নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আমি নজরুল জুয়েল, খেতে অনেক পছন্দ করি, মাঝে মাঝে টুকটাক লিখতে ভালোবাসি, বর্ষাকাল আমার অনেক পছন্দ, এবং কফির দারুণ ভক্ত...\"

অজানা তীর্থ

আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।

অজানা তীর্থ › বিস্তারিত পোস্টঃ

প্রবাহমান অজানা তথ্যের বিশ্ব

১৯ শে মার্চ, ২০১৬ রাত ১:৫২


পর্ব-০১ "বিন্দু থেকে সিন্ধু"
১। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট “আব্রাহাম লিংকন” প্রথম জীবনে কাঠুরিয়া ছিলেন এবং মুচির দোকানে কাজ করতন।

২। ব্রিটেনের সাবকে প্রধানমন্ত্রী "জন মেজর” যার বাবা ছিলেন সামান্য সার্কাস দলের কর্মী। অর্থের অভাবে অষ্টম শ্রেনি পর্যন্ত পড়েন। পেটের দায়ে নিরুপায় হয়ে বাসের কন্ডাক্টর হিসেবে কাজ করতে পরীক্ষায় বসেন। গণিতে কাঁচা হলেও পরবর্তিকালে তিনি ব্রিটেনের অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী হন।

৩। শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলরে সুপারস্টার "জয়সু্রিয়া” যার বাবা ছিলেন একজন জেলে।

৪। বিখ্যাত গায়ক বন জোভি প্রথম জীবনে বাড়িঘর সাজানোর ডেকোরেটরের কাজ করতো।

৫। ফুটবলের কিংবদন্তি ব্রাজিলের রোনাল্ডোর বাবা-মা এতই গরবি ছিলেন যে, তার জন্মরে পর নাম রেজিস্ট্রি করতে দু’দনি দেরি হয়।

৬। নয়া চীনের প্রতিষ্ঠাতা "মাও সেতুং” ছিলেন গরিব মুদিদোকানির ছেলে।

৭। কৃষ্ণ-আফ্রিকার মুক্তি আন্দোলনরে এক মহান নাম "শ্যাম নাজোমা"। স্বাধীন নামিবিয়ার রাষ্ট্রপিতা ও প্রেসিডেন্ট নাজোমা একসময় ছিলেন সামান্য নাপিত।

৮। আবুল কালাম (ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি) ছিলেন গরীব ঘরের সন্তান। তাঁর বাবা ছিলেন একজন মাঝি। তবুও তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী হতে পেরেছিলেন।

৯। নিকোলাস ক্রেজ 'ফেয়ারফ্যাক্স' থিয়েটারে পপকর্ন বিক্রি করতো।

১০। হলিউড অভিনেতা “ক্যাপ্টেন জ্যাক স্প্যারো” খ্যাত “জনি ডেপ” ছোটোবেলায় রাস্তায় রাস্তায় বল পয়েন্ট কলম বিক্রি করতো।
১১। ১৯৮২ সালে অষ্টেলিয়ার মেলবোর্নের একটি হাসপাতালে এক আজব শিশুর জন্ম হয়েছিল যার নাম নিকোলাস । পুরো নাম নিক বোয়েসিস (Nick Vujicic) । নিকের পরিচয় হলো বিকলাঙ্গ শিশু।জীবন জয়ের স্বপ্নকে পুঁজি করে আরও সৃষ্টিশীল কিছু করাই নিকের জীবনের লক্ষ্য। ২০০৫ সালে নিক অষ্ট্রেলিয়ার সর্বোচ্চ সম্মানের ‘Young Australian of The Year’’ এওয়ার্ড পান।

১২। আসমা খাতুন রাজশাহীর প্রত্যন্ত আড়ানী গ্রামের বাসিন্দা । বাবা ৭০ এর দশকে বাদাম বিক্রি করতেন। এখন আড়ানি বাজারে তার ছোট একটি পানের দোকান রয়েছে। শত অভাবের মাঝেও নিজেকে মেলে ধরেছেন আসমা খাতুন। ৩৪তম বিসিএসের মাধ্যমে তিনি হয়েছেন ম্যাজিস্ট্রেট।

১৩। ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনী প্রথম জীবনে ট্রেনের টিকেট কাউন্টারে বসতেন ।

১৪। তামিল ছবির রাজাধিরাজ রজনীকান্ত ভারতীয় শহর বেঙ্গালুরুতে অসচ্ছল জীবনের সাথে লড়াই করে বেড়ে উঠেন। বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসের সহকারী হিসেবে কাজ করতেন।

১৫। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। তিনি একসময় রাখাল ছিলেন। খেয়ে না খেয়ে তার জীবন কাটতো।অন্যের দয়ায় পড়াশোনা চালিয়ে যেতে হয়েছে তাকে। সেই রাখাল বালক এখন দেশ সেরা অর্থনীতিবিদ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ২:৪৯

সুরাইয়া বীথি বলেছেন: অসাধারণ সব তথ্যের সমাহার ! আপনাকে অসংখ্যা ধন্যবাদ !

১৯ শে মার্চ, ২০১৬ রাত ৩:৫৬

অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ সুরাইয়া বীথি আপনাকে। আমার পরবর্তি পর্বে আরো নতুন কিছু তুলে ধরার চেষ্টা করবো।

২| ১৯ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৫৭

দায়ী বলেছেন: সেই রাখাল বালক এখন দেশ সেরা, বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক অর্থ কেলেংকারীর অংশ

৩| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৭:০৬

অজানা তীর্থ বলেছেন: যদিও উনি পদত্যাগ করেছেন তবুও ব্যপারটার সুস্থ তদন্তের প্রয়োজন।

৪| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪৪

সুমন কর বলেছেন: চমৎকার শেয়ার।

৫| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: উপরের জানা অজানা তথ্যগুলো পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

৬| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১০

বিজন রয় বলেছেন: জানতাম। জানলাম।
+++

৭| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫৭

অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ সবাইকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.