![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকদিন পর ভাল একটা মুভি দেখলাম। গহীনে শব্দ। ১-২ মাস আগেও যখন বের হয়েছে দেখছিলাম তখন পোস্টার দেখে মনে হয়েছে তেমন একটা সুবিধার হবে না, হয়ত প্রেম টেমের মুভি হবে। এই টাইপের মুভি একদম দেখতে পারি না। আমার পছন্দ হচ্ছে ধরেন একটু সিরিয়াস টাইপের। যে মুভি থেকে সমাজ কিছু শিখতে পারবে বা হাতে ধরে বাস্তবতাকে দেখিয়ে দিবে। এই টাইপের। আজকে ইউটিউবে দেখলাম। এখন মনে হচ্ছে কেন হলে দেখলাম না।
কাহিনীর সারসংক্ষেপ বলি, এটা হচ্ছে মুক্তিযোদ্ধা তার পা পারিয়েছেন যুদ্ধের সময়। এরপর থেকে এখন ভিক্ষা করেন। ভিক্ষা করে মেয়ে কুসুম শিকদারকে পড়ান। এই মেয়েকে পছন্দ করে এক বড়লোকের ছেলে। শেষ পর্যন্ত সমাজের বেড়াজাল ভেংগে কি বিয়ে করবে ছেলেটি মেয়েটিকে? জানতে হলে পুরোটাই দেখুন। একেবারে তুলে ধরা হয়েছে ভিক্ষুকদের বিভিন্ন অবস্থা। কিভাবে তারা থাকে, কত সমস্যার মধ্যে পড়তে হয়। উফ আমি মনে হয় ভাল করে বর্ণনা দিতে পারছি না। যেটুকু বলছি এইটুকুও কাহিনী না আরো ভিন্ন ভিন্ন দিকে বিভিন্ন মানুষের কাহিনীও তুলে ধরছে। সব মিলায়া অনেক সুন্দর লাগছে। দেখতে পারেন।
২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫৩
অহনাব বলেছেন: নাহ ! আমার ত শেষটাও ভাল্লাগছে।
২| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১০:২১
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: শুরু থেকে শেষ মুক্তেযোদ্ধার মর্যাদাপূর্ণ জীবন দেখতে চাই।
৩| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১০:২৯
নামে বইয়ের পোকা বলেছেন: আমি দেখেছি অনেক আগেই। মুভিটা সুন্দর। আমার কাছেও ভালো লেগেছে।
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪০
সাকিব শাহরিয়ার বলেছেন: আমি অনেক আগেই দেখছি। শুরুটা যত সুন্দর ছিলো শেষটা তত না।