নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আমি নজরুল জুয়েল, খেতে অনেক পছন্দ করি, মাঝে মাঝে টুকটাক লিখতে ভালোবাসি, বর্ষাকাল আমার অনেক পছন্দ, এবং কফির দারুণ ভক্ত...\"

অজানা তীর্থ

আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।

অজানা তীর্থ › বিস্তারিত পোস্টঃ

বেঁচে থাকার হাহাকার

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ২:৫২

এত ভিড়েও জীবনের অবাধ কোলাহলে
ব্যথা শুধানোর মানুষ কই তাহার!
নিজের অজান্তে বাড়ন্ত মানবী, কত সপ্নে
ঘেরা ছিল তাহার নয়নযুগল।

তুমি কে হে! নতুন জাগরণের সব আয়োজনে
বিরহময়,বিষাদমময় করেছ তাহারে।
সে যে বড্ড নিঃসঙ্গ,আধারে মিতালি
নিভৃতে রোমন্থন করে তোমাকে ঘিরে
শত রঙ এ রাঙানো স্মৃতি।

আশার ভোর কেটে যাই সঙ্গোপনে
অতিগোপনে দিয়ে যাই দীর্ঘপথ পাড়ি
এই বুঝি তুমি আছো দাঁড়িয়ে সূদুর সামনে।

বেলা শেষে শুধু নিরালয় পড়ে রয়
অহর্নিশি বেঁচে থাকার মানবীরর সমস্ত চাওয়াগুলি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৮ ভোর ৬:১৩

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: লেখা পাঠে অনেক ভালো লাগলো

০৪ ঠা এপ্রিল, ২০১৮ ভোর ৬:২৯

অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ শাহানাজ সুলতানা অধরা আপনাকে, সাথে থাকুন সুস্থ থাকুন।

২| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৭:৫৩

নিকোলাস- রাহাদ বলেছেন: বাহ
দারুন লাগলো তো

০৪ ঠা এপ্রিল, ২০১৮ ভোর ৬:২৯

অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ নিকোলাস- রাহাদ। সুস্থ থাকুন সাথে থাকুন।

৩| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪৬

আকিব হাসান জাভেদ বলেছেন: নিরালায় পরে থাকলে হবে। সূর্য উঠেছে পুব আকাশে তাকিয়ে দেখুন কত আলো । মনের অন্ধকার টা আলোতে কেটে যাবে আশা রাখি।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ ভোর ৬:৩১

অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ আকিব আপনাকে, মনের অন্ধকার টা আলোতে কেটে যাবে আশা রাখি।ভালো লাগলো। সুস্থ থাকুন সাথে থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.