|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 অজানা তীর্থ
অজানা তীর্থ
	আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
একটুকরো কালোমেঘ, বুকের গভীরে
বজ্রের মতই গর্জে উঠেছিল।
ঝড়, বৃষ্টি, তুফান সহে গিয়েছিল
মনের আকাশ।  
এই যান্ত্রিক জীবনে, হাজারো কোলাহলে, 
আমাকে শুনতে ছিল যার বারণ।   
হাসতে বারণ, মিশতে বারণ,
ছিলো শুধু বারণ বারংবার।   
আর তোমাকে আসতে হবেনা,   
এই মেঘ চলতে শিখেছে লাগামহীন। 
নিজের প্রয়োজনে, দিক-দিগান্তরে  
যেখানে তার কান্নাগুলো 
ঝরে যায় তোমার অবহেলা ভূলাতে।
সেইদিন দূরে নয়, রঙ্গের বাহার 
দূর থেকে শুধু চেয়ে দেখবে একদিন।
হয়ে থাকব অমলিন যুগ-যুগান্তরে।  
 ৮ টি
    	৮ টি    	 +১/-০
    	+১/-০  ৩০ শে মে, ২০১৯  সকাল ১০:৫১
৩০ শে মে, ২০১৯  সকাল ১০:৫১
অজানা তীর্থ বলেছেন: শেষের লাইনগুলো একটু গোছানো হলে ভালো হত।
কবিতায় ছন্দ যেমন হোক অন্তমিল রাখলে পড়তে ভালো লাগবে।
ধন্যবাদ দাদা কষ্ট করে পড়ে মন্তব্য করার জন্যে । শেষের লাইন গুলো গোছানোই আছে ধারাবাহিক ভাবে, যদি আপনি কবিতার বা লিখাগুলোর ভাবার্থ বুঝে থাকেন। আর অন্তমিল মিলিয়ে কবিতা লিখা যায়না সবসময়।  কারণ কবিতা শুধু পড়ে ভালো লাগার বিষয় না কবিতার মূলে একজন লেখক কি বুঝাতে চাই  বুঝতে হবে।এই ক্ষেত্রে কেউ হইতো একটু কম কেউবা বেশি।
২|  ৩০ শে মে, ২০১৯  সকাল ৭:১৩
৩০ শে মে, ২০১৯  সকাল ৭:১৩
রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।
  ৩০ শে মে, ২০১৯  সকাল ১০:৫৪
৩০ শে মে, ২০১৯  সকাল ১০:৫৪
অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ দাদা, ভালোবাসা নিরন্তর। 
৩|  ৩০ শে মে, ২০১৯  দুপুর ১২:৪৪
৩০ শে মে, ২০১৯  দুপুর ১২:৪৪
মেঘ প্রিয় বালক বলেছেন: বেশ সুন্দর করে গুছিয়ে বলেছেন কবিতা। চালিয়ে যান।
  ৩০ শে মে, ২০১৯  রাত ১০:০৪
৩০ শে মে, ২০১৯  রাত ১০:০৪
অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ দাদা, ভালোবাসা নিরন্তর। 
৪|  ৩০ শে মে, ২০১৯  বিকাল ৩:১৬
৩০ শে মে, ২০১৯  বিকাল ৩:১৬
মুক্তা নীল বলেছেন: 
এত অন্ধের মত কাউকে ভালবাসলে বা নির্ভরশীল হলে অবহেলা ছাড়া আর কিছুই পাওয়া যায় না এটাই সত্য।
ভালো লাগলো কবিতা।
  ৩০ শে মে, ২০১৯  রাত ১০:০৯
৩০ শে মে, ২০১৯  রাত ১০:০৯
অজানা তীর্থ বলেছেন: প্রিয় মুক্তা নীল আপু আমি এইসব বুঝিনা বললে ঠিক হবেনা। বুঝি, তবে বন্ধুবান্ধব বলে আমি শুনি, আর আমার মনের মত করে সাজিয়ে লিখি। ধন্যবাদ কবিতা পড়নে।
©somewhere in net ltd.
১| ৩০ শে মে, ২০১৯  ভোর ৬:৪৭
৩০ শে মে, ২০১৯  ভোর ৬:৪৭
ল বলেছেন: মেঘগুলি কান্না হয়ে ঝরে ----
শুভ কামনা নিরন্তর।।।
শেষের লাইনগুলো একটু গোছানো হলে ভালো হত।।।
কবিতায় ছন্দ যেমন হোক অন্তমিল রাখলে পড়তে ভালো লাগবে।।। ( কিছু মনে করিবেন না)