![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
ওগো মেঘ করনা বাহানা,
থেকোনা গম্ভীর, গোমড়া বদনে।
ঝরে যাও আপন রাগিণীতে,
ছন্দে ছন্দে বেজে উঠো ধরণীতে,
মাতিয়ে তুলো তাঁহার হিয়ারে।
রুক্ষ মলিন বদন তাঁহার,
আমার লাগে ভীষণ খারাপ।
দেখিব তাঁহারে দাওনা ফুঁটিতে
নব বধু সাঁজে নীলাবতী আমার,
আসবে যে, কদম-কেয়া-কলাবতী।
ওগো মেঘ করনা বাহানা,
থেকোনা গম্ভীর, গোমড়া বদনে।
এই নহে সাধনা, রাখো পুষে যাতনা
ঝিরি ঝিরি আওয়াজে ঝরে যাও
আলাপে, জেগে উঠো প্রাণেতে।
২| ১২ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:১৪
রাজীব নুর বলেছেন: আজ আকাশের মেঘ দেখেই এই কবিতার জন্ম নিশ্চয়ই।
৩| ১২ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:২৪
ইসিয়াক বলেছেন: বৃষ্টি র সময় লেখা নিশ্চয় ।সুন্দর
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:০০
মাহমুদুর রহমান বলেছেন: বাহিরে বেশ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে কবিতা বেশ উপভোগ্য।