোষণাপত্রে বর্ণিত সমস্ত অধিকার রয়েছে এবং জনগন সেই সাথে স্বাধীনতার অধিকারী হয়েই ন্যায্য দাবি পোষন করছে। কোটা আন্দোলনও এমনিই একটি অধিকার যা জাতীয় বা সামাজিক উৎস হতে উৎপন্ন। রাজনৈতিক অধিকার হলে আজ শুধু ছাত্রসমাজই রাজপথে থাকত না, থাকত সকল শ্রেণীর জনগণ আর সাথে জ্বালাও-পোড়াও। আন্দোলনকে পুনরায় অহিংস থেকে সহিংসতায় রূপ দিতে গুটি কয়েক লোক এখন গুমের পথ, মিথ্যা অভিযোগকে প্রশ্রয় যেহেতু দিচ্ছে তাই যত যাই হোক, ন্যায়ের পথে যারা আছেন বা আমরা যারা আছি প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে তাদের বিপথে ফেলে দিয়া আমরা কেউই চলে যাচ্ছি না।।
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১৮
মধ্যবিত্তের ছেলে বলেছেন: একে অপরে এমন অঙ্গিকার সবার মধ্যে থাকলে ইনশাল্লাহ জাতীয় অধীকার গুলো অর্জিত হবে, হবেই।।
২| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২১
চাঁদগাজী বলেছেন:
মিছিলের সামনের দিকের যুবকদের গায়ে শার্ট নেই; সেক্স-মিছিলের মত দেখাচ্ছে!
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২৪
মধ্যবিত্তের ছেলে বলেছেন: মন্তব্য মানুষের চোখের দৃষ্টিকোণ থেকেই বের হয়। ভাল মন্তব্য করার চেষ্টা করুন।। ধন্যবাদ।
৩| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২৯
ঢাবিয়ান বলেছেন: সরকার ও তার সুভিধাভোগী বাদে পুরো দেশ এই আন্দোলনের পক্ষে। ছাত্রদের এই আন্দোলন বিফল করার জন্য তাদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদের চরিত্র হনন করা হচ্ছে। কিন্তু নির্লোভ , নির্ভীক ছাত্রদের দমন করা কি এতই সহজ? ।রাজনৈতিক ভাড়াট্বে কর্মীদের আন্দোলন আর ছাত্রদের আন্দোলন এক নয়। এই আন্দোলন সামনে আরো জোড়দার হবে
৪| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৫
ঢাবিয়ান বলেছেন: @ লেখক, ৭১ টিভি, চাদ্সগাজী টাইপের সরকারী দালালদের পুরোপুরি উপেক্ষা করুন। ট্যগিং, চরিত্র হনন ইত্যাদির মাধ্যমে আন্দোলন ভন্ডুল করাই তাদের একমাত্র লক্ষ্য।
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১১
মধ্যবিত্তের ছেলে বলেছেন: @ ঢাবিয়ান, হাসি পাচ্ছে বুঝলেন!!
লেখা লেখির মাধ্যমেও এখন পা চাটা দালাল বের হয়ে আসছে ভাই। হা হা হা, জুতোপেটা করা উচিৎ। শিক্ষিতের মর্যাদা যদি তখন মাথায় ঢুকে!
৫| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৮
চাঁদগাজী বলেছেন:
প্যান্টও খুলুক, তখন আরো ভালো মন্তব্য করতে পারবো, মনে হয়।
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৪
মধ্যবিত্তের ছেলে বলেছেন: আপনি প্যান্ট খুলে নাচেন, আমরা কড়তালি দিয়ে মাঠ মাতিয়ে রাখব।। ব্লগিং ও হবে আপনাকে নিয়ে। এক প্রকার সেলেব্রিটি হয়ে যাবেন।।
৬| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৩
চাঁদগাজী বলেছেন:
@ঢাবিয়ান ,
সামনের লাইনের সেক্স মডেলগুলো না থাকলে, ইহা মাইজভান্ডারের ওরসের মিছিল মনে হতো!
৭| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৪
কানিজ রিনা বলেছেন: চাঁদগাজী এটা কোন ধরনের মন্তব্য করেছেন?
ছোট ছোট ছেলেদের।
৮| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০২
চাঁদগাজী বলেছেন:
@কানিজ রিনা ,
এরা ছোট ছোট ছেলেমেয়ে নয়, এরা ছাত্র; ২ দিন পর, এরা আপনার আমার দায়িত্ব নেয়ার কথা; এদের আয় থেকে বয়স্করা পেনশন ও বৃদ্ধ ভাতা পাবার কথা।
৯| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৭
কানিজ রিনা বলেছেন: চাঁদগাজী চেঞ্জকরুন কোনটা ঠিক কোনটা
বেঠিক আপনার মত জ্ঞানী লোক নিশ্চয়
জ্ঞান দিতে হবেনা। ওরা দায়ীত্ব নিবেনা
আপনাকে কে বলেছে। আমার ছেলে
বেসরকারী চাকুরী করে সরকারী আয়কর
দেয়। কোথায় ওদের চাকুরী? আপনি নিজেই
প্রতিবাদ করেছেন নৌকায় ভাসতে ভাসতে
ওরা বিদেশে যেতে ডুবে মাড়া যায়।
ওরা আমাদের সন্তান ওদের দাবী সরকার
মেনে নিয়েছেন। তবে কেন গ্রেফতারী পরোয়ানা। গুম হওয়ার ভয় পাওয়া?
