নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আমি নজরুল জুয়েল, খেতে অনেক পছন্দ করি, মাঝে মাঝে টুকটাক লিখতে ভালোবাসি, বর্ষাকাল আমার অনেক পছন্দ, এবং কফির দারুণ ভক্ত...\"

অজানা তীর্থ

আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।

অজানা তীর্থ › বিস্তারিত পোস্টঃ

কহিও তাহারে

০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ২:২৯


খুব অবাক লাগে ক্ষণে ক্ষণে অকারণে
ঘরের পানে আর ফিরিতে নাহি দেয়
কোন সে ছায়া এই কোন মায়ার জড়তা!

ভুল করে ভুল জেনেও জ্বর গায়ে বৃষ্টি স্নান
কথা বলা ময়নার মত ঝাল খেয়েও মূক হয়ে
খোয়া যাওয়ার বেদনা বুকে পুষে মরে কন্যা।

হয়তো ফুরিয়ে গেছি মোম গলা
হয়ে গেছি নিকষ কালো আধার
বরফ গলা জলে ভাসাবো শেষ ভস্ম
তুমি ভেবনা যাবোনা আমি তব তীরে।

ভালো থেকো প্রিয় আমি শুধু রইবো তাহা
যাহা তুমি না জেনেও ভালোবেসে ছিলে,
কহিও তাহারে যাহারে তুমি ভালোবেসেছিলে
মরিবার তরে তোমারে করিব ঋণ মুক্ত।
ছবিঃ গুগল

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৭:৫০

সাদা মনের মানুষ বলেছেন: মন খারাপ করা কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম।

০৬ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১০

অজানা তীর্থ বলেছেন: দাদা “সাদা মনের মানুষ” আমিও চাইনি আপনার মন খারাপ হোক, যদিও আপনি সাদা মনের মানুষ। আন্তরিক শুভেচ্ছা রইলো আপনার প্রতি।

২| ০৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৭

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

০৬ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১৪

অজানা তীর্থ বলেছেন: আরেক জন হলো দাদা “রাজীব নুর” বলা যায় আমার লেখার প্রেরণার অন্যতম একজন। আবারো ধন্যবাদ দাদাকে পাশে থাকার জন্যে।

৩| ০৬ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার কবিতা !!

০৬ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১৬

অজানা তীর্থ বলেছেন: চমৎকার কিছু তখন ই মাথায় আসে যখন মনে পড়ে আপনি হলেন সেই চমৎকারের গুরু। অনেক ভালো লাগলো ভাইয়া আর ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্যে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.