![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
“মাগো আমায় ছুঁইওনা, আমি এক প্রজ্বলিত অগ্নি-শিখা।”
“বাজান আমার ফিরে আয়, ভাসুক তরী পড়ুক দলক।”
“আমায় বলছো মা। আমি যে অগ্নিবীণার রাগিণী,
তবে কেনো মিছে তোমায় শুনবো?”
“বাজান আমার ফিরে আয়, প্রহর ঘনায় নাইওরে যাই কালো নিশি।”
“উড়ে যাক মা গো এই ভুবন, আমি আর শুনবোনা তোমায়।
মাগো জ্বলে তনূ, জ্বলে তোর তনূদ্ভব শুধু জ্বলেনারে তোর স্নেহ।”
“বাজান আমার ফিরে আয়, সাত আঁচলে ঢাকবো তোকে।”
“আমায় বলছো মা। সাত জনমের জন্মতরী তোর আঁচলে ঠেকে
তোকে ছেড়ে যাবার অপরাধে বিদাই জলে ভাসাইও মোরে,
মাফের মালা গলায় দিয়ে।”
বিদায় ক্ষণে শার্লিন - “আমি তো বাঁচবোনা আমাকে মাফ করে দিয়ো আম্মু।”
“আমি বলি বাবা তুই বাঁচিস, আমি মইরা যাই।”
১৩ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ রাজীব নুর। মাতৃত্ব নিয়ে লিখাটা অনেক আগের ছিল আজকে নতুন ভাবে পোষ্ট করলাম।
২| ১৩ ই মে, ২০১৮ বিকাল ৫:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: মায়ের জন্য শ্রদ্ধা ও ভালোবাসা অন্তহীন
ভিন্নতা টুকু ভাল লাগল
+++
১৩ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৬
অজানা তীর্থ বলেছেন: ভিন্নতা টুকু ভাল লাগল ধন্যবাদ বিদ্রোহী ভৃগু। আসলেও মায়ের জন্য শ্রদ্ধা ও ভালোবাসা অন্তহীন।
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৮ বিকাল ৫:০০
রাজীব নুর বলেছেন: মায়ের জন্য শ্রদ্ধা ও ভালোবাসা।
পৃথিবীর সব মাকে মা দিবসের অফুরান শুভেচ্ছা...