![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
যাযাবর জেনেও যে বলে,
তোমার মনের আঙ্গিনাই
আমার জন্যে যথেষ্ট,
তাঁহারে ভালোবাসতে শিখ।
দুঃস্থ জেনেও যে বলে,
ডালে-ভাতে জীবন আমার,
তাঁহারে ভালোবাসতে শিখ।
সুছাঁদ নয় জেনেও যে বলে,
সৃষ্টিকর্তার কাছে তোমাকে
চেয়ে নিয়েছি আমার জন্যে,
তাঁহারে ভালোবাসতে শিখ।
হতশ্রী জেনেও যে বলে,
সুন্দর মনের মানুষ যে
তার আবার কিসে অভাব!
তাঁহারে ভালোবাসতে শিখ।
নিঃস্ব জেনেও যে বলে,
আমার কিছুই লাগবেনা,
তাঁহারে ভালোবাসতে শিখ।
শব্দার্থ/টীকাঃ- দুঃস্থঃ দরিদ্র; সুছাঁদ নয়ঃ সুন্দর আকৃতির নয় এমন; হতশ্রীঃ সম্পদহীন
ছবিঃ google
"নদীর জল ঘোলা ভাল, কালো গাইয়ের দুধ ভাল আর জাতের মেয়ে কালো ভাল"। ভাই জগৎ চিনতে বাকি আছে কী! যাই হোক, যাহারা এমন ভগবতী পেয়েছেন জীবন ধন্য, আর যাহারা ভোগীবতী পেয়েছেন জীবন শূন্য। সবার তরে শুভকামনা রইলো।
০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩০
অজানা তীর্থ বলেছেন: প্রথম কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ দাদা, আর আপনার ভালো লেগেছে এর মানে আমার ও ভালো লেগেছে, নিরন্তর শুভকামনা রইলো।
২| ০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো লাগলো।
০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৩
অজানা তীর্থ বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ সৌরভ দাদা। আমার ব্লগে সাধুবাদ জানায় আর নিরন্তর শুভকামনা
৩| ০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: প্রথম কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ দাদা, আর আপনার ভালো লেগেছে এর মানে আমার ও ভালো লেগেছে, নিরন্তর শুভকামনা রইলো।
ভালো থাকুন। সুস্থ থাকুন।
০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:১১
অজানা তীর্থ বলেছেন:
৪| ০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
০৩ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:০১
অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ সেলিম স্যার, শুভ কামনা রইলো।
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৩
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর কবিতা পাঠ করলাম।