নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আমি নজরুল জুয়েল, খেতে অনেক পছন্দ করি, মাঝে মাঝে টুকটাক লিখতে ভালোবাসি, বর্ষাকাল আমার অনেক পছন্দ, এবং কফির দারুণ ভক্ত...\"

অজানা তীর্থ

আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।

অজানা তীর্থ › বিস্তারিত পোস্টঃ

প্রলাপ

০১ লা জুন, ২০১৯ সকাল ৭:৫৮

তোমায় ভুলিনি আমি,
সময়গুলো কাটছে বিষন্নতায়,
রোজ খেলছে কানামাছি।

শুধু ভুলে যায়-
তোমার হৃদয়ের বন্দরে
নোংগর ছিল আমার।

তোমায় ভুলিনি আমি,
সময়গুলো চলছে প্লবগের মতই।
জাগরণের ঘন্টায় অসাড় আমি,

শুধু ভুলে যায়-
তোমার সবকিছুতে ছুঁয়ে
ছিল স্বার্থের অনুসন্ধিৎসা,
মানুষ মাত্রই আত্মকেন্দ্রীক,
মানুষ মাত্রই বর্ণচোরা।

তোমায় ভুলিনি আমি,
সময়গুলো অনির্বচনীয়,
বদলে যায় অজ্ঞাতসারে।

শুধু ভুলে যায়-
তুমি ছিলে একরাশ সপ্ন
ঘুম ভাঙ্গলে যাকে আর
ফিরে পাওয়া যায়না।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৯ সকাল ১০:১৩

shamny khan বলেছেন: জী, হয়তোবা আমরা সবাই নিখুঁত অভিনেতা। ভালো লিখেছেন।

০২ রা জুন, ২০১৯ বিকাল ৫:০৩

অজানা তীর্থ বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

২| ০১ লা জুন, ২০১৯ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০২ রা জুন, ২০১৯ বিকাল ৫:০০

অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ।

৩| ০১ লা জুন, ২০১৯ রাত ১১:১৬

মেঘ প্রিয় বালক বলেছেন: অনেক কিছু মনে করিয়ে দিলেন।

০২ রা জুন, ২০১৯ বিকাল ৪:৫৮

অজানা তীর্থ বলেছেন: জেনে ভালো লাগলো, আপনার স্মৃতির সাথে আমার কবিতার মিল আছে বলে। ভালোবাসা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.