|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 অজানা তীর্থ
অজানা তীর্থ
	আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
 
 
যে দিনগুলো গেছে, পিছনে ফিরে দেখি রোজ বারংবার
সেই সময়গুলো কি আর ফিরে আসে! হয়তো দেখবে
পড়ে আছে, সেই পুরনো ডায়েরির অলিতে গলিতে।  
“হাতে হাত রেখে চলা সেই পথগুলো, মজেছিলুম 
হৃদয়ের কত না বলা কথায়। সেই সব মনের কথা
কেমনে ভুলি! নাকি ভয় হচ্ছে ভুলে যাবো?” 
হয়তো দেখবে সেই ডায়েরির কোনো এক কোণে, 
রক্তে লিখা সেই প্রিয় নাম আর পড়ে থাকা শুকনো 
গোলাপ গুচ্ছে-“আজো তোমার সেই হাসির সুরে,
মেঘেরা ছুটে চলেছে হৃদয়ের বন্দরে, আর সেই
সুরে ঝিরি ঝিরি শব্দে বৃষ্টিগুলো আজো ঝরে।”
আজকের বর্তমান যখন অতীত হবে হয়তো 
দেখবে সেই ডায়েরির শেষের পাতায় লিখা-
“হৃদয়ের মরুকরণে তোমাকে আবার বৃষ্টি হয়ে 
ফিরে পেতে চাই, আবার ফিরে আসবে আমাতে 
তুমি, ভালোবাসবে আগের মতই শুধু। চুপ করে 
মুখ বুঝে কিছু কথা শুনে থাকি, তবুও বলতে 
ইচ্ছে হয় চোখের ভাষায়-আজো আগের মতই 
ভালোবাসি, বড্ড বেশি ভালবাসি।”
ছবি-সংগৃহীত
 ১ টি
    	১ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.
১| ১৫ ই আগস্ট, ২০১৯  বিকাল ৩:৩১
১৫ ই আগস্ট, ২০১৯  বিকাল ৩:৩১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।