১০| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৭
চাঁদগাজী বলেছেন:
@কানিজ রিনা ,
কোটা আন্দোলন ছাত্রদের মৌলিক অধিকারের আন্দোলন; এবারের আন্দোলন সঠিক আছে, এবং দরকার ছিলো; কারণ, শেখ হাসিনা ধরাকে সরা মনে করে দেশ চালনার নামে পার্টি চালনা করছেন। তবে, ছাত্রদেরকে ছাত্র হতে হবে: শার্ট মার্ট খুলে নিজদের ভাবমুর্তি ফেলে রাস্তায় লাফালে ভালো দেখায় না।
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০০
মধ্যবিত্তের ছেলে বলেছেন: দেখেন চাঁদগাজী, আপনি নিরপেক্ষ হতে চাচ্ছেন নাকি দলীয় কোনো মতলবকে আপনার মন্তব্যের মাধ্যমে আমাদের মত ছাত্র-ছাত্রীদের বিভ্রান্ত করতে চাচ্ছেন??
আর তাছাড়া আপনার কথা শুনে এও স্পষ্ট হয় যে, গভীর রাতে ছাত্রীদের হল থেকে বের করে দেওয়া কতটা যুক্তিযুক্ত আপনার কাছে।
ও হ্যা, আপনার কোনটা ভাল লাগে কোনটা মন্দ লাগে সেটা আপনি ব্লগিং করেই মানুষকে বলুন না!! এভাবে আমাদেরকে বলে আপনি কেন নিজেকে ছোটলোক প্রমান করছেন??
১১| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪০
রাজীব নুর বলেছেন: আমি তো জানি কোটা নিয়ে সব ঝামেলার অবসান হয়ে গেছে।
প্রধানমন্ত্রী সব ওকে করে দিয়েছেন।
১২| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫১
কানিজ রিনা বলেছেন: এখোন রোড রাস্তায় অসম্ভব গরম।
মিছিলে নামলে টের পেতেন। পারলে ভাষা
চেঞ্জ করে ওদের আশ্বাস দিন। এখানে
যদি রাস্তার ছেলেরা যোগ দেয় তাহলেও
ধরে নিতে হবে ওদের সাথে রাস্তার রিক্সা
ওয়ালাও ঐক্যমতে এসেছে তথাপি রিক্সা
ওয়ালা ছাত্র নয় ভেবেন না। আমি মাত্র
কয়দিন আগে এক রিক্সা ওয়ালা ছেলেকে
দেখে বললাম বাবা সোনা তোমাকে দেখে
তো ভদ্র বলে মনে হয়। ছেলেটা মাথা নীচু
করে বললো আমি কলেজে পড়ি বাবা সারা
দিন রিক্সা চালায় আমি সন্ধায় চালাই। যাতে
অন্ধকারে বন্ধুরা না দেখে ফেলে। আপনি কি
এও জানেন আমাদের এলাকার এক রিক্সা
চালকের ছেলে নটরডেম কলেজে পড়ে
বাবা গ্রাম ছেড়ে শহরে এসে ছেলেকে
পড়া শুনার খরচ চালায় রিক্সা চালিয়ে। নাম
আকমল আমাদের সম্পত্তি চাষ করত।
এবার আকমলের বৌয়ের সাথে আলাপ করে
অনেক ভাল লাগল এবার বলুন সেই ছেলে
যদি মিছিলে যায় তাকে কি বলবেন গাঁজী?
১৩| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: "চাঁদগাজীবলেছেন:মিছিলের সামনের দিকের যুবকদের গায়ে শার্ট নেই; সেক্স-মিছিলের মত দেখাচ্ছে!
চাঁদগাজীবলেছেন:প্যান্টও খুলুক, তখন আরো ভালো মন্তব্য করতে পারবো, মনে হয়।"
--- ব্লগের ডাক্তারেরা কই???
লেখক?? চলেন অ্যাম্বুলেন্স ডাকি।।
২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১৫
মধ্যবিত্তের ছেলে বলেছেন: হা হা হা হা, ডাক্তাররা ঘুমাচ্ছে।
১৪| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২৯
কানিজ রিনা বলেছেন: এককাজ করুন মন্ডলের জায়গায় ডাক্তার
লাগালে কেমন হয়। আর না হয় ডামাডোলের
চিকিৎসক দিলে ভাল হয়।
২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৫২
মধ্যবিত্তের ছেলে বলেছেন: হা হা হা হা
১৫| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৪
করুণাধারা বলেছেন: পোস্ট ভালো ছিল। মন্তব্যগুলো পোস্টের কনটেন্ট নিয়ে করা হয়নি।
২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০১
মধ্যবিত্তের ছেলে বলেছেন: এই ধরনের মানুষজনের জন্য দেশটাই নোংড়া হয়ে গিয়েছে।
১৬| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: মন্তব্য মানুষের চোখের দৃষ্টিকোণ থেকেই বের হয়। ভাল মন্তব্য করার চেষ্টা করুন।। ধন্যবাদ।
ওনার চোখে সমস্যা! কি দেখতে কি দেখে !
ওনার জন্য দোয়া করেন যেন চক্ষু ভালো হয়।
১৭| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সামুতে কিছু তাবেদার আছে
তারা প্রতিবাদী নয়,
তাই কিছু অশালীন মানুষ
আজেবাজে মন্তব্য করার
সাহস পায়।
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সকল ন্যায় সঙ্গত অধিকার আদায়ের সংগ্রামে
আমরা তাদের দলে আাছি তারা
সংখ্যায় নগন্য হলেও।