|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 অজানা তীর্থ
অজানা তীর্থ
	আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
তোমায় ভুলিনি আমি, 
সময়গুলো কাটছে বিষন্নতায়,
রোজ খেলছে কানামাছি। 
শুধু ভুলে যায়-
তোমার হৃদয়ের বন্দরে 
নোংগর ছিল আমার।
তোমায় ভুলিনি আমি,
সময়গুলো চলছে প্লবগের মতই। 
জাগরণের ঘন্টায় অসাড় আমি,
শুধু ভুলে যায়-
তোমার সবকিছুতে ছুঁয়ে 
ছিল স্বার্থের অনুসন্ধিৎসা, 
মানুষ মাত্রই আত্মকেন্দ্রীক,
মানুষ মাত্রই বর্ণচোরা।
তোমায় ভুলিনি আমি, 
সময়গুলো অনির্বচনীয়,
বদলে যায় অজ্ঞাতসারে।
শুধু ভুলে যায়-
তুমি ছিলে একরাশ সপ্ন
ঘুম ভাঙ্গলে যাকে আর 
ফিরে পাওয়া যায়না। 
 ৬ টি
    	৬ টি    	 +০/-০
    	+০/-০  ০২ রা জুন, ২০১৯  বিকাল ৫:০৩
০২ রা জুন, ২০১৯  বিকাল ৫:০৩
অজানা তীর্থ বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।
২|  ০১ লা জুন, ২০১৯  দুপুর ১:৪৩
০১ লা জুন, ২০১৯  দুপুর ১:৪৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
  ০২ রা জুন, ২০১৯  বিকাল ৫:০০
০২ রা জুন, ২০১৯  বিকাল ৫:০০
অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ।
৩|  ০১ লা জুন, ২০১৯  রাত ১১:১৬
০১ লা জুন, ২০১৯  রাত ১১:১৬
মেঘ প্রিয় বালক বলেছেন: অনেক কিছু মনে করিয়ে দিলেন।
  ০২ রা জুন, ২০১৯  বিকাল ৪:৫৮
০২ রা জুন, ২০১৯  বিকাল ৪:৫৮
অজানা তীর্থ বলেছেন: জেনে ভালো লাগলো, আপনার স্মৃতির সাথে আমার কবিতার মিল আছে বলে। ভালোবাসা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ০১ লা জুন, ২০১৯  সকাল ১০:১৩
০১ লা জুন, ২০১৯  সকাল ১০:১৩
shamny khan বলেছেন: জী, হয়তোবা আমরা সবাই নিখুঁত অভিনেতা। ভালো লিখেছেন।