নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আমি নজরুল জুয়েল, খেতে অনেক পছন্দ করি, মাঝে মাঝে টুকটাক লিখতে ভালোবাসি, বর্ষাকাল আমার অনেক পছন্দ, এবং কফির দারুণ ভক্ত...\"

অজানা তীর্থ

আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।

অজানা তীর্থ › বিস্তারিত পোস্টঃ

ফিরে যাবার কাব্য

০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৮

সখি যদি ফিরে যেতে পারতাম তোমাতে-
অতিবাহিত প্রতিটি তিথি হয়ে থাকতো অবক্ষয়।

যদি এমন হতো মহুর্ত গুলো-
শুধু আমি তোমাতে,তুমি আমাতে ইচ্ছে ঘুড়িতে উড়তো দুজনার ভালোবাসা।

যদি স্থির হতো পৃথিবীর সকল ঘটনা-
হাজার বছর জুড়ে থাকতো আমার তোমার প্রেম লিলা।

যদি শ্রাবণের মেঘগুলো জড় হতো ভালবাসা নামক কোন গগনের নিচে-
যুগ যুগান্তরে ভিজে যেতাম তোমার চোখে চোখ মিলিয়ে।

যদি বসন্ত সাঁজাতো প্রকৃতিকে যেমন করে আমার জন্যে বাসন্তী শাড়িতে তুমি অপরূপা-
তবে বুঝতে পাখিদের কলরব আর পুষ্প কাননের সুরুভীর অসীমতা।

যদি এমন হতো-
আলাদীনের জাদুর চেরাগে সত্যি হতো স্বপ্নগুলো যা কভু হবার ছিলনা।

সখি আমি যদি আবার ফিরে যেতে পারতাম তোমাতে!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ ভোর ৬:৩২

অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ রাজীব নুর আপনাকে। সুস্থ থাকুন সাথে থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.