নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আমি নজরুল জুয়েল, খেতে অনেক পছন্দ করি, মাঝে মাঝে টুকটাক লিখতে ভালোবাসি, বর্ষাকাল আমার অনেক পছন্দ, এবং কফির দারুণ ভক্ত...\"

অজানা তীর্থ

আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।

অজানা তীর্থ › বিস্তারিত পোস্টঃ

জীবন গাঁথা

০৪ ঠা অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০৭

ভাবছি-
তোমার কাছে আমার ভালোবাসার
অনন্ত পতন কে উপেক্ষা করে,
এলোমেলো চিন্তার সীমানা পেরিয়ে,
যেতে হবে বহুদূর।

কি পেলাম আর কি হারালাম,
জানি মিলবেনা হিসেবের অঙ্ক,
তবুও বেঁচে থাকতে হয়
এই গোলক ধাঁধার দুনিয়াতে,
তোমাকে সুখী দেখবো বলে।

আমিও অনেক সুখী,
মরুর অশ্রুজল যেমন রোজ
প্রখর তাপের উষ্ণতায় বিলীন
হয়ে যায়, আমার সুখগুলো তেমনি
করে তোমার মিথ্যে ভালোসায়
রোজ হারিয়ে যায়।

তাই ভাবছি-
পিছনে ফিরে দেখে কি হবে?
থাকুক না স্মৃতির পাতায় সযত্নে
লিখা এক যুবতীর জীবন গাঁথা।

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: থাকুক কিছু স্মৃতি কবিতার কথায়....

ভালো লিখেছেন।

০৪ ঠা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫০

অজানা তীর্থ বলেছেন: প্রথম কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ, নিরন্তর শুভকামনা।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ১০:৫৫

অজানা তীর্থ বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ, নিরন্তর শুভকামনা রইল আপনার প্রতি ;)

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: বেশতো। স্মৃতির পাতায় জীবনভর লেখা থাকুক অমন জীবনগাঁথা।
শুভেচ্ছা নিয়েন।

০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ১০:৫৬

অজানা তীর্থ বলেছেন: আপনিও শুভেচ্ছা নিবেন। কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।

৪| ০৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫২

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম। কবি হতে হলে এমন কিছু থাকা দরকার আছে।

০৫ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৯

অজানা তীর্থ বলেছেন: অসংখ্য ধন্যবাদ কবি হাফেজ সাহেব আপনাকে। এমন কিছু বলতে কি বোঝায় যদি একটু বুঝিয়ে বলতেন। ধন্যবা।

৫| ০৫ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৭

শায়মা বলেছেন: কবিতার জন্য স্মৃতি বড়ই প্রয়োজনীয়।

০৫ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৪

অজানা তীর্থ বলেছেন: কবিতার জন্য স্মৃতি বড়ই প্রয়োজনীয় সঠিক বলেছেন আপু। কিন্তু এতো স্মৃতি কোথায় পাবো? কেউ যদি একটু ধার দিতো!

৬| ০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:১২

শায়মা বলেছেন: নিজের স্মৃতি কি যথেষ্ঠ নহে ভাইয়া?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.