|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 অজানা তীর্থ
অজানা তীর্থ
	আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
তুমি ছিলে সুখের মরীচিকা।  
থেকেছ অদূরে ছিলে হাতছানিতে, 
পাইনি কভু দুঃখের জ্বালাতে। 
তুমি ছিলে বসন্তের কোকিল। 
থেকেছ আড়ালে ছিলে কলরবে,
ফিরে পাইনি কভু মন উদাসে। 
তুমি ছিলে শুধু নামে প্রিয়জন।
রয়েছিলে সুখে থেকেছ দুধে-ভাতে, 
খুঁজে পাইনি কভু অভাবের ঘণ্টাতে।  
 ৪ টি
    	৪ টি    	 +২/-০
    	+২/-০  ০৮ ই নভেম্বর, ২০১৯  রাত ৮:১৬
০৮ ই নভেম্বর, ২০১৯  রাত ৮:১৬
অজানা তীর্থ বলেছেন: হয়তো খুঁজে পাওয়া যাবে, আর এই খুঁজে পাওয়াটা যদি খুঁজে না পাওয়ার মত হতো তাহলে ভালো হতো। শুভকামনা রইলো আপনার প্রতি।
২|  ০৮ ই নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:৫৪
০৮ ই নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:৫৪
কিরমানী লিটন বলেছেন: নান্দনিক ভালোলাগায় মন ছুঁয়ে গেলো- শুভকামনা কবি।
  ০৮ ই নভেম্বর, ২০১৯  রাত ৮:১৮
০৮ ই নভেম্বর, ২০১৯  রাত ৮:১৮
অজানা তীর্থ বলেছেন: মন ছুঁয়ে গেলো জেনে ভালো লাগলো  । আপনার প্রতিও শুভকামনা রইলো।
 । আপনার প্রতিও শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১| ০৮ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৫:৩১
০৮ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৫:৩১
রাজীব নুর বলেছেন: খুঁজে পাওয়া অসম্ভব কিছু না।