|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 অজানা তীর্থ
অজানা তীর্থ
	আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
তিথি অনুরোধ তোমাতে-
ফিরাও সুদূর অতীতে,
আবার ভীড়ি তাঁহাতে।
সমীরণ অনুরোধ তোমাতে-
ফিরাও সেই শরীরী গন্ধ,
প্রশ্বাসে মিশায় তাঁহাকে।
আশা অনুরোধ তোমাতে-
জাগ্রত কর সেই স্বপ্ন,
ফিরবো আবার তাঁহাতে।
আলো অনুরোধ তোমাতে-
মুছে দাও এই আধার,
দেখবো আবার তাঁহারে।
ধ্বনি অনুরোধ তোমাতে-
ফিরাও সেই স্বর,
শুনাও আবার তাঁহারে।
মৃত্তিকা অনুরোধ তোমাতে-
নিয়ে চলো সেই পথে,
খুঁজবো আবার তাঁহারে।
 ৮ টি
    	৮ টি    	 +১/-০
    	+১/-০  ০৪ ঠা জুন, ২০১৯  বিকাল ৪:০৬
০৪ ঠা জুন, ২০১৯  বিকাল ৪:০৬
অজানা তীর্থ বলেছেন: অসংখ্য ধন্যবাদ নীল আপনাকে সুন্দর মন্তব্যের জন্যে। ভালোবাসা নিরন্তর।
২|  ০৪ ঠা জুন, ২০১৯  দুপুর ১২:৩৩
০৪ ঠা জুন, ২০১৯  দুপুর ১২:৩৩
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। +।
  ০৪ ঠা জুন, ২০১৯  বিকাল ৪:০৮
০৪ ঠা জুন, ২০১৯  বিকাল ৪:০৮
অজানা তীর্থ বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুমন ভাই আপনাকে, শুভেচ্ছা জানবেন।
৩|  ০৪ ঠা জুন, ২০১৯  দুপুর ১২:৪২
০৪ ঠা জুন, ২০১৯  দুপুর ১২:৪২
রাজীব নুর বলেছেন: কবিতা আসলে আবেগের খেলা। 
  ০৪ ঠা জুন, ২০১৯  বিকাল ৪:০৯
০৪ ঠা জুন, ২০১৯  বিকাল ৪:০৯
অজানা তীর্থ বলেছেন: হুম দাদা সত্যি বলেছেন, ধন্যবাদ জানবেন।
৪|  ০৫ ই জুন, ২০১৯  রাত ১২:৪০
০৫ ই জুন, ২০১৯  রাত ১২:৪০
মেঘ প্রিয় বালক বলেছেন: আফসোস থেকে যায়,ইস,যদি এমন হতো?
  ০৫ ই জুন, ২০১৯  দুপুর ২:৫৭
০৫ ই জুন, ২০১৯  দুপুর ২:৫৭
অজানা তীর্থ বলেছেন: আহা!
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুন, ২০১৯  দুপুর ১২:১৩
০৪ ঠা জুন, ২০১৯  দুপুর ১২:১৩
মুক্তা নীল বলেছেন:
অনুরোধের মূল্যায়ন করতে জানে সত্যিই তো তাকে অনুরোধ করতে দোষ কি !!
সুন্দর কবিতা ও অনুরোধের আহবানে ভালো লাগা রইলো ।