![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
রোমন্থনের শিহরণে আজো কেন তুমি?
না আমাকে ভুলতে দাও, না বাঁচতে!
কোথায় খুঁজি তোমারে?
পুরনো ক্যালেন্ডারে! মরে যাওয়া বটের তলায়!
বৃষ্টি ভেজা গৌধুলিতে! সিঁড়ির দেয়ালে!
নাকি ভেঙ্গে যাওয়া হৃদয়ের ফসিলে!
রোমন্থনের শিহরণে আজো কেন তুমি?
না আমাকে ভুলতে দাও, না বাঁচতে!
কোথায় খুঁজি তোমারে?
শুকিয়ে যাওয়া গোলাপের বিবর্ণতায়!
শীতের সকালের অস্পষ্ট কুয়াশার ছাদরে!
নাকি প্রখর রোদে ঘামসিক্ত প্রহরীর তীব্র তৃষ্ণায়!
রোমন্থনের শিহরণে আজো কেন তুমি?
না আমাকে ভুলতে দাও, না বাঁচতে!
আমার শব্দহীন অশ্রু জলে হইনা নদী,
ভেসে যাইনা শুকনো পাতায় লিখা
“আজো তোমাকে খুঁজি।”
২৭ শে মে, ২০১৯ রাত ২:২০
অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ দাদা আপনার সুন্দর মন্তব্যের জন্যে। “অনিন্দ্য সুন্দর একটি প্রেমের কবিতা”
২| ২৭ শে মে, ২০১৯ ভোর ৫:৪৩
স্বপ্নীল ফিরোজ বলেছেন:
অনেক সুন্দর। মুগ্ধতা।
২৭ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:২৪
অজানা তীর্থ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ফিরোজ ভাই। রক্তিম গোলাপের শুভেচ্ছা জানবেন।
৩| ২৭ শে মে, ২০১৯ ভোর ৬:৫১
মেঘ প্রিয় বালক বলেছেন: বাহ্,,আজো তোমাকে খুজি। কেউ যদি এমন করে আমার লিখতো,,,,আফসোস আর আক্ষেপের শেষ নেই আমার। মুগ্ধ হলাম কবি।
২৭ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:২০
অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ প্রিয় মেঘ ভাই। অপেক্ষা করুন আক্ষেপ না করে লিখবে দাদা লিখবে।
৪| ২৭ শে মে, ২০১৯ সকাল ৭:৪৪
রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো মনে হলো।
২৭ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:২২
অজানা তীর্থ বলেছেন: অসংখ্য ধন্যবাদ দাদা। ত্রুটি দূর করার উপায় জানতে ইচ্ছুক।
৫| ২৭ শে মে, ২০১৯ সকাল ১১:২৮
মুক্তা নীল বলেছেন:
খুব সুন্দর আবেগময় কবিতা, কবিতায় বেঁচে থাকুন ।
শুভকামনা রইলো ।
২৭ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:২৬
অজানা তীর্থ বলেছেন: অসংখ্য ধন্যবাদ নীল আপু। আপনার প্রতি রইলো শুভকামনা।
৬| ২৮ শে মে, ২০১৯ বিকাল ৪:৩০
ওমেরা বলেছেন: কবিতাটা সুন্দর হয়েছে । খুঁজতে থাকেন কোন সময় পেয়েও যেতে পারেন ।
২৮ শে মে, ২০১৯ রাত ১১:৫২
অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ জানবেন ওমেরা। এটি আসলে একটি কাল্পনিক কবিতা মূলত।
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৯ রাত ২:০১
ANIKAT KAMAL বলেছেন: অনিন্দ্য সুন্দর একটি প্রেমের ভালো লাগল ধন্যবাদ