![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
তোমার কি মনে পড়েনা
আমাদের প্রথম প্রেমে-
ভালোবাসার আকাশ ছিল সুনীল,
হৃদয়ের রঙ গুলো ছিল রঙ্গিন।
ঠোঁটের কার্নিসে জমে থাকতো
দু’জনার হৃদয়ের না বলা কথাগুলো।
দু’চোখের চাহনিতে থাকতো
মুখে না বলা ভাষাগুলো।
তোমার কি মনে পড়েনা
আমাদের প্রথম প্রেমে-
নাকের রন্ধ্রে ছিল কিছু চেনা গন্ধ,
গায়ের ঘামে ছিল কিছু মিশ্র জল।
কানে বাজতো কিছু চেনা সুরের ঝঙ্কার,
গলার স্বরে থাকতো কিছু কথার আভাস।
কথার প্রতিটি পরতে ছিল একটি জবান
“আমি শুধু তোমার, তুমি শুধু আমার।”
তবে আজ কেন তুমি নেই!
আজ শুধু আমার মনে পড়ে-
স্মৃতিগুলো ছিল অনেক মধুর
কষ্টগুলো ছিল অনেক ব্যাথাতুর ।
০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ২:২৯
অজানা তীর্থ বলেছেন: আমার ব্লগে প্রথম তাই আপনার জন্যে রইলো রক্তিম শুভেচ্ছা। আহা...প্রথম প্রেম, সে কী ভুলা যায় দাদা
২| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ ভোর ৬:০১
ল বলেছেন: আলুসিদ্ধ আর প্রেমে সিদ্ধহস্ত এগুলো দিয়ে প্রথম পাতায় পরপর দুটি পোস্ট কতটুকু যৌক্তিক???
০৪ ঠা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৫
অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আমার মতে লজিকাল ,আপনার কাছে অযৌক্তিক মনে হলে উচ্চ আদালতে রিট করে এমন নিয়ম বের করুন যাতে কেউ ছড়া আর কবিতা পরপর লিখতে না পারে।
৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ৮:১৮
রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
সহজ সরল সুন্দর কবিতা।
০৪ ঠা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৬
অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ দাদা…
৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৯
মাহের ইসলাম বলেছেন: শুভ সকাল।
আমারও কবিতা লিখতে ইচ্ছে করছে।
গল্প লিখে কিছু করতে পারছি না। কবিতায় সুঁইচ করবো কিনা ভাবছি।
০৪ ঠা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৮
অজানা তীর্থ বলেছেন: শুভ সকাল দাদা। আপনাকে স্বাগতম । তবে দুটো কবিতা একসাথে লিখবেন না, ব্লগে কিছু লয়ার আছে…
৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একটি প্রথম শ্রেণির কবিতার সাথে এই কবিতার কোন অমিল দেখিনা।
০৪ ঠা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫২
অজানা তীর্থ বলেছেন: ভাইয়া তোমার এই মন্তব্যে আমার জন্য আশীর্বাদ স্বরূপ । শায়মা আপুর সাথে তোমাকে নিয়ে বলেছি, উনি অনেক খুশি হয়েছে। আমি আলুসিদ্ধ নামের একটি নীতি বাচক ছড়া লিখেছি তোমার মন্তব্যের আশায় থাকলাম।
৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১০
পদাতিক চৌধুরি বলেছেন: ফিরে দেখা প্রেম মধুর বটে। ++
পোস্টে লাইক।
শুভকামনা জানবেন।
০৪ ঠা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫২
অজানা তীর্থ বলেছেন: পোস্টে লাইক, কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ, নিরন্তর শুভকামনা রইল আপনার প্রতি
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ২:২৩
মুহাইমিনুল ইসলাম - মঈন বলেছেন: prothom prem mone koriye dilen......