![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
চামেলী খাতুন
আমি এক পশলা বৃষ্টি হব.... বৃষ্টি,
ঝরে পড়ব কোনো নিরালা দুপুরে
দীর্ঘদিনের শুষ্ক মরুভূমির বুকে।
সারিয়ে তুলব সমস্ত চৌচির হওয়া ফসলের মাঠ
গজিয়ে উঠবে নতুন চারা
পল্লবে পল্লবে জেগে উঠবে নুয়ে পড়া সমস্ত বৃক্ষরাজি।
আমি ধান ক্ষেতের মাঝে কাকতাড়ুয়া হব..... কাকতাড়ুয়া
অহোরাত্র জেগে পাহারা দেব সভ্যতার নির্জাসটুকু।
মানব জনব সার্থক হবে
সেই ফসল ভরা আঙিনায় দাড়িয়ে,
গর্বিত হব পূর্বপুরুষের দেখানো পথের দিশা পেয়ে।
আমি শিশিরসিক্ত ভোরের বাতাসে
শিউলি ফুল হয়ে ঝরে পড়ব
পথিকের পথের ধারে,
মালা গেঁথে প্রিয়ের গলেতে পরাবে প্রেয়সী
গভীর আলিঙ্গনে হারিয়ে যাবে তারা ভালোবাসার মহিমাময় জগতে।
হারিয়ে যাব শরতের মাঠে সোনালি আভা মিশ্রিত ধানের ক্ষেতে,
রাখালিয়া বাঁশির সুরে বিমোহিত হব
ঘাসফুলের পাপড়িগুলো ছড়িয়ে বসে থাকব মুখোমুখি মোরা
সুখ,দুঃখের মিলনমেলায়,
হৃদয় বীণায় উঠবে বেজে ঐকতানের ঝংকার
আমার ভালো লাগা কবিতাগুলোর একটি, বাংলা ম্যাডাম চামেলী খাতুন এর লেখা।
২| ২৪ শে মে, ২০১৭ রাত ২:০৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: নিচের ছবিটা কি ম্যাডাম এঁকেছেন? খুব সুন্দর আর্ট।
ভালো থাকবেন সবসময়।
শুভকামনা রইল।
২৪ শে মে, ২০১৭ রাত ২:৫৫
অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ জনাব নাঈম জাহাঙ্গীর নয়ন , ম্যাম এর লিখা আরো ভালো ভালো কবিতা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব।ছিত্রগুল গুগুল থেকে কালেক্টেড, কবিতা টিকে আরো বাস্তব রূপ দেবার জন্য সামান্য প্রচেষ্ঠা ছিল মাত্র।
৩| ২৪ শে মে, ২০১৭ রাত ২:৪২
ওমেরা বলেছেন: ছবি গুলো খুব সুন্দর ধন্যবাদ ।
২৪ শে মে, ২০১৭ রাত ২:৫৯
অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ জনাব ওমেরা। কবিতাটিকে কেন্দ্র করে ছবি গুলো যুক্ত করা হয়েছে।
৪| ২৪ শে মে, ২০১৭ রাত ২:৫২
অপ্সরা বলেছেন: এমন রঙ্গিন টবে আমিও গাছ লাগাবো!!!!!!!
অনেক সুন্দর লাগছে!!!!!!
২৪ শে মে, ২০১৭ রাত ২:৫৮
অজানা তীর্থ বলেছেন: শুভ কামনা রইল অপ্সরা আপনার প্রতি, আশা করছি আরো সুন্দর হবে আপনার লাগানো গাছ।
৫| ২৪ শে মে, ২০১৭ সকাল ১০:৩৪
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +++
বেশ ভালো লাগলো কবিতাখানি।
০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১:৫৭
অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ ধ্রুবক আলো আশা রাখছি আরো কিছু ভালো কবিতা নিয়ে হাজির হবো।
৬| ২৪ শে জুলাই, ২০১৭ সকাল ৯:০৫
ব্লগ মাস্টার বলেছেন: দারুন ভালো লাগল ।
৭| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১০
বিজন রয় বলেছেন: অনেক সুন্দর পোস্ট এটি।
এবার নতুন পোস্ট দিন।
৮| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১১
বিজন রয় বলেছেন: আপনার নিকটি সুন্দর।
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৭ রাত ২:০৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর একটা কবিতা। পড়ে মুগ্ধ। কথাগুলো মন ছোঁয়ে গেল, ভাবের সাথে ছবির সামঞ্জস্যতা সব মিলিয়ে কৃতজ্ঞতা রইল।
কবি ম্যাডামের জন্য শুভকামনা।
আরো কবিতা পড়ার প্রত্যাশা রইল।
শুভকামনা জানবেন।