![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
সব ভুলে গেছি তোর ছোঁয়াতে যা ছিলো,
সহে যায়নি কী, চোখে ভাসে তোর হাসি মুখ।
সব উজাড় করেছি, কে মুছে তোর পদ ছাপ?
হাসি, খুশি, কান্না সব কিছুতে শুধু তুই।
আমিতো আমাকে জানিনা, না চিনতে শিখেছি,
মিশে গেছিস শিরা উপ-শিরাতে, এই জীবনে।
আমি বুঝিনি, বুঝতে শিখিনি, তোকে বুঝি;
পরিবার, সমাজ, বন্ধু, স্বজন কিছুই দেখিনি
সব পরতে তুই, তুই ছাড়া সব ধোঁয়াশা।
তোর তো সবই আছে, আমার শুধু তুই,
আমি মানিনা, মানিনা কোন নিয়ম।
মরে যাব তবু যেন না ভাঙ্গে স্বপ্ন আমার,
পাগল হয়ে যাবো তবু এই অধরে তোর নাম।
আমি অনেক স্বার্থপর, তুই যে শুধু আমার।
কেন দূরে থাকব, মানবো এতো রীতিনীতি!
যেখানে তুই সেখানে আমার ভালোবাসার রশ্মি,
অদ্ভুত এই ভালোবাসার ক্ষিপ্রতা, অদ্ভুত আমি।
২৫ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬
অজানা তীর্থ বলেছেন: অবশ্যই পালটে দেই, তবে একেকজনের ধরণ এক এক রকম। ধন্যবাদ জানবেন দাদ।
২| ২৫ শে মে, ২০১৯ সকাল ৮:০২
রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।
২৫ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮
অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্যের জন্য।
৩| ২৫ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:২৫
সাকলায়েন শামিম বলেছেন: ভালো লেগেছে । সুন্দর ছিল লাইনগুলো।
২৫ শে মে, ২০১৯ রাত ৮:০৫
অজানা তীর্থ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ দাদা।
৪| ২৬ শে মে, ২০১৯ রাত ১:১৮
মুক্তা নীল বলেছেন:
ধোঁয়াশায় এরা ধোয়া হয়ে উড়ে যায়, এরা সবই পারে।
কিন্তু অদ্ভুত আমি এরা চাইলেই সব করতে পারে না। এদের ভালবাসাটা অপাত্রে পড়ে। অসাধারণ কবিতা ।
২৬ শে মে, ২০১৯ রাত ১:৩০
অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ আপু। এতো সুন্দর করে কমেন্ট করলেন, লেখার সব কিছুকে ছাপিয়ে আপনার কথাগুলো চোখে লাগছে বারংবার।
৫| ২৬ শে মে, ২০১৯ ভোর ৪:৩৬
মেঘ প্রিয় বালক বলেছেন: চমৎকার লিখেছেন ভাই।
২৭ শে মে, ২০১৯ রাত ১:১২
অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ প্রিয় মেঘ ভাই, আপনার বৃষ্টির অপেক্ষায় রইলাম।
৬| ২৬ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাহ ! তুইতো চমৎকার কবিতা লিখিস !!
২৭ শে মে, ২০১৯ রাত ১:২০
অজানা তীর্থ বলেছেন: প্রিয় ভাইয়া আমি যতগুলো লেখা লিখেছি সব আপনাকে অনুকরণের কারণে হয়েছে। ছোট বেলা থেকে আজ পর্যন্ত আপনার স্নেহে নিজেকে জড়িয়ে রেখেছি। আম্মু আর আন্টি আপনার কথা বলতো। আপনার লিখার হাত অনেক সুন্দর(মাশাল্লাহ)। আশা করি পরবর্তী বছর একটি কবিতার বই বের করবো যদি বের করা যায়। ইনশাআল্লাহ আপনাকে উৎসর্গ করবো। এই আমি অনেক আগে থেকেই মনে মনে রেখেছি।
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৯ ভোর ৪:৩৬
ইব্রাহীম আই কে বলেছেন: প্রিয়মানুষটার ছোঁয়া যে কাউকেই অনেক পালটে দেয়!