![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
অনেক হাঁপিয়ে গেছি, বুঝে ও না বুঝার তপস্বী তুই
হয় আমি না হয় তুই, হইতো দুজনেই ধুঁকে মরছি।
লাইব্রেরির হাজার বইয়ের লক্ষ পাতায় জুড়ে তুই,
তোকে ঘিরে চোখের নিশানা, মাথা কভু হয়না উঁচু;
আড় চোখে তাকানোর ঠিক মহূর্তে দেখবি সামনে
বসে থাকা কত্ত ভালো ছাত্র, জানি তোর মাথা হবে হেট।
ঐ যে তোর প্রাক্তন ছিলো নাকি বিচক্ষণ বোকা আমি
কই যাবো বল, এই না তাড়িয়ে দিলি, ফিরিয়ে দিলি;
সেই তোরি ডাকে আবার পিছনে ফিরি, তুই যে আমার
পথ ভুলানোর মস্ত কারিগর, তাইতো আবার ফিরে আসি।
তোর খারাপ লাগা জানিস আমার মনখারাপের অজুহাত;
ঔষধ আনতে হবেনা দেরি, কপালে হাত এই বুঝি হল জ্বর
আরেকটু ছুঁয়ে দেখার কৌশল; আর বেলা শেষে দুই রাকাত
নফল নামাজ, তুলি দুই হাত করি মোনাযাত-“হে মোর খোদা
তুমি তারে সর্বদা খুশি রেখো, এই ভাবে তার পাশে রেখো।”
একবার এই মনের কথাগুলো যদি আন্দাজ করতি;
কাকন পড়া হাত বাড়িয়ে যদি চলতি হাতে হাত রেখে;
আলতা রাঙ্গা পায়ে পা মিলিয়ে যদি আসতি আমার শহরে;
আর কতকাল ঘোলাটে আয়নার বন্দিনী হয়ে রইবে তোর চোখ,
ক্ষণিকের জন্যে যদি বুঝতি এই এগিয়ে চলার নামই জীবন।
৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩০
অজানা তীর্থ বলেছেন: দাদা শুভ বিকেল, লাইফে এমন কিছু ঘটনা থাকে যা আসলেও এমন কিছু ইচ্ছের প্রকাশ ঘটায়। আরো কিছু লিখার প্রত্যয়ে এগুচ্ছি পাশে থাকবেন।
২| ৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর কাব্যিক চিন্তা। মনোমুগ্ধকর
৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩২
অজানা তীর্থ বলেছেন: মামুন ভাই আপনার লিখাও পড়েছি, আপনার লিখাগুলো ও অনেক প্রাণবন্ত। সাধুবাদ জানানোর জন্যে ধন্যবাদ।
৩| ৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৪
আকিব হাসান জাভেদ বলেছেন: কবিতা প্রথম ভাবনার লাইনগুলো তে ভাব আর শেষের লাইনগুলো ছিলো কিছু আবেগ । সুন্দর কবিতা । ভালো লাগলো ।
৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৫
অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ আকিব দাদা। একদম মনের কথাগুলো তুলে ধরেছেন ।
৪| ৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৭
খায়রুল আহসান বলেছেন: ভালবাসার কবিতা, ভাল লেগেছে।
৫| ৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৭
অজানা তীর্থ বলেছেন: ভাইয়া আপনার জন্যেও ভালোবাসার শুভেচ্ছা রইলো।
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৭
রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
সুন্দর কবিতা
মনোমুগ্ধকর।