![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
পায়ের ধুলোয় নতুন পথে চলতে গিয়ে,
ভুলে গেছ হাতে হাত রেখে চলার কথা;
মুছে গেছে তোমার আমার পায়ের ছাপ।
রাতের আকাশের অগণিত তারার ভীড়ে
উড়িয়েছিলাম দু'জনার কত সপ্নের ঘুড়ি;
মনের অলিন্দে জেগেছিল কত প্রেম,
ছিল কতশত অভিলাষ দু'জনার নয়নে।
করেছিলে পণ, হয়েছিলে স্বপ্ন সঞ্চারিনী
আজ আমার আকাশের বৃষ্টির বর্ষণে
তোমার মন ভিজেনা,নাহি ভিজে কায়া;
দিন শেষে শুধু অতীত পড়ে রয় রোমন্থনে।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:৫৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।