|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 অজানা তীর্থ
অজানা তীর্থ
	আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
এই শহরের ভালোবাসা অভিনয়ে ভাসা,
নিমিষেই দূর করে শত ব্যাথা,  বুকে গুঁজে
আপনার মাথা, সব পরতে ব্যাঙের ছাতা।
এই লোক দেখানো ভালোবাসার রীতি 
আমি শিখেনি, ভালোবাসার রীতি যে শিখে-
সে কোনো গাণিতিক চলকের মত নয়, 
সে হয় পৃথিবী থেকে সূর্যের দূরত্বের মত, 
সে হয় পানির অণুর মত,  হোক নর্দমার,
হোক সমুদ্রের, হোক বৃষ্টির  সর্ব ক্ষেত্রে 
একই অনুপাতে মিশে রহে যেমন।    
এই শহরের ভালোবাসা দু’টুকরো মাটির
লিলা, সব পরতে আছে রঙ্গিলা মাটির খেলা।
পুড়ে কালা হইতেও এদের সময় লাগেনা
দুঃখের সাতকাহন লিখতেও এরা ভুলেনা। 
এই লোক দেখানো ভালোবাসার রীতি 
আমি শিখেনি, ভালোবাসার রীতি যে শিখে-
তীব্র অন্ধকারেও তোমাকে চিনে, হাজার 
কোলাহলেও তোমাকে শুনে, শত মন খারাপেও 
তোমাকে বুঝে। ঠিক যেমন একই বৃত্তের 
হাজার ব্যাসার্ধ একই মাপের, তাঁর জীবনে 
ভালোবাসাও তেমন, গতকাল কম, আজ
অনেক বেশি, কাল ভুলে যাবে এমনটা নয়। 
এই শহরের ভালোবাসা অভিনয়ে ভাসা 
নিমিষেই দূর করে শত ব্যাথা,  বুকে গুঁজে
আপনার মাথা, সব পরতে ব্যাঙের ছাতা।
 ৪ টি
    	৪ টি    	 +০/-০
    	+০/-০  ১৯ শে মার্চ, ২০২০  রাত ১:২৫
১৯ শে মার্চ, ২০২০  রাত ১:২৫
অজানা তীর্থ বলেছেন: প্রথম কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ দাদা, নিরন্তর শুভকামনা রইলো।
২|  ১৯ শে মার্চ, ২০২০  সকাল ৯:২৪
১৯ শে মার্চ, ২০২০  সকাল ৯:২৪
রাজীব নুর বলেছেন: ্সহজ সরল সুন্দর।
  ১৯ শে মার্চ, ২০২০  রাত ৮:৪৬
১৯ শে মার্চ, ২০২০  রাত ৮:৪৬
অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ দাদা 
©somewhere in net ltd.
১| ১৯ শে মার্চ, ২০২০  রাত ১২:৩৮
১৯ শে মার্চ, ২০২০  রাত ১২:৩৮
নেওয়াজ আলি বলেছেন: Excellent