নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আমি নজরুল জুয়েল, খেতে অনেক পছন্দ করি, মাঝে মাঝে টুকটাক লিখতে ভালোবাসি, বর্ষাকাল আমার অনেক পছন্দ, এবং কফির দারুণ ভক্ত...\"

অজানা তীর্থ

আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।

অজানা তীর্থ › বিস্তারিত পোস্টঃ

আয়নার বন্দিনী

৩০ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:০৯

অনেক হাঁপিয়ে গেছি, বুঝে ও না বুঝার তপস্বী তুই
হয় আমি না হয় তুই, হইতো দুজনেই ধুঁকে মরছি।
লাইব্রেরির হাজার বইয়ের লক্ষ পাতায় জুড়ে তুই,
তোকে ঘিরে চোখের নিশানা, মাথা কভু হয়না উঁচু;
আড় চোখে তাকানোর ঠিক মহূর্তে দেখবি সামনে
বসে থাকা কত্ত ভালো ছাত্র, জানি তোর মাথা হবে হেট।

ঐ যে তোর প্রাক্তন ছিলো নাকি বিচক্ষণ বোকা আমি
কই যাবো বল, এই না তাড়িয়ে দিলি, ফিরিয়ে দিলি;
সেই তোরি ডাকে আবার পিছনে ফিরি, তুই যে আমার
পথ ভুলানোর মস্ত কারিগর, তাইতো আবার ফিরে আসি।

তোর খারাপ লাগা জানিস আমার মনখারাপের অজুহাত;
ঔষধ আনতে হবেনা দেরি, কপালে হাত এই বুঝি হল জ্বর
আরেকটু ছুঁয়ে দেখার কৌশল; আর বেলা শেষে দুই রাকাত
নফল নামাজ, তুলি দুই হাত করি মোনাযাত-“হে মোর খোদা
তুমি তারে সর্বদা খুশি রেখো, এই ভাবে তার পাশে রেখো।”

একবার এই মনের কথাগুলো যদি আন্দাজ করতি;
কাকন পড়া হাত বাড়িয়ে যদি চলতি হাতে হাত রেখে;
আলতা রাঙ্গা পায়ে পা মিলিয়ে যদি আসতি আমার শহরে;
আর কতকাল ঘোলাটে আয়নার বন্দিনী হয়ে রইবে তোর চোখ,
ক্ষণিকের জন্যে যদি বুঝতি এই এগিয়ে চলার নামই জীবন।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৭

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
সুন্দর কবিতা
মনোমুগ্ধকর।

৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩০

অজানা তীর্থ বলেছেন: দাদা শুভ বিকেল, লাইফে এমন কিছু ঘটনা থাকে যা আসলেও এমন কিছু ইচ্ছের প্রকাশ ঘটায়। আরো কিছু লিখার প্রত্যয়ে এগুচ্ছি পাশে থাকবেন।

২| ৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর কাব্যিক চিন্তা। মনোমুগ্ধকর

৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩২

অজানা তীর্থ বলেছেন: মামুন ভাই আপনার লিখাও পড়েছি, আপনার লিখাগুলো ও অনেক প্রাণবন্ত। সাধুবাদ জানানোর জন্যে ধন্যবাদ।

৩| ৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৪

আকিব হাসান জাভেদ বলেছেন: কবিতা প্রথম ভাবনার লাইনগুলো তে ভাব আর শেষের লাইনগুলো ছিলো কিছু আবেগ । সুন্দর কবিতা । ভালো লাগলো ।

৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৫

অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ আকিব দাদা। একদম মনের কথাগুলো তুলে ধরেছেন ।

৪| ৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৭

খায়রুল আহসান বলেছেন: ভালবাসার কবিতা, ভাল লেগেছে।

৫| ৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৭

অজানা তীর্থ বলেছেন: ভাইয়া আপনার জন্যেও ভালোবাসার শুভেচ্ছা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.