|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 অজানা তীর্থ
অজানা তীর্থ
	আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
সখি যদি ফিরে যেতে পারতাম তোমাতে-
অতিবাহিত প্রতিটি তিথি হয়ে থাকতো অবক্ষয়।
যদি এমন হতো মহুর্ত গুলো-
শুধু আমি তোমাতে,তুমি আমাতে ইচ্ছে ঘুড়িতে উড়তো দুজনার ভালোবাসা। 
যদি স্থির হতো পৃথিবীর সকল ঘটনা-
হাজার বছর জুড়ে থাকতো আমার তোমার প্রেম লিলা।
যদি শ্রাবণের মেঘগুলো জড় হতো ভালবাসা নামক কোন গগনের নিচে-
যুগ যুগান্তরে ভিজে যেতাম তোমার চোখে চোখ মিলিয়ে।
যদি বসন্ত সাঁজাতো প্রকৃতিকে যেমন করে আমার জন্যে বাসন্তী শাড়িতে তুমি অপরূপা-
তবে বুঝতে পাখিদের কলরব আর পুষ্প কাননের সুরুভীর  অসীমতা।
যদি এমন হতো-
আলাদীনের জাদুর চেরাগে সত্যি হতো স্বপ্নগুলো যা কভু হবার ছিলনা। 
সখি আমি যদি আবার ফিরে যেতে পারতাম তোমাতে!
 ২ টি
    	২ টি    	 +০/-০
    	+০/-০  ০৪ ঠা এপ্রিল, ২০১৮  ভোর ৬:৩২
০৪ ঠা এপ্রিল, ২০১৮  ভোর ৬:৩২
অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ রাজীব নুর আপনাকে। সুস্থ থাকুন সাথে থাকুন।
©somewhere in net ltd.
১| ০৩ রা এপ্রিল, ২০১৮  দুপুর ১:০৩
০৩ রা এপ্রিল, ২০১৮  দুপুর ১:০৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।