![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
আরেকবার আমার হও তুমি
নোনা জলে ভাসবেনা প্রেমী।
এইবার আর হবেনা পুনরভিনয়
হতে দাও কিছু অনতিক্রমণীয়।
আমার বদ্ধদৃষ্টি বদ্ধপরিকর
হৃদয় বিনাশী হয়ে যাবে কতদূর?
এইবার আর হবনা পথভ্রষ্ট
ছুটি পেতে চাই মোর সকল কষ্ট।
আর হবেনা মনের ফিরাফিরি
বাড়তে দিবনা তব মন সিঁড়ি।
ভিড়াও প্রেমের বাণিজ্যতরি
যেতে হবে তোমায় মিত্যপুরী।
ছবিঃ গুগল
১৮ ই মে, ২০২০ দুপুর ২:১৪
অজানা তীর্থ বলেছেন: প্রথম মন্তব্য ও একজন পাঠকের দৃষ্টিতে পড়ার জন্যে ধন্যবাদ দাদা। সুস্থ থাকুন ভাল থাকুন।
২| ১৮ ই মে, ২০২০ বিকাল ৩:৪৫
রাজীব নুর বলেছেন: প্রতিশোধ নেওয়া ভালো না। ক্ষমা করে দেওয়া উত্তম কাজ ।
১৮ ই মে, ২০২০ বিকাল ৪:১৪
অজানা তীর্থ বলেছেন: হয়তো এই কথাগুলো শুধু তাঁর মনে জমে আছে? হতে পারে প্রেমিক শেষ মহূর্তে ক্ষমা করে দিবে। আর আমিও মনে করি প্রেমিক ক্ষমা করে দিবে।
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০২০ দুপুর ১:৩৪
নেওয়াজ আলি বলেছেন: সহজ সরল ও নন্দিত ভাবে উপস্থাপন ।