নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আমি নজরুল জুয়েল, খেতে অনেক পছন্দ করি, মাঝে মাঝে টুকটাক লিখতে ভালোবাসি, বর্ষাকাল আমার অনেক পছন্দ, এবং কফির দারুণ ভক্ত...\"

অজানা তীর্থ

আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।

অজানা তীর্থ › বিস্তারিত পোস্টঃ

ছবির সাথে কথোপকথন

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩০


কে তুমি? আমি কেন চোখ ফেরাতে পারছিনা?
আমি ছবি, বলতে পারো- মায়াবিনী মনোহরণি বলে।

কে তুমি? আমি কেন স্তব্ধিত হয়ে আছি?
আমি ছবি, বলতে পারো- তোমায় আমি বুঝি বলে।

কে তুমি? আমি কেন কিছুই ভাবতে পারছিনা?
আমি ছবি, বলতে পারো- তোমার মনে শুধু আমি আছি বলে

কে তুমি? আমাকে কেন এত উদ্বিগ্ন লাগছে?
আমি ছবি, বলতে পারো- এই বুঝি আমি হারিয়ে যাবো বলে।

কে তুমি? আমি কেন এই পথে হেঁটে চলেছি?
আমি ছবি, বলতে পারো- এই পথপানে তোমার জন্যে চেয়ে আছি বলে।

কে তুমি? আমি কেন নিজেকে হারিয়ে ফেলেছি?
আমি ছবি, বলতে পারো-আমার পিছু তুমি নিয়েছ বলে।

কে তুমি? আমি কেন অনুভূতি শূন্য?
আমি ছবি, বলতে পারো-আমি তব স্পর্শ হইনি বলে।

কে তুমি? আমি কেন আর এগুতে পারছিনা?
আমি ছবি, বলতে পারো-আমি তোমার শুরু, আমি তোমার শেষ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৭

রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ। আবেগ থেকেই এই কবিতার জন্ম।

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৮

অজানা তীর্থ বলেছেন: যথার্থ বলেছেন। ধন্যবাদ রাজীব নুর

২| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হুম! ভাল লাগল আবেগে ভরা কাল্পনিক কথোপকথন!

৩| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৯

অজানা তীর্থ বলেছেন: আবেগ না থাকলে এই কবিতা লিখতেই পারতাম না। ধন্যবাদ মন্তব্যের জন্যে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.