নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আমি নজরুল জুয়েল, খেতে অনেক পছন্দ করি, মাঝে মাঝে টুকটাক লিখতে ভালোবাসি, বর্ষাকাল আমার অনেক পছন্দ, এবং কফির দারুণ ভক্ত...\"

অজানা তীর্থ

আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।

অজানা তীর্থ › বিস্তারিত পোস্টঃ

রুপকথা

১১ ই মে, ২০১৯ বিকাল ৪:০৪

এই মিথ্যেকে ভালোবেসেছি সত্যি,
যে ভালোবাসে মিথ্যেরে
তারে ভালোবেসেছি, যে ছিল ছলনা।
বুঝিনি ললনা এক প্রেমেই জনম সার্থক
আকাশে মেঘ নেই তাতে কী, বৃষ্টি ঝরে
যে চোখে তাতে ধুয়ে যায়না তোমার স্মৃতি।
সব মিথ্যে সত্যি হয়ে যায় তবে সত্যি বলতে,
রুপকথার কাহিনী আর এক যে ছিল রাজা।

আশা গেলো চলে, স্বপ্ন গেলো মুছে;
সব তারাদের ভীড়ে অগণিত সুখতারা তুমি,
তবে একটি সুখতারা কী ঐ আকাশে ছিলনা?
যে ছিলো মনের আকাশে এক কোণে
সকাল সন্ধ্যাতে ।
সব মিথ্যে সত্যি হয়ে যায় তবে সত্যি বলতে,
রুপকথার কাহিনী আর এক যে ছিল রাজা।

বলতে শিখেছ ,আমিও শুনতে শিখেছি ।
আমি কেন বাধা হয়ে আসি তোমার পথে,
মিছে তোমাতে ভিড়ি আবার হারিয়ে যায়।
সব মিথ্যে সত্যি হয়ে যায় তবে সত্যি বলতে,
রুপকথার কাহিনী আর এক যে ছিল রাজা।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

জুন বলেছেন: ভালোলাগা রইলো রূপকথার কবিতায়।
+

১১ ই মে, ২০১৯ রাত ৯:০৪

অজানা তীর্থ বলেছেন: মোটিবেটেড করার জন্যে অসংখ্য ধন্যবাদ জুন আপনাকে।

২| ১১ ই মে, ২০১৯ রাত ৯:১১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১১ ই মে, ২০১৯ রাত ১১:৫৪

অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ দাদা সর্বদা সাথে থাকার জন্যে।

৩| ১২ ই মে, ২০১৯ রাত ২:০০

মেঘ প্রিয় বালক বলেছেন: বাহ,ডুবে গেলাম কবির কবিতায়।

১২ ই মে, ২০১৯ দুপুর ১২:৫১

অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ দাদা অনেক সুন্দর কমেন্ট এর জন্যে। সাথে থাকুন আর সাতার ও শিখে নিতে হবে।

৪| ১২ ই মে, ২০১৯ সকাল ১০:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে গল্প কবিতা

১২ ই মে, ২০১৯ দুপুর ১২:৫৩

অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ ছবি দিদি পড়ার জন্যে। গল্প লিখতে পারলে হইতো ভালো হতো তাও ভালো গল্প কবিতাতো লিখেছি।

৫| ১২ ই মে, ২০১৯ রাত ১১:১৬

মাহমুদুর রহমান বলেছেন: ভালো লেগেছে রুপ কথার কাহিনী।

১৩ ই মে, ২০১৯ রাত ১২:৫৮

অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ দাদা রুপকথার কাহিনী পড়ার জন্যে & সাথে থাকার জন্যে।

৬| ১৩ ই মে, ২০১৯ রাত ১:১৮

পদাতিক চৌধুরি বলেছেন: বাহ! বেশ সুন্দর লাগলো। চমৎকার রূপকথার কাহিনী।++
পোস্টে চতুর্থ লাইক।

অনিঃশেষ শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন।

১৩ ই মে, ২০১৯ রাত ৩:২০

অজানা তীর্থ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনার পদধুলোতে রূপকথাকে আশির্বাদ দেয়ার জন্যে। অনিঃশেষ শুভেচ্ছা ও ভালোবাসা দুটোই নিয়েছি। আপনার প্রতিও রইলো অনিঃশেষ শুভেচ্ছা ও ভালোবাসা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.