|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 অজানা তীর্থ
অজানা তীর্থ
	আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
ছোট বেলার যেমন খুশি তেমন সাঁজ
কেউ হয়েছে গাঁয়ের বধু, কেউবা মাদার তেরেসা।  
যৌবন বেলায় এই কোন সাঁজে সাঁজ কন্যা তুমি,
ছোট্ট বেলার খেলার সাথির কৌতুহলের দৃষ্টি
আজ বেলাতে হারিয়ে যায় কামের অভিসারে। 
দেহ মন্দীরের আর্চনা করে যে মানবী ঈশ্বরের অনুগ্রহে,
কোন কামের পূজারীর অনুগ্রহে ফুটিয়েছ নগ্নতার শৈলী! 
আজো মনে পড়ে হাতে নিয়ে পুরষ্কার, জান ছিলনা
ধন্যবাদ জ্ঞাপনের সামান্য শিষ্টাচার আর সৌজন্যতা, 
আর ছিলো অধরের অট্টহাসি লজ্জায় রাঙ্গা মুখ। 
“ঐ বক্ষযুগল...” আকার-আকৃতিতে মুখর চারিপাশ; 
আজ তুমি বলতে শিখেছ, সৌজন্যতা শিখেছ ,তবে 
বাকপটুতায় আজিকার বধনে ছিলনা লজ্জার ছাপ।
সেহেলির পুতুল, পড়নে ছিলনা জামা,  
সখী তাহার কান্নায় সিক্ত, সে দিবেনা পুতলা বিয়ে;
“পুতুলের গায়ে কাপড় কম, হবেনা পুতুল বিয়ে।”
এইকালেতে “সখী পুতুল” অঙ্গে তাহার যৌবন লিলা;
হাজার পুতলা একসারিতে কেউতো করেনা মানা,
নিজের পুতলা নিজে বানাই, মা-বাপেতে সুধায় কে;
এই জামানা উলটে গেছে পুতল বানায় পুতলার নাচ।
 ১ টি
    	১ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.
১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:৫৬
০১ লা ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:৫৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।