নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অর্ক

অহরিত

কিছু বলার নেই।

অহরিত › বিস্তারিত পোস্টঃ

মা আমার মা - সবচেয়ে প্রিয় বন্ধু

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১০:২৬

যখন জ্ঞান হয়, ঠিক তখন থেকে বন্ধু হিসেবে তাকে পেয়েছি। হাত ঘুরিয়ে ঘুরিয়ে বাংলা অমৃতসম অক্ষর লেখা... ১,২,৩ ... ১০০ অথবা 1 - 100 তার কাছ থেকে শিখলাম।



দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় শখ করে মুক্তিযুদ্ধ নিয়ে একটা এক পাতার গল্প লিখে ফেললাম, লেখাটা সবাইকে পড়ে শোনালো সেই মানুষটাই।কত আগ্রহ নিয়ে, গর্ব নিয়ে...



আমার জীবনের প্রথম গল্পের বইটা যখন কিনে দিলো মানুষটা, ৭ বছরের ছোট্ট আমি তার হাত ধরে আদর খেতে খেতে সেদিন স্কুল থেকে বাসায় ফিরলাম।



আইডিয়াল, নটরডেম, এম.আই.এস.টি আমার পুরোটা শিক্ষা জীবনে মুখ শুকনো করে "তুই তো পড়িসনা, পাশ করবি কিভাবে" - এই কথাটা এত যত্ন করে একটা মানুষই বলতো।



এইচ.এস.সি তে এ+ পেয়েছি শুনে আমাকে জড়ায় ধরে এমন করে কেউ আর কাঁদেনি।যখন প্রকৌশল বিদ্যায় পড়ার সুযোগ পেলাম কেউ তার মত এত গর্ব করে বলতোনা - আমার ছেলে তো ইঞ্জিনিয়ার হয়ে যাবে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার।



বিয়ের দিন আম্মু আমার থেকেও বেশি ঘাবড়ে গিয়েছিলো। আমার পাশে যখন ছবি তুলতে আসলেন, তখন খুব ঘামছেন। এক ফাকে কানে কানে আমাকে বললো, "ঠিক করে বস। ঘাবড়াইস না।আম্মু আছে"



প্রিয় আম্মু, তুমি আমার জীবনের সবচেয়ে সেরা বন্ধু। তোমার সাথে কতদিন হলো একসাথে বসে ক্রিকেট খেলা দেখা হয়না। এজন্য আজকাল খেলাই দেখিনা। আমার প্রিয় খাবারগুলো এখন আর কারো কাছে রান্না করে দেয়ার দাবী করতে পারিনা। আমার জামাগুলো এখন খুব মলিন থাকে কারণ তুমি যত্ন করে ইস্ত্রী করে, ভাজ করে রাখোনা।তোমার প্রিয় গানগুলো এখন আর তোমাকে শোনানোর জন্য বাজাইনা।



আমি মনে প্রাণে বিশ্বাস করি, একজন মা এতোটাই পবিত্র হোন যে আল্লাহ যখন একজন মাকে তাঁর কাছে ডেকে নেন তখন সর্বোচ্চ সম্মানের সাথে ভালোবাসার সাথে আগলিয়ে রাখেন। আম্মু, আমার জীবনের সবচেয়ে পবিত্র বন্ধু তুমি রহমানুর রহিমের বাগানে পরম মমতায়, ভালোবাসায় থাকো এই প্রার্থনাই করি। যে ভালোবাসা আল্লাহ তোমার মনে আমার জন্য দিয়েছেন, সেই ভালোবাসার কয়েক কোটিগুণ তুমি তাঁর কাছে ফিরে পাও।আমিন।



****************************************************************



মাকে নিয়ে অনেক কিছু লিখতে ইচ্ছা করে। কিন্তু লেখার মত সামর্থ্য হয়না। খুব ভেতরে লাগে।আজকে সবখানে যখন বন্ধু দিবসের গল্প তখন সবার আগে আমার হারিয়ে যাওয়া মা-টার কথাই সবথেকে বেশি মনে পড়লো।প্রিয় পাঠক, যাদের মা বেচে আছেন আজকের এই দিনে মা-র হাতটা ধরে একবার বন্ধু দিবসের শুভেচ্ছা জানিয়ে দেখবেন। আর মনে রাখবেন, যদি তা করতে পারেন এই জগতে আপনি অত্যন্ত ভাগ্যবান একজন মানুষ। এটা আমার মত কিছু মানুষ বুঝতে পারে যাদের মা নেই।





সকল মায়ের জন্য দোয়া থাকলো।

মন্তব্য ২৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১০:৩০

নুসরাতসুলতানা বলেছেন: চমৎকার। সকল মায়ের জন্য দোয়া থাকলো--সহমত।

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪২

অহরিত বলেছেন: দোয়া থাকলো।

২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১০:৩২

প্রোফেসর শঙ্কু বলেছেন: আপনার মায়ের জন্য শ্রদ্ধা রইল।

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৩

অহরিত বলেছেন: ধন্যবাদ।

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১০:৪৬

বোকামন বলেছেন:





সুন্দর লিখেছেন। খুব ভালো লাগলো।
মা কে নিয়ে লেখার মত সামর্থ্য আমাদের কারোরই নেই। মায়ের অবদান, মায়ের প্রতি ভালোবাসা কী কোন ভাষায় যথার্থভাবে প্রকাশ করা সম্ভব। মনে হয় না। দোয়া রইলো আপনাদের সবার প্রতি।।

আস সালামু আলাইকুম।।

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৪

অহরিত বলেছেন: ধন্যবাদ।

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১১:৩১

তন্দ্রা বিলাস বলেছেন: আপনার মায়ের জন্য অনেক শুভকামনা। মহান আল্লাহর কাছে তাঁর দীর্ঘজীবন প্রার্থনা করি।

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৬

অহরিত বলেছেন: ধন্যবাদ।

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১১:৪১

নস্টালজিক বলেছেন: মা এর জন্য অনেক শুভকামনা!

লেখাটা খুব ভালো!


শুভেচ্ছা নিরন্তর!

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৭

অহরিত বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।

৬| ০৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৪৫

শান্তির দেবদূত বলেছেন:
আমি খুব যত্নসহকারে এই ধরনের পোষ্টে কমেন্ট করা এড়িয়ে চলি। আমি আসলে ভাষা হারিয়ে ফেলি। কি বলব ভেবে পাই না। চোখ ছলছল করে উঠে, চোখেই সে জল শুকায়।

আপনার কথার সাথে মিলেয়ে বলতে চাই, আল্লাহ যেন আপনার মাকে সর্বোচ্ছ সম্মানের সাথে রাখেন। উনি জান্নাতুল ফেরদৌসে ঠায় পান অন্তর থেকে এই দোয়াই করি।

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৮

অহরিত বলেছেন: আমিন।

৭| ০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৭

আমিনুর রহমান বলেছেন:



আপনার কথা জেনে খুব ভালো লাগলো। আসলেও মায়ের মত ভালো বন্ধু আর কারো হওয়া সম্ভব নয়। মায়ের কথা বলতে গেলে আসলে কেমন যেন আটকে যায়, এ শুধু অনুভব করা যায় প্রকাশ করা যায় না।


সকল মায়ের জন্য দোয়া থাকলো

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৯

অহরিত বলেছেন: সকল মায়ের জন্য দোয়া থাকলো

৮| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫১

মামুন রশিদ বলেছেন: সকল মায়ের জন্য ভালোবাসা ।

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫০

অহরিত বলেছেন: সকল মায়ের জন্য ভালোবাসা ।

৯| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:

সকল মায়ের জন্য দোয়া থাকলো

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫০

অহরিত বলেছেন: আমিন।

১০| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৭

অপর্ণা মম্ময় বলেছেন: শুভকামনা আপনাদের জন্য। অনেক ত্যাগের বলেই একজন কে মা হতে হয়। মায়েদের জন্য অনেক ভালোবাসা।

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫১

অহরিত বলেছেন: মায়েদের জন্য অনেক ভালোবাসা।

১১| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১২

শীলা শিপা বলেছেন: অনেক দোয়া রইল মায়ের জন্য।

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫২

অহরিত বলেছেন: ধন্যবাদ।

১২| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১০

সমুদ্র কন্যা বলেছেন: আপনার মা ভাল থাকুন যেখানেই আছেন।

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৩

অহরিত বলেছেন: ধন্যবাদ সমুদ্র।

১৩| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩১

সপ্নাতুর আহসান বলেছেন: মায়ের মত ভালো বন্ধু আর কারো হওয়া সম্ভব নয়। মা'কে শুধু অনুভব করা যায় প্রকাশ করা যায় না।

১৪| ১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫২

ইমরান নিলয় বলেছেন: কষ্ট লাগল সাদ ভাই। তীব্র অনুভূতিগুলো বুকেই থাকে, আঙ্গুলে আসে না।
ভালো থাকবেন।

১৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৩

মহামহোপাধ্যায় বলেছেন: এখনও যে কোন ঝামেলায় সবার আগে যার সাথে পরামর্শ করি, যার দোয়া চাই, মা।


ভালো থাকুক সব মায়েরা।

১৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৮

সেলিম আনোয়ার বলেছেন: মা এর জন্য অনেক শুভকামনা! লেখাটি অনেক ভাল লাগলো ।+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.