নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছে ছিল কবি হব। তা মনের সরলতাই হোক আর স্বরের দুর্বলতাই হোক লুটেরাদের কবল থেকে চারটে ভাতও যখন বাঁচানো গেল না। তো কলম ছেড়ে কাস্তে নিয়ে নেমে ফসল কাটার চেয়ে লুটেরাদের গলাই বেশি কাটা হল। এখন আসলে কে বেশী খারাপ ভাবতে ভাবতে আবার কলম নিয়ে বসেছি

অগ্নিপক্ষ

One of the mango people

অগ্নিপক্ষ › বিস্তারিত পোস্টঃ

নিজেকেই স্বাগত জানাই

০৯ ই মে, ২০২৩ রাত ১২:৩৩

এই ব্লগের শুরুর দিকে গুগলে কোন একটি লেখা সার্চ দিতে গিয়ে এই ব্লগের সাথে পরিচয়। ব্লগে তখন নাফিস ইফতেখারের যুগ চলছে। সত্যিই ইচ্ছে ছিল কিছু লিখব। দুটি কারণে লিখতে পারিনি। প্রথমত তখন এত ভাল ভাল মান সম্মত লেখা ছিল ব্লগে যে এদের মাঝে আমার কোন লেখা দিতে লজ্জা লাগত। আর তখন লেখা প্রকাশিত হওয়ার ও অনেক হ্যাপা ছিল। কি করলে সেফ ব্লগার হবেন এমন টিউটোরিয়াল ও ছিল তখন ব্লগে। তার কিছু অনুসরণ ও করেছিলাম। কিন্তু কাজের ব্যস্ততায় সেই অনুসরণ বোধহয় ঠিক মত করতে পারিনি। আর আমারও সেফ ব্লগার হয়ে উঠা হয়নি।
তবে লেখা লেখি চলেছে অনেক। তার কিছু পুরোপুরি আর কিছু খাপ ছাড়া। কাজের ভারে জীবনও অতিষ্ঠছিল তার মধ্য লেখা নিয়ে আর আগানো হয়নি। এখন জীবন অনেক গোছানো। আর হবির পেছনে সময় দেয়ার মত সময় পেয়েছি অবশেষে। ব্লগে লেখা লিখি না করলেও অনুসরন করেছি সব সময়। এই পুরো এক যুগই লগইন না করেই কাটিয়েছি ব্লগে।
এখন অনেক লেখা জমেছে ভাবছি কিছু কিছু ব্লগে দিব। কেমন হচ্ছে রিভিউ নিয়ে নিজের লেখাগুলো আরো শাণিত করার ইচ্ছে আছে।

সবাই কে শুভেচ্ছা আর মডারেটরদের ধন্যবাদ কোন কিছু না করেই আজ ব্লগে লগইন করে দেখি আমি একজন সেফ ব্লগার। :D

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০২৩ সকাল ৮:৩৮

গেঁয়ো ভূত বলেছেন: শুভকামনা।

পুরো এক যুগ ধরে লগইন না করা, লগইন পাসওয়ার্ড মনে রাখা এবং লগইন করেই সেফ হয়ে যাওয়া বেশ রহস্যময় ব্যাপার!

এখন অনেক লেখা জমেছে ভাবছি কিছু কিছু ব্লগে দিব। কেমন হচ্ছে রিভিউ নিয়ে নিজের লেখাগুলো আরো শাণিত করার ইচ্ছে আছে।


যাইহোক এখন নিয়মিত হউন, লিখুন প্রতিদিন।

হ্যাপি ব্লগিং।

০৯ ই মে, ২০২৩ দুপুর ১২:০৫

অগ্নিপক্ষ বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রথম মন্তব্যকারীর জন্য।
রহস্যময় হলেও অসম্ভব নয়। আমার ব্যক্তিগত ইমেইল কখনো পরিবর্তন হয়নি। সেখান থেকে সার্চ দিয়ে ইউজার নেম নিয়ে পরে নতুন করে পাসওয়ার্ড জেনারেট করে নিয়েছি। আপনি মডু হলে সত্যতা যাচাই করতে পারতেন। তবে হ্যা লগইন করেই নিজেকে সেফ হিসেবে দেখে আমিও অবাক হয়েছি। বিষয়টি লিখেছিও। ধন্যবাদ

২| ০৯ ই মে, ২০২৩ সকাল ৮:৫১

শেরজা তপন বলেছেন: কি আশ্চর্য ১২ বছর ৮ মাসে এটাই আপনার প্রথম পোষ্ট!!!
একযুগ কিভাবে কিভাবে লগ ইন না করে কোন লেখা পোষ্ট না করে কিংবা কোন মন্তব্য না করে থাকতে পারলেন।
যা হোক অবশেষে আপনার ফুসরত মিলেছে কিংবা শুভবুদ্ধির উদয় হয়েছে যে তাতেই আমরা আনন্দিত।
শুরু করুন- শুভকামনা রইল।

০৯ ই মে, ২০২৩ দুপুর ১২:০৬

অগ্নিপক্ষ বলেছেন: লগইন না করলেও আপনাদের পাশেই ছিলাম সবসময়। আপনি আমার প্রিয় একজন ব্লগার । শুভেচ্ছা নিবেন।

৩| ০৯ ই মে, ২০২৩ সকাল ৯:৪১

মোস্তফা সোহেল বলেছেন: আপনার জন্য শুভকামনা রইল।

০৯ ই মে, ২০২৩ দুপুর ১২:০৬

অগ্নিপক্ষ বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

৪| ০৯ ই মে, ২০২৩ সকাল ১০:৩৯

শাওন আহমাদ বলেছেন: আপনাকে স্বাগতম!

০৯ ই মে, ২০২৩ দুপুর ১২:০৬

অগ্নিপক্ষ বলেছেন: ধন্যবাদ আপনাকেও

৫| ০৯ ই মে, ২০২৩ সকাল ১০:৫৩

রানার ব্লগ বলেছেন: পুরুষ মানুষের লোক লজ্জা ভয় এই তিন থাকতে নয় । ঘোমটা খুলে লেখা শুরু করুন !

০৯ ই মে, ২০২৩ দুপুর ১২:০৭

অগ্নিপক্ষ বলেছেন: আপনাকে দীর্ঘদিন থেকেই চিনি। মানে আপনার ব্লগ পড়া হয়। ধন্যবাদ জানবেন

৬| ০৯ ই মে, ২০২৩ দুপুর ১২:০৯

রানার ব্লগ বলেছেন: দীর্ঘদিন !! ধন্যবাদ ! এই ব্লগে আপনি একমাত্র বললেন যে আমাকে আপনি চেনেন । সত্যি বলতে কিছু সুপ্ত খুশি উছলিয়া উঠিলো ।

০৯ ই মে, ২০২৩ দুপুর ১২:১৯

অগ্নিপক্ষ বলেছেন: জ্বী। কিছু না লিখলেও প্রায় ১৩ বছর ব্লগের সাথেই আছি। সেই তোমরা সকলে কমি্পউটার নিয়ে ভাবো পোষ্টের যুগ থেকে এখন পর্যন্ত প্রায় সবার পোষ্ট পড়া হয়েছে। আপনারগুলোও পড়ি । সব উপভোগ্য না হলেও কোন রকম ক্যাচাল ছাড়া আপনার পোষ্টগুলো পড়তে ভালই লাগে। আর অন্যদের ব্লগেও আপনাকে গঠনমূলক দ্বায়িত্বশীল মন্তব্য করতে দেখেছি।

৭| ০৯ ই মে, ২০২৩ দুপুর ১২:৩৮

রাজীব নুর বলেছেন: লিখুন, পড়ুন, মন্তব্য করুণ।

০৯ ই মে, ২০২৩ দুপুর ১২:৫৭

অগ্নিপক্ষ বলেছেন: শুভেচ্ছা ও ধন্যবাদ

৮| ০৯ ই মে, ২০২৩ দুপুর ১:০২

অপু তানভীর বলেছেন: আমরাও আপনাকে স্বাগত জানালাম । ব্লগে নিয়মিত হৌউন !

০৯ ই মে, ২০২৩ বিকাল ৩:০৯

অগ্নিপক্ষ বলেছেন: ধন্যবাদ, আপনার লেখা পড়েছি অনেক। শুভেচ্ছা জানবেন

৯| ০৯ ই মে, ২০২৩ দুপুর ১:৩২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার জন্য শুভকামনা রইল।

০৯ ই মে, ২০২৩ বিকাল ৩:১০

অগ্নিপক্ষ বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

১০| ০৯ ই মে, ২০২৩ দুপুর ১:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- স্বাগতম আপনাকে সামুতে।
- ব্লগে নিয়মিত হন, অন্যদের পোস্ট দেখুন-পড়ুন মন্তব্য করুন। শুভকামনা রইলো।

০৯ ই মে, ২০২৩ বিকাল ৩:১৫

অগ্নিপক্ষ বলেছেন: ইয়ে মানে.. কি বলতে কি বলি। অন্যর পোষ্টে খুব একটা মন্তব্য করবনা বলেই ঠিক করেছি। মন্তব্য নিয়ে ক্যাচালতো কম দেখলাম না। তবে আমার পোষ্টে কেউ কমন্টে করলে অবশ্যই উত্তর দেয়ার চেস্টা করবো। আর কিছু গল্প লেখা আছে সামুতে পোষ্ট করার ইচ্ছে আছে। আপনার লেখা অনেক ভাল। আশাকরি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ আপনাকে।

১১| ০৯ ই মে, ২০২৩ বিকাল ৩:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দীর্ঘ এক যুগ নিশ্চয় অনেকের লেখা পড়ে মন্তব্য করতে ইচ্ছে হয়েছিল। যাক এবার পোস্ট করুন, মন্তব্য করুন, ব্লগের সাথে আর নিবির হোন। অভিনন্দন।

১২| ০৯ ই মে, ২০২৩ বিকাল ৩:৫২

অগ্নিপক্ষ বলেছেন: জ্বী, ইচ্ছে হয়েছিল তবে প্রায়ই যাদের লেখা পরে ভাল কমেন্ট করতে ইচ্ছে হয়েছিল দেখতাম যে বেশিরভাগ মানুষ সেইসব পোষ্টে গণপিঠুনি দিচ্ছিল। অনেকের গ্রামের বাড়ি বেড়াতে যাওয়া টাইপ পোষ্টেও তির্যক আর তিক্ত মন্তব্যে ভরা থাকতে দেখেছি। এর মধ্যে আর জড়াতে চাইনি। পরে নিজেরও শরীর মনের বয়স বেড়েছে। যা দরকারনেই তার সাথে নিজেকে ডিটাচ করতে শিখে নিয়েছি। মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.