|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 অজানা তীর্থ
অজানা তীর্থ
	আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
 
 
ওর একটা নাম চাই, ঠিক আছে ওর নাম “মুখর” থাকুক এই গল্প কবিতায়। 
মুখরঃ কিরে ঐ ব্রিজে এত রাতে! 
আমিঃ তোর কথা শুনবো বলে চলে আসলাম।
মুখরঃ তুই তাহলে আমার নতুন বাড়ী মনে রেখেছিস!
আমিঃ আজ আমার সব কথা শব্দাতীত, তুই আজ মুখর।
মুখরঃ ঠিক আছে বলছি-
“কিছু চেনা সুর, কিছু চেনা মুখ
আমায় আর ডাকছেনা। 
সেই রুপকথার গল্পগুলো,  
হয়তো আর কারো মনে পড়ছেনা। 
কিছু মন মোমগলা হয়ে নিজে পুড়েছে 
আমাকে আলোকিত করেছে, তবুও 
আমি দেখিনি সেই মনগুলোর  ভালোবাসা।
আমি শুধু কতক কাদার মত নরম মনের
আরাধনা করেছি,   যারা শুধু পানি ঘোলা 
করতে শিখেছে, শিখেনি ভালোবাসতে । 
কিছু মন বালি হলে ভালোই হতো,
না মিশতো জীবনের জলে, 
না চলতো কলাকৌশলে। 
কিছু চেনা সুর, কিছু চেনা মুখ
আজ আমায় আর ডাকছেনা। 
আজ শুধু আমার বলতে ইচ্ছে করছে- 
Send your dreams where nobody 
hides. There is no end. There is no
goodbye. Disappear with the night.”
তবুও তোকে বলছি অনেক রাত হয়েছে,
বাড়ি ফিরে যা, আজ এইটুকু থাকুক। 
বিঃদ্রঃ “মুখর”(ছদ্ম নাম) আমার খুব কাছের একজন বন্ধু। দু’মাস আগে এই পৃথিবী ছেড়ে তাঁর চলে যাবার অনেক কারণ থাকতে পারে, তবুও আল্লাহ নিশ্চয় সব জানে। তাকে যতটুকু জানি তার সামান্য কিছু এই গল্প কবিতায় লেখার  ব্যার্থ চেষ্টা মাত্র। হয়তো তাকে নিয়ে আরো লিখবো… 
 ৪ টি
    	৪ টি    	 +১/-০
    	+১/-০  ০২ রা নভেম্বর, ২০১৯  সকাল ৯:২৩
০২ রা নভেম্বর, ২০১৯  সকাল ৯:২৩
অজানা তীর্থ বলেছেন: আল্লাহ আপনার কথা কবুল করুক, আমীন।
২|  ০৩ রা নভেম্বর, ২০১৯  রাত ১২:৫৮
০৩ রা নভেম্বর, ২০১৯  রাত ১২:৫৮
কিরমানী লিটন বলেছেন: খুব ভালোলাগা কবি- চমৎকার....
  ০৩ রা নভেম্বর, ২০১৯  ভোর ৬:২২
০৩ রা নভেম্বর, ২০১৯  ভোর ৬:২২
অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ লিটন ভাই এতো সুন্দর মন্তব্যের জন্যে যা আমাকে পরবর্তী লিখার কাজে অনেক সাহস এর যোগান দেয়, সুস্থ থাকুন, ভালো থাকু, নিরন্তর শুভকামনা আপনার জন্যে।
©somewhere in net ltd.
১| ০২ রা নভেম্বর, ২০১৯  সকাল ৮:৫৯
০২ রা নভেম্বর, ২০১৯  সকাল ৮:৫৯
রাজীব নুর বলেছেন: আপনার বন্ধুর আত্মার শান্তি কামনা করছি।