|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 অজানা তীর্থ
অজানা তীর্থ
	আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
বাবুমশাই- 
কাহিনী বানাবেন, শুনার ইচ্ছে আছে কী?
চাইলে ধলা দস্তাবেজে নিজের নামে
মাটির জমির জমিদার বনে যান। 
চিরদিনের জন্যে সপে দিবো আপনাকে,
আর যেন কোনো দাগ না মুছে।
ভাবছি কোথায় নেই চিহ্ন!
প্রতিটা চিহ্ন এক একটা কাহিনী।
কোন চিহ্ন দিয়ে শুরু করবেন?
চিহ্নের উপরে চিহ্ন বয়ে চলেছে, 
কোথাকার অন্ত কোথাকার আদি
বুঝে উঠছিনা বাবুমশাই।
বানিয়েছে ঈশ্বর সমআদলে, 
কোন আদলে বানিয়েছে মোহারে!
কোন বসনে ঢাকিবো আদল? 
যেথায় বৈষম্য আমাতে নরে, 
বৃন্ধাবনের খোরাক বালা- 
হইলো না কেন রষাধ। 
এইযে গতর মাটির জমিন, 
মনের দামে বিকিয়াছি সুখের অন্বেষণে।
কোন জমিদারে চিহ্ন বসায়,
কোন খরিদ্দারে  চিহ্ন মুছে?
ছোট বেলার বন্ধু তাহার জমির খেয়াল রাখে,
আজ বেলাতে জমিন তাহার সুখের জলে ভিজে।
 ৪ টি
    	৪ টি    	 +০/-০
    	+০/-০  ৩০ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:২৬
৩০ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:২৬
অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ দাদা ভালো থাকুন।
২|  ৩০ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:৪৯
৩০ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:৪৯
যোখার সারনায়েভ বলেছেন: সুন্দর।
  ৩০ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:২৭
৩০ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:২৭
অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ দাদা পড়ার জন্যে, ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ৩০ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:০৮
৩০ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:০৮
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।