![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলা সাব্জেক্ট যারা পড়ে তাদের বিসিএস ই পড়তে দেখছি বা ব্যাংক জবের জন্য পড়তে দেখছি। বা যাদের সিজিপিএ বেশি ভাল তারা টিচার হয়ে গেছে। কিন্তু ৫০ জনের একটা ক্লাসে এমন হতে পারবে মাত্র ৮-১০ জন। কিন্তু বাকিদের কি হবে? বাংলা সাব্জেক্টের উপর বিষয়ভিত্তিক কি কি জব ফিল্ড আছে কেউ জানেন?
যেমন কেউ কম্পিউটার পড়ে আইটি ফার্মে জব করে, আবার কেউ ফার্মেসী পড়ে ঔষুধ কোম্পানীতে জব করে। কিন্তু বাংলা পড়ে বিষয়ভিত্তিক কোথায় জব করবে?
২| ২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৬
রাজীব নুর বলেছেন: আমার মন্তব্য রুদ্র পাঠক করে দিয়েছেন।
৩| ২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:১০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমার জানা মতে বাংলাদেশের অন্যতম প্রধান একটি আর্থিক প্রতিষ্ঠানে শীর্ষ কর্তা ব্যক্তি Chemistry-র ছাত্র। যেখানে হওয়ার কথা ছিল অর্থনীতি বা ব্যবস্থাপনা টাইপের সাবজেক্ট। এগুলো বলে লাভ নেই আগে ডিগ্রী নেই পরে চাকুরীর জন্য ট্রাই করেন। ধন্যবাদ।
ভালো থাকুন নিরন্তর ।
৪| ২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৮
শুভ্র বিকেল বলেছেন: আসলে আমাদের শিক্ষা ব্যাবস্থার আমূল পরিবর্তন দরকার। শিক্ষা ব্যাবস্থার ত্রুটির জন্য প্রতিবছর লক্ষলক্ষ মানুষ বেকার হচ্ছে।
৫| ২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩১
শ্রোডিঙ্গার বলেছেন: আমাদের শিক্ষ্যাব্যবস্থা ব্যার্থতার পরিচয় দিচ্ছে।
৬| ২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৫
মোঃ তানজিল আলম বলেছেন: আমাদের শিক্ষা ব্যবস্থা জগাখিচুড়ির মত। একেটা ছাত্র যতগুলো বিষয় প্রাইমারি লেভেল থেকে পড়া শুরু করে, সেগুলো না পড়িয়ে তাকে যদি তার পছন্দের বিষয়টি পুরো শিক্ষা জীবনে পড়তে দেয়া হয় তবে সে ওই বিষয়ে ভালো কিছু করতে পারে।
৭| ২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: ১ নং মন্তব্যের সাথে সহমত।
৮| ২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৬
এস ওয়াই গ্লোবাল এলটিডি বলেছেন: পোস্টটি পড়ে অনেক ভাল লাগল । শুভ কামনা রইল নতুন কোন বিষয় নিয়ে আলোচনা করার জন্য।
৯| ২২ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫
চাঁদগাজী বলেছেন:
বাংলা ভাষার পাশাপাশি খুবই ভালো করে ইংরেজী শিখলে, উনার চাকুরী হবে সব যায়গায়।
১০| ২২ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মামা চাচা কিংবা ভালো লিংক লাগবে। সার্টিফিকেট তো লাগেই...
©somewhere in net ltd.
১|
২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩২
রুদ্র পাঠক বলেছেন: লাভ নাই, লসও নাই। বাংলাদেশে সাবজেক্ট রিলেটেড জব খুব কম হয়। একটি ডিগ্রী অর্জন করতে পারলে তা দিয়ে আপনি যে কোন জব এ আবেদন করতে পারবেন, এত বড় সুযোগ বাংলাদেশ ছাড়া কোথাও আছে বলে আমার মনে হয় না। ধন্যবাদ।