|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 অজানা তীর্থ
অজানা তীর্থ
	আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।

আমি ব্যাচেলর, টিকে থাকার ঠিকাদার;
আমি ব্যাচেলর, মনে শুধু একরাশ হাহাকার;
আমি ব্যাচেলর, সবার চোখের বালি।
হাতে আছে গাঁজা, সাথে কিছু মুড়ি ভাজা;
রোজকার সাজা, আসছে মাসের ১০ তারিখ।
আমি ব্যাচেলর ঘুমের বালাই, কেটে যায় বেলা।
এই কেমন জীবনের যুদ্ধ আশাতে হতাশা কাটে,
জগৎ এর বড় বোঝা, মাথার ঘাম পায়ে গড়ায়
আমি ব্যাচেলর, পরিবারের বড় সন্তান।
যত কর্ম সবই পারি এইতো আমার ধর্ম,
মিলেনা কর্ম, বুঝতে বাকি নেই জীবনের মর্ম;
আমি ব্যাচেলর, ছিঁড়ে জুতো ফিরে দেখা।
প্রখর রোদে নীলাকাশে উড়ে বেড়ানো চিল,
তীক্ষ্ণ চোখে খুঁজে ফেরা চাকরি নামের শিকার
যা দেখি চোখে মিলে, মিলেনা কাগজে কলমে;
আমি ব্যাচেলর, যাযাবরের মতই নির্বাসিত।
আমাতে রাজা-প্রজা, আমাতে লেনা-দেনা;
সবই বোঝার ভুল, মামা-খালু হয়না ফুল।
আমি ব্যাচেলর,যত দোষ নন্দ ঘোষ।
মাসের শুরু নায়ের গুরু, মাঝের মন মাঝি
শেষের বেলায় ভেসে ভেসে কূলে ফিরে। 
আমি ব্যাচেলর, জীবন নদীর দুকূলে ভাঙ্গন। 
ছবি গুগল
 ১৬ টি
    	১৬ টি    	 +১/-০
    	+১/-০  ২১ শে মে, ২০১৯  রাত ১০:৪৯
২১ শে মে, ২০১৯  রাত ১০:৪৯
অজানা তীর্থ বলেছেন: খুবি ভাগ্যবান মনে করছি কেউতো কবি বলেছে। ধন্যবাদ জানবেন দাদা।
২|  ২১ শে মে, ২০১৯  সকাল ৭:২৯
২১ শে মে, ২০১৯  সকাল ৭:২৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সময় সতত পরিবর্তনশীল।
  ২১ শে মে, ২০১৯  রাত ১০:৫০
২১ শে মে, ২০১৯  রাত ১০:৫০
অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ দাদা মন্তব্যের জন্যে, সময়ের পরিবর্তন খুবই দরকার জীবনে।
৩|  ২১ শে মে, ২০১৯  সকাল ১১:৩২
২১ শে মে, ২০১৯  সকাল ১১:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সময়ে সব ঠিক হয়ে যাবে
  ২১ শে মে, ২০১৯  রাত ১০:৫২
২১ শে মে, ২০১৯  রাত ১০:৫২
অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ আপু। ইনশাআল্লাহ সব ব্যাচেলর এর জীবনে সব ঠিক হয়ে যাবে একদিন।
৪|  ২১ শে মে, ২০১৯  দুপুর ১২:০৭
২১ শে মে, ২০১৯  দুপুর ১২:০৭
ইব্রাহীম আই কে বলেছেন: একবছর ধরে ব্যাচেলর লাইফ লিড করতেছি, কিন্তু গাঁজা কাকে বলে আজ অব্দি চিনলাম না!  
  ২১ শে মে, ২০১৯  রাত ১০:৫৪
২১ শে মে, ২০১৯  রাত ১০:৫৪
অজানা তীর্থ বলেছেন: হা হা...দাদা থাক ও চিনতে হবেনা। এখানে মূলত রূপক অর্থে “বিষণ্ণতার” মাত্রা বুঝাতে শব্দটি ব্যবহৃত হয়েছে।
৫|  ২১ শে মে, ২০১৯  দুপুর ১:৩০
২১ শে মে, ২০১৯  দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
  ২১ শে মে, ২০১৯  রাত ১০:৫৬
২১ শে মে, ২০১৯  রাত ১০:৫৬
অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ জানবেন দাদা, আপনাকে একখানা চিঠি দিয়েছি, উত্তরের আশায় থাকলাম।
৬|  ২১ শে মে, ২০১৯  দুপুর ১:৪৯
২১ শে মে, ২০১৯  দুপুর ১:৪৯
মেঘ প্রিয় বালক বলেছেন: আমি ব্যাচেলর। নদীর একুল ভাঙে অকুল গড়ে এইতো নদীর খেলা।
  ২১ শে মে, ২০১৯  রাত ১০:৫৭
২১ শে মে, ২০১৯  রাত ১০:৫৭
অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ জানবেন দাদা, ব্যাচেলরের ক্ষেত্রে দুকূলই ভাঙ্গে ।
৭|  ২১ শে মে, ২০১৯  দুপুর ২:৪৭
২১ শে মে, ২০১৯  দুপুর ২:৪৭
নজসু বলেছেন: 
সব কিছুই ঠিক আছে। 
হাতে গাজাটা বাদে।    
  ২১ শে মে, ২০১৯  রাত ১০:৫৯
২১ শে মে, ২০১৯  রাত ১০:৫৯
অজানা তীর্থ বলেছেন: হা হা হা...ধন্যবাদ জানবেন দাদা। কবিতার মাত্রিক রূপ বৃদ্ধিতে শব্দটি রূপক অর্থে ব্যবহার করা হয়েছে।
৮|  ২১ শে মে, ২০১৯  বিকাল ৫:০৩
২১ শে মে, ২০১৯  বিকাল ৫:০৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নতুন ধরনের কবিতা ।
  ২১ শে মে, ২০১৯  রাত ১১:০২
২১ শে মে, ২০১৯  রাত ১১:০২
অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ জানবেন ভাইয়া। সাজ্জাদ ভাইয়ের কথার সাথে তাল মিলিয়ে বলতে হচ্ছে “সময় সতত পরিবর্তনশীল”।  একটু ভিন্ন চিন্তার অবকাশ মাত্র ভাইয়া।  
৯|  ২২ শে মে, ২০১৯  বিকাল ৫:৫৮
২২ শে মে, ২০১৯  বিকাল ৫:৫৮
মাহমুদুর রহমান বলেছেন: বাস্তব কবিতা।
©somewhere in net ltd.
১| ২১ শে মে, ২০১৯  ভোর ৫:১৭
২১ শে মে, ২০১৯  ভোর ৫:১৭
পথিক প্রত্যয় বলেছেন: ব্যাচেলর কবি