![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অগ্রপথিক, পথ কি হারিয়ে ফেলছ তুমি?
অনুসরণ করছি মোরা তোমারে
নিয়ে এলে তুমি মোদের কোন দুর্গম কান্তারে।
চারিদিকে একি অন্ধকারের ঘনঘটা
মাঝে মাঝে দেখি আশার আলোকচ্ছটা।
অগ্রপথিক, পথ কি হারিয়ে ফেলছ তুমি?
তোমার এলান শুনে আমরা হলাম সমবেত
চলছি পথ মোরা তোমার ইচ্ছামত
কত বিয়াবান আর পর্বত হলাম পার
তবু বারবার মোদের আশা হচ্ছে মিসমার।
মোরা কি পাব না পথের ঠিকানা?
এ পথ তো মোদের চির অচেনা।
তুমি তো ছিলে মোদের সকল আশা
একি শুনি, তুমি হারিয়ে ফেলেছ পথের দিশা।
অগ্রপথিক, পথ কি হারিয়ে ফেলছ তুমি?
শুধু তোমার আলসেমি আর নেশার ঘোর,
আমাদের নিয়ে এসেছে এত দূর।
নিয়ে এলে আমাদের কোন ভয়ংকর বনে
মোদের সময় কাটে আজ মৃত্যুর প্রহর গুণে।
সম্মুখে উত্তাল সমুদ্র, আর পিছে দুর্গম বন
কোন পথ ধরব বল আমরা এখন?
অগ্রপথিক, পথ কি হারিয়ে ফেলছ তুমি?
তুমি দেখালে মোদের নয়া জিন্দেগানির খাব
দিচ্ছ না কেন এখন প্রশ্নের জবাব।
অগ্রপথিক, পথ কি হারিয়ে ফেলছ তুমি?
দূর কর নেশার ঘোর আর আলসেমি
নতুন করে পথ চলা শুরু কর এখনই।
তোমার দিকে চেয়ে আছে এই কাফেলা
এখন তবে শুরু হোক সঠিক পথে চলা।
নীল আকাশ ছেয়ে যাচ্ছে কাল মেঘে
জাগ জাগ! অগ্রপথিক এখনই উঠ জেগে।
©somewhere in net ltd.
১|
২০ শে মে, ২০১৩ রাত ১২:৩৩
যে শহর চোরাবালি বলেছেন: আসসালামু আলাইকুম ভাই।
কেমন আছেন ?
ভাই আপনার কাছে ১ টা সাহায্য চাই । ভাই জামাতে যেই আমাল গুলা মোজাকারা হয় সেই আমাল গুলো একসাথে কনো পিডিফ বি আকারে পাওয়া যাবে ?
অনেক দিন অনেক দিন সময় দিতে পারছি না , সব ভুলে গেসি ইনশাল্লাহ সামনে সময় বের করব । আপনি যদি আমার এই উপকার টুকু করতেন তাহলে অনেক উপকৃত হৈতাম । অনেক আগে কাকরাইলে এমন ১টা বৈ দেখসিলাম এখন আছে কিনা জানি না । থাকলে [email protected] একটু শেয়ার করবেন ।
ভালো থাকবেন ।