নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আমি নজরুল জুয়েল, খেতে অনেক পছন্দ করি, মাঝে মাঝে টুকটাক লিখতে ভালোবাসি, বর্ষাকাল আমার অনেক পছন্দ, এবং কফির দারুণ ভক্ত...\"

অজানা তীর্থ

আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।

অজানা তীর্থ › বিস্তারিত পোস্টঃ

নো-টক,...। তনু কি শিশুর হাতে পুতুল, মোচড় দিয়ে মুণ্ডু আলাদা করে ফেললেও কেউ কিছু বলবে না!

২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২১


হুম তনু হত্যা। ঘর থেকে বের হয়ার সময় সোহাগী তার মাকে ফেসবুক স্টেটাসে লিখেছিল, ‘মা টেইলারের কাছ থেকে আমার নতুন জামাটা আজ নিয়ে আইসো, আমি কাল নতুন জামা পড়ে কলেজ যাবো।’
না নতুন জামা নয়, কাঁপনের কাপড়টাই পড়েই চিরদিনের জন্যে বিদায় নিলেন তনু। তনু আজ আমাদের মাঝে অস্তিত্বহীন হলেও থেমে নেই তার হত্যার প্রতীবাদ, চলছে হয়তো কিছুদিন পরে আর চলবেনা।এদেশে নারী হয়ে জন্মানোই যদি অপরাধ হয়, তবে তো তনুর পরে আমার আপনার বোন খুন হবেনা বিশ্বাস কি? আমরা এখনো প্রকৃত মানুষ হয়ে ওঠার জন্য যে মানবিক শিক্ষা তা পাচ্ছি না অথবা শিখছি না। আর কতকাল বাঙ্গালি নারী লোভী বাঘের হাতে অকালে মিত্যু বরণ করবে? আমার কাছে সবচেয়ে অবাক করা বিষয়টি হলো তনুকে ধর্ষণ করলো, ধর্ষণের পরে হত্যা করলো, তাও আবার কুমিল্লার সেনানিবাসের ক্যান্টনমেন্টে! নিরাপত্তার ছাঁদর যদি নিরব জায়গায় ফেলে রাখবেন তবে মনে রাখবেন আপনি আমি কেউ নিরাপদ নয়।
আমার বাবা আমাকে একটা কথা বলতো, ভালো পরিবেশ যা শিক্ষা দেই পাঠ্য-পস্তুক তার চেয়ে ভালো কিছু শিক্ষা দিতে পারেনা।যাকে মেরে ফেললো সেও মানুষ , আর যে মারলো সেও মানুষ। মানুষ হওয়ার জন্য সবচেয়ে যে জিনিসটি জরুরি তা হলো মনুষ্যত্ব। একজন শিশু যখন জন্ম নেয়, সে অপরাধী হয়ে জন্ম নেয় না। পারিবারিক, প্রাতিষ্ঠানিক, পারিপার্শ্বিক পরিবেশ থেকে সে শিক্ষা গ্রহণ করে ধীরে ধীরে মানুষ অথবা অমানুষ হয়ে ওঠে।
সবার মাঝে তনু

সোহাগী জাহান তনু কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলছিল। নাটক নৃত্য ও আবৃত্তি এই তিন মাধ্যমেই ছিল তার অল্প বিস্তর যাতায়াত। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের অন্তর্ভুক্ত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সে ছিল একজন নিয়মিত সদস্য ও কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। অসচ্ছল পরিবারে পিতা-মাতার বোঝা না হয়ে ছাত্র-ছাত্রী পড়িয়ে নিজের খরচ চালাতো প্রাণবন্ত উদ্যমী সোহাগী জাহান তনু।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.