|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 অজানা তীর্থ
অজানা তীর্থ
	আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।

আজ আবার তুমি! সেই তুমি কেন ফিরিয়ে দিলে
কেনবা আজ আমাকে মিথ্যে অভিনয় করতে হয়
ভালোবাসা নাকি ফিকে ছিল তোমার নাকের ঢগায়
রেললাইনে আমার হাতের আঙ্গুলের ফাঁকে তোমার আঙ্গুল
আজ সেই পথে সেই হাতের আঙ্গগুলের ফাঁকে গাঁজার আটি। 
আমি আছি কই আছি ভয় লাগে তবু তুমি হারাবে
ঘুড়ি হয়ে উড়েছো আকাশের চিল গাঙ্গে ডুবে গাঙ্গচিল
আমারে খুঁজে কে সে, আশাটাও বেঈমানী করে চলে যাই
কে তুমি আমারে চাও তবে আমি কারে ছেয়েছিলাম? 
 
দারুর বতলে সাজানো ঘর দেখে চোখে লাগতো নেশা
আজ তুমি দুচোখের নেশা দারুতে হইনারে নেশা
এতদিন বাদে আমারে সেই পুরনো পথের টান
সাদাকালো অন্য কোনো তোমাতে ভিড়ায়।
তোমার প্রেমেতে অন্ধ চক্ষু আজ তোমারে চিনেনা
সে তুমি আমারে পথ চিনাও পথে চিনেনা তোমারে
জনম ধরে অভিনয় বুঝেছি আজ করেছি 
কাল আবার সকাল হয়ে আন্ধারে মিলাই
দিনে রাইতে আলাদা হয় কালের হিসাব কষে
সেই জগতটাই এইজগতের সাথে অভিনয় করে। 
 ৫ টি
    	৫ টি    	 +০/-০
    	+০/-০  ১৩ ই জুলাই, ২০১৮  দুপুর ১২:১৫
১৩ ই জুলাই, ২০১৮  দুপুর ১২:১৫
অজানা তীর্থ বলেছেন: অনেক ধন্যবাদ সনেট কবি মন্তব্যের জন্য। আপনার জন্যেও শুভ কামনা রইলো।
২|  ১৩ ই জুলাই, ২০১৮  দুপুর ১২:০১
১৩ ই জুলাই, ২০১৮  দুপুর ১২:০১
রাজীব নুর বলেছেন: চারদিকে খালি হিংস্র জানোয়ার।শুধু মানুষের মুখোশ পরা!!!
  ১৩ ই জুলাই, ২০১৮  দুপুর ১২:২০
১৩ ই জুলাই, ২০১৮  দুপুর ১২:২০
অজানা তীর্থ বলেছেন: রাজীবদা মুখোশের ভিতরে মুখোশ, এই পুরো দুনিয়াটা মুখোশ পরা লোকের অভিনয় এ ভরে গেছে।
৩|  ১৩ ই জুলাই, ২০১৮  রাত ৮:১১
১৩ ই জুলাই, ২০১৮  রাত ৮:১১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১| ১৩ ই জুলাই, ২০১৮  সকাল ১১:৪৪
১৩ ই জুলাই, ২০১৮  সকাল ১১:৪৪
সনেট কবি বলেছেন: কবিতা ভাল হয়েছে।