|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 অজানা তীর্থ
অজানা তীর্থ
	আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
 
 
আর বকবো না তোদের;
আয়রে ফিরে বুকের মানিক,
আদরের সেই ছোট্ট দুলালি।  
তোরাই তো জল এই শুকনো নদনদীর। 
মা-বাবা হবেনা আর কারণ ক্রোধের।  
আর বকবো না তোদের, 
তোরা বড় হয়েছিস, অনেক বুঝিস।
থাকিস তোরা নিজের মত,
বুড়া-বুড়ির হবে একদিন গত। 
যা ছিল, সব দিয়েছি উজাড় করে, 
আর কি দিতে বাকি তোদের? 
দিনরাত শুধু এই কথা মোদের।
বাকি জীবনে শুধু এটুকু আশা,  
থাকবি তোরা পূর্ণিমা ভাসা।   
আর বকবো না তোদের; 
তোরা যে সবুজ মোদের,  
অবুঝ মন যে দুজনের।
আজো নামে না গলায় খাবার, 
আসবি ফিরে তোরা আবার। 
ছবি:  গুগল
 ১৪ টি
    	১৪ টি    	 +৩/-০
    	+৩/-০  ০৭ ই জুন, ২০২০  ভোর ৬:৪৯
০৭ ই জুন, ২০২০  ভোর ৬:৪৯
অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ দাদা প্রথম মন্তব্যে, ভালো থাকুন সুস্থ থাকুন।
২|  ০৭ ই জুন, ২০২০  ভোর ৬:৩৪
০৭ ই জুন, ২০২০  ভোর ৬:৩৪
কল্পদ্রুম বলেছেন: সুন্দর।কিছুটা মন খারাপের।
  ০৭ ই জুন, ২০২০  ভোর ৬:৫৭
০৭ ই জুন, ২০২০  ভোর ৬:৫৭
অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ দাদা মন্তব্যের জন্য। একজন বাবা যেমন ই হোক তাঁর ঋণের দায় কখনো একজন সন্তান মিটাতে পারবেনা। বর্তমানে আমাদের আশে পাশে এই রকম অনেক ঘটনা ঘটছে সন্তানরা বড় হবার এই বুড়ো বাবার খোঁজ রাখছেনা, হয়তো বৃদ্ধাশ্রমে দিয়ে দিচ্ছে। ছেলে-মেয়দের ডাক্তার ইঞ্জিনিয়ার বানাচ্ছে আর দিনের শেষে এই বাবার এইটুকু খোঁজ খবর নিচ্ছেনা। তবুও বাবা, তবুও তিনি তার ছেলে-মেয়েদের পথ চেয়ে থাকেন, তাদের জন্য মঙ্গল কামনা করেন। এই ব্যাপারগুলো খুব মনে লাগে আমার। তাই এই কবিতা। আল্লাহ যেন প্রতিটা বাবার সন্তান কে হেদায়েত দান করে।
৩|  ০৭ ই জুন, ২০২০  সকাল ৭:০১
০৭ ই জুন, ২০২০  সকাল ৭:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন: বাবার অনুভূতির যথার্থ প্রকাশ পেয়েছে।
  ০৭ ই জুন, ২০২০  সকাল ৭:৪০
০৭ ই জুন, ২০২০  সকাল ৭:৪০
অজানা তীর্থ বলেছেন: আমি চেষ্টা করেছিলাম কবিতাটা লেখার সময়, নিজেকে একবার অপরাধী সন্তান আরেকবার একজন দুঃখী-অভাগা বাবার চরিত্রে জড়িয়ে নিতে। আপনার মন্তব্যে আমার লেখার স্বার্থকতা প্রকাশ পেয়েছে জেনে খুশি হলাম ।
৪|  ০৭ ই জুন, ২০২০  দুপুর ১২:০৩
০৭ ই জুন, ২০২০  দুপুর ১২:০৩
রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।
  ০৭ ই জুন, ২০২০  বিকাল ৪:২৯
০৭ ই জুন, ২০২০  বিকাল ৪:২৯
অজানা তীর্থ বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৫|  ০৭ ই জুন, ২০২০  দুপুর ১:২৪
০৭ ই জুন, ২০২০  দুপুর ১:২৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
  ০৭ ই জুন, ২০২০  বিকাল ৪:২৯
০৭ ই জুন, ২০২০  বিকাল ৪:২৯
অজানা তীর্থ বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৬|  ০৭ ই জুন, ২০২০  দুপুর ১:৪৫
০৭ ই জুন, ২০২০  দুপুর ১:৪৫
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর পোস্ট।+
  ০৭ ই জুন, ২০২০  বিকাল ৪:২৯
০৭ ই জুন, ২০২০  বিকাল ৪:২৯
অজানা তীর্থ বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৭|  ০৭ ই জুন, ২০২০  বিকাল ৫:১৬
০৭ ই জুন, ২০২০  বিকাল ৫:১৬
করুণাধারা বলেছেন: অল্প কথায় কঠিন বাস্তবতার ছবি এঁকেছেন।+++++
  ০৭ ই জুন, ২০২০  সন্ধ্যা  ৬:০৫
০৭ ই জুন, ২০২০  সন্ধ্যা  ৬:০৫
অজানা তীর্থ বলেছেন: আপনার মন্তব্যে আমার লেখার স্বার্থকতা প্রকাশ পেয়েছে জেনে খুশি হলাম । নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
©somewhere in net ltd.
১| ০৭ ই জুন, ২০২০  ভোর ৬:৩১
০৭ ই জুন, ২০২০  ভোর ৬:৩১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর পোস্ট।