![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
কে তুমি? আমি কেন চোখ ফেরাতে পারছিনা?
আমি ছবি, বলতে পারো- মায়াবিনী মনোহরণি বলে।
কে তুমি? আমি কেন স্তব্ধিত হয়ে আছি?
আমি ছবি, বলতে পারো- তোমায় আমি বুঝি বলে।
কে তুমি? আমি কেন কিছুই ভাবতে পারছিনা?
আমি ছবি, বলতে পারো- তোমার মনে শুধু আমি আছি বলে
কে তুমি? আমাকে কেন এত উদ্বিগ্ন লাগছে?
আমি ছবি, বলতে পারো- এই বুঝি আমি হারিয়ে যাবো বলে।
কে তুমি? আমি কেন এই পথে হেঁটে চলেছি?
আমি ছবি, বলতে পারো- এই পথপানে তোমার জন্যে চেয়ে আছি বলে।
কে তুমি? আমি কেন নিজেকে হারিয়ে ফেলেছি?
আমি ছবি, বলতে পারো-আমার পিছু তুমি নিয়েছ বলে।
কে তুমি? আমি কেন অনুভূতি শূন্য?
আমি ছবি, বলতে পারো-আমি তব স্পর্শ হইনি বলে।
কে তুমি? আমি কেন আর এগুতে পারছিনা?
আমি ছবি, বলতে পারো-আমি তোমার শুরু, আমি তোমার শেষ।
০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৮
অজানা তীর্থ বলেছেন: যথার্থ বলেছেন। ধন্যবাদ রাজীব নুর
২| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হুম! ভাল লাগল আবেগে ভরা কাল্পনিক কথোপকথন!
৩| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৯
অজানা তীর্থ বলেছেন: আবেগ না থাকলে এই কবিতা লিখতেই পারতাম না। ধন্যবাদ মন্তব্যের জন্যে।
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৭
রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ। আবেগ থেকেই এই কবিতার জন্ম।