|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 অজানা তীর্থ
অজানা তীর্থ
	আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
 
 
নিজেকে কারাগারের বন্ধী হিসেবে
অনেক আগেই বন্ধী করে রেখেছিলাম।  
কারণ- দন্ডপ্রাপ্ত কয়েদীর খেতাব 
মিলে কিছু দুঃসাহসী কর্মে। 
দশের মত যৌবন পিপাসু হতে চায়নি, 
শধু একান্ত নিভৃতে তোমাকে 
নিজের মত চেয়েছিলাম।      [ ইচ্ছে ]
যৌনতা দমিয়ে রেখে টোল পরা গালের 
হাসিটাকে চুমু দিয়ে ধরে রাখার সখ আর 
অনন্ত ইচ্ছের আনাছে কানাচে শুধু তুমি 
ছেয়ে আছ বলে নিজের প্রিয়তে তবপ্রিয়কে 
একমহূর্তের জন্যেও আলাদা করিনি কভু। [ স্ব-বিরোধিতা ]
ওনার লীলাতো তোমাতে আমাতে, 
দুজানাতে মিশে যখন দুটি কায়া একাকার, 
হইতো ললাটে ছিলোনা সেইদিন। 
সেদিন আমি বোধ শক্তি খোয়ে ফেলেছিলাম, 
একই বিছানা তখন শুধু দুটি কায়ার 
রিক্ততার লীলাভূমি ছিল মাত্র।    [ পরিণতি ] 
অনন্ত পতনের আহ্লাদ এমনই হয় 
বুঝতে বাকি ছিলনা এই মদনের।  
ইচ্ছে ছিল হিংস্র বাঘের মত তোমার 
রক্তের পিপাসু হবো, অমৃতগরল তব  
অধরের জল মোহার কায়া শুধু এক বার 
তুমি নামের সমুদ্রে ভেলায় ভাসতে চাই।   [ দশা ] 
ফিরিয়ে দিয়েছিলে কেন? মর্দানি ছিলনা বলে? 
নাকি তব তনুর জ্বালা মিটেনি বলে? 
নাকি ভালোবাসাটা ত্যাগের ছিলো, 
ভোগের ছিলোনা বলে!  আমি বিশ্লেষক নয়, 
প্রশ্ন ব্যাতীত আমার সুদানোর নেই কিছু। 
উত্তরের খোঁজে যে আমি যাযাবর, 
দিশেহারা পথিক, তবে আজ কেন বলে উঠো 
"আমরা কি আগের মত শুরু করতে পারি না?" 
বাকরুদ্ধ জবান তবুও শুধাইতে ইচ্ছে করে 
"না আমি না তুমি আমরা ছিলাম কবে?"  [ শুধানো ]
 ৯ টি
    	৯ টি    	 +১/-০
    	+১/-০  ১৭ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:২৮
১৭ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:২৮
অজানা তীর্থ বলেছেন: পরাজিত হয়েও আমরাই সফল হই দাদা।
২|  ১৭ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৩১
১৭ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৩১
মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার লিখেছেন ।
  ১৭ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৩০
১৭ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৩০
অজানা তীর্থ বলেছেন: দাদা ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্যে, শুভকামনা রইলো আপনার প্রতি।
৩|  ১৭ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১:৪০
১৭ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১:৪০
কিরমানী লিটন বলেছেন: ভালো লাগা রেখে গেলাম। অনেক শুভকামনা ...।
  ১৭ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৩৩
১৭ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৩৩
অজানা তীর্থ বলেছেন: দাদা ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্যে, শুভকামনা রইলো আপনার জন্যে। আপনাদের অনুপ্রেরণাই আমার লিখনি শক্তি।
৪|  ১৭ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৪:০৯
১৭ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৪:০৯
বিজন রয় বলেছেন: অসাম!
  ১৭ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৩৩
১৭ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৩৩
অজানা তীর্থ বলেছেন: দাদা ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্যে, শুভকামনা রইলো আপনার জন্যে। আপনাদের অনুপ্রেরণাই আমার লিখনি শক্তি।
৫|  ১৭ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৩৭
১৭ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৩৭
বিজন রয় বলেছেন: কবিতাটি আসলেই আমার ভাল লেগেছে। বিশেষ করে উপস্থাপনা।
অরো অনেক কিছু আছে ভাল লাগার মতো।
উপরের একটি মুছে দিয়েন।
শুভকামনা রইল।
©somewhere in net ltd.
১| ১৭ ই অক্টোবর, ২০১৮  সকাল ৭:৫৬
১৭ ই অক্টোবর, ২০১৮  সকাল ৭:৫৬
রাজীব নুর বলেছেন: ত্যাগে ভোগে নারীর কাছে পুরুষ নিত্য পরাজিত